Ajker Patrika

৭ দিনের মধ্যে বিদেশি চ্যানেল পুনঃসম্প্রচারে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৭ দিনের মধ্যে বিদেশি চ্যানেল পুনঃসম্প্রচারে আইনি নোটিশ

বাংলাদেশে ৭ দিনের মধ্যে সকল বিদেশি চ্যানেল পুনরায় সম্প্রচারের ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান। তথ্য সচিব ও কোয়াব সমন্বয় কমিটির আহ্বায়ক বরাবর এ নোটিশ পাঠানো হয়। 

নোটিশে বলা হয়, কোনো আলোচনা না করে সম্প্রচার বন্ধের মতো হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বাংলাদেশের কোটি কোটি মানুষ বিদেশি চ্যানেল দেখার ফি দিয়েও দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে বিনোদনের অভাব দেখা দিয়েছে, যা সুস্পষ্টভাবে সংবিধান ও মানবাধিকারের লঙ্ঘন। 

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানের মান অত্যন্ত নিম্ন। ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশি চ্যানেলগুলো দেখে বিনোদন পেয়ে থাকে। বিদেশি চ্যানেল বন্ধের ফলে শিশুরা কার্টুন, মহিলারা রান্না ও সিরিয়াল এবং পুরুষেরা সংবাদ, খেলা ও রিয়্যালিটি শো দেখতে না পেরে বিড়ম্বনার স্বীকার হচ্ছে। যা প্রচলিত আইনের পরিপন্থী। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকে দেশে বিদেশি সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার। সরকারি নির্দেশনা, 'বিদেশি চ্যানেলগুলো তাঁদের মূল কনটেন্টের সঙ্গে কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না' এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত