নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বারো বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা কোভিডের অন্তত এক ডোজ টিকা না নিলে স্কুল-কলেজে যেতে পারবে না। টিকা প্রাপ্তি সহজ করতে নিবন্ধন ও অন্যান্য নথিপত্র প্রদর্শনের বাধ্যবাধকতাও তাদের জন্য তুলে নেওয়া হচ্ছে। জন্মনিবন্ধন, এনআইডি বা যেকোনো একটি পরিচয়পত্র নিয়ে গেলেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা জারি করবে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেবে প্রথম ডোজ ভ্যাকসিন ছাড়া কেউ স্কুলে আসতে পারবে না। ভ্যাকসিন তো এখন একেবারে গ্রামগঞ্জ পর্যন্ত অ্যাভেইলেবল হয়ে গেছে। এ জন্যই এটা ইম্পোজ করে দেওয়া হচ্ছে। ভ্যাকসিন দিয়ে স্কুলে যাওয়া নিরাপদ হবে, প্রমোশন ক্যাম্পেইনে সেটাই বলা হবে। প্রমোশন, ক্যাম্পেইনের জন্য স্বাস্থ্য, পিআইডি, স্থানীয় সরকার, প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইমাম সাহেবরাও যাতে খুতবায় ভ্যাকসিনের কথা বলেন সেটাও অলরেডি ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় বলেছে, যে ছাত্ররা ভ্যাকসিন নেবে না তারা স্কুল-কলেজে আসতে পারবে না। টিকা নেওয়ার জন্য মোটিভেশনও করতে বলা হয়েছে, ইম্পোজিশনও করতে বলা হয়েছে। ওরা (শিক্ষা মন্ত্রণালয়) বিশ্ববিদ্যালয়ের কথা বলেনি। বিশ্ববিদ্যালয় তো আলাদা অথরিটি। বলা হয়েছে, টিকা নিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করার দরকার নেই। জন্মনিবন্ধন ও এনআইডি বা যেকোনো একটি পরিচয়পত্র নিয়ে গেলেই তারা ভ্যাকসিন পেয়ে যাবে।’
৩ জানুয়ারির আন্তমন্ত্রণালয় সভায় শিক্ষা মন্ত্রণালয় টিকা নেওয়া বাধ্যতামূলক করার বিষয়টি জানিয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘তারা এরই মধ্যে মৌখিক নির্দেশনাও দিয়ে দিয়েছে। সচিব বদলি হওয়ায় হয়তো লিখিত নির্দেশনা দিতে দেরি হচ্ছে। ১২ বছরের নিচের বয়সীরা এখনো আমাদের দেশে (টিকা দেওয়ার জন্য) কাউন্টে আসেনি।’
সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম সীমিত রাখতে হবে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করতে হবে। আমরা কথা বলছি, আমাদের টেকনিক্যাল লোকজনরা অ্যাগ্রি করলে, এমনও হতে পারে তারা বিভিন্ন অনুষ্ঠানেও রেস্ট্রিকশন দিয়ে দেবে, এর বেশি থাকতে পারবে না।’
বুস্টার ডোজের বিষয়ে স্বাস্থ্য বিভাগকে চিন্তা করতে বলা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘৬০ বছর পর্যন্ত থাকবে নাকি কমানো যায়, সেটি নিয়ে চিন্তাভাবনা করতে বলা হয়েছে, যেহেতু আমাদের সাফিশিয়েন্ট (টিকা) আছে। গণপরিবহনের বিষয়ে আলোচনা হয়েছে যদি আরেকটু সংক্রমণ বাড়ে তাহলে হয়তো ৫০ শতাংশ (আসনসংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন) করা হবে। ওটা এখনো চূড়ান্ত হয়নি।’
গণপরিবহনে অর্ধেক যাত্রী নিলে ভাড়া বাড়ানো নিয়ে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা বিআরটিএকে বলে দেব কোনো ভাড়া-টাড়া বাড়ানো যাবে না।’
বারো বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা কোভিডের অন্তত এক ডোজ টিকা না নিলে স্কুল-কলেজে যেতে পারবে না। টিকা প্রাপ্তি সহজ করতে নিবন্ধন ও অন্যান্য নথিপত্র প্রদর্শনের বাধ্যবাধকতাও তাদের জন্য তুলে নেওয়া হচ্ছে। জন্মনিবন্ধন, এনআইডি বা যেকোনো একটি পরিচয়পত্র নিয়ে গেলেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা জারি করবে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেবে প্রথম ডোজ ভ্যাকসিন ছাড়া কেউ স্কুলে আসতে পারবে না। ভ্যাকসিন তো এখন একেবারে গ্রামগঞ্জ পর্যন্ত অ্যাভেইলেবল হয়ে গেছে। এ জন্যই এটা ইম্পোজ করে দেওয়া হচ্ছে। ভ্যাকসিন দিয়ে স্কুলে যাওয়া নিরাপদ হবে, প্রমোশন ক্যাম্পেইনে সেটাই বলা হবে। প্রমোশন, ক্যাম্পেইনের জন্য স্বাস্থ্য, পিআইডি, স্থানীয় সরকার, প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইমাম সাহেবরাও যাতে খুতবায় ভ্যাকসিনের কথা বলেন সেটাও অলরেডি ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় বলেছে, যে ছাত্ররা ভ্যাকসিন নেবে না তারা স্কুল-কলেজে আসতে পারবে না। টিকা নেওয়ার জন্য মোটিভেশনও করতে বলা হয়েছে, ইম্পোজিশনও করতে বলা হয়েছে। ওরা (শিক্ষা মন্ত্রণালয়) বিশ্ববিদ্যালয়ের কথা বলেনি। বিশ্ববিদ্যালয় তো আলাদা অথরিটি। বলা হয়েছে, টিকা নিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করার দরকার নেই। জন্মনিবন্ধন ও এনআইডি বা যেকোনো একটি পরিচয়পত্র নিয়ে গেলেই তারা ভ্যাকসিন পেয়ে যাবে।’
৩ জানুয়ারির আন্তমন্ত্রণালয় সভায় শিক্ষা মন্ত্রণালয় টিকা নেওয়া বাধ্যতামূলক করার বিষয়টি জানিয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘তারা এরই মধ্যে মৌখিক নির্দেশনাও দিয়ে দিয়েছে। সচিব বদলি হওয়ায় হয়তো লিখিত নির্দেশনা দিতে দেরি হচ্ছে। ১২ বছরের নিচের বয়সীরা এখনো আমাদের দেশে (টিকা দেওয়ার জন্য) কাউন্টে আসেনি।’
সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম সীমিত রাখতে হবে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করতে হবে। আমরা কথা বলছি, আমাদের টেকনিক্যাল লোকজনরা অ্যাগ্রি করলে, এমনও হতে পারে তারা বিভিন্ন অনুষ্ঠানেও রেস্ট্রিকশন দিয়ে দেবে, এর বেশি থাকতে পারবে না।’
বুস্টার ডোজের বিষয়ে স্বাস্থ্য বিভাগকে চিন্তা করতে বলা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘৬০ বছর পর্যন্ত থাকবে নাকি কমানো যায়, সেটি নিয়ে চিন্তাভাবনা করতে বলা হয়েছে, যেহেতু আমাদের সাফিশিয়েন্ট (টিকা) আছে। গণপরিবহনের বিষয়ে আলোচনা হয়েছে যদি আরেকটু সংক্রমণ বাড়ে তাহলে হয়তো ৫০ শতাংশ (আসনসংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন) করা হবে। ওটা এখনো চূড়ান্ত হয়নি।’
গণপরিবহনে অর্ধেক যাত্রী নিলে ভাড়া বাড়ানো নিয়ে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা বিআরটিএকে বলে দেব কোনো ভাড়া-টাড়া বাড়ানো যাবে না।’
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫