নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর লালবাগ থানা এলাকায় একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহকে ও নিউমার্কেট এলাকায় সবুজ আলী নামে একজনকে গুলি করে হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও মেজর জেনারেল (চাকরি থেকে অব্যাহতি পাওয়া) জিয়াউল আহসানকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম পৃথক দুই মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে আনিসুল ও সালমানকে নিউমার্কেট থানার দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। অন্যদিকে সদ্য চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে আট দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে লালবাগ থানার শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস আলী। একই সঙ্গে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আদালত প্রথমে তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পরে শুনানি শেষে প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে লালবাগ থানাধীন আজিমপুর সরকারি আবাসিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হন আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় বলা হয়, কিছু আসামির যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্যে ও সরাসরি নির্দেশে গুলি চালানো হয়।
এ ঘটনায় খালিদ হাসান সাইফুল্লার বাবা কামরুল হাসান বাদী হয়ে লালবাগ থানায় শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিপরিষদ সদস্য ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন।
সবুজ হত্যা মামলায় ৫দিন রিমান্ড:
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিউমার্কেট এলাকায় সবুজ আলী নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে নিউমার্কেট থানার পুলিশ। শুনানি শেষে আদালত এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ১৩ আগস্ট রাতে নৌপথে পালাতে গিয়ে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। পরদিন নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।
অন্যদিকে ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়।
রাজধানীর লালবাগ থানা এলাকায় একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহকে ও নিউমার্কেট এলাকায় সবুজ আলী নামে একজনকে গুলি করে হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও মেজর জেনারেল (চাকরি থেকে অব্যাহতি পাওয়া) জিয়াউল আহসানকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম পৃথক দুই মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে আনিসুল ও সালমানকে নিউমার্কেট থানার দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। অন্যদিকে সদ্য চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে আট দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে লালবাগ থানার শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস আলী। একই সঙ্গে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
আদালত প্রথমে তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পরে শুনানি শেষে প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে লালবাগ থানাধীন আজিমপুর সরকারি আবাসিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হন আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় বলা হয়, কিছু আসামির যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্যে ও সরাসরি নির্দেশে গুলি চালানো হয়।
এ ঘটনায় খালিদ হাসান সাইফুল্লার বাবা কামরুল হাসান বাদী হয়ে লালবাগ থানায় শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিপরিষদ সদস্য ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন।
সবুজ হত্যা মামলায় ৫দিন রিমান্ড:
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিউমার্কেট এলাকায় সবুজ আলী নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করে নিউমার্কেট থানার পুলিশ। শুনানি শেষে আদালত এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ১৩ আগস্ট রাতে নৌপথে পালাতে গিয়ে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। পরদিন নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।
অন্যদিকে ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে