উত্তরা (ঢাকা) প্রতিনিধি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নির্বাচনী পরিবেশ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে না। প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন, দলীয় যাঁরা প্রার্থী আছেন, তাঁদের ওপরও নির্ভর করে পরিবেশ।
উত্তরার শিল্প পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে আজ রোববার (৬ জুলাই) দুপুরে উত্তরা পূর্ব থানা প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এনসিপি ও জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা বিভিন্ন সমাবেশে বলছেন, বর্তমানে মব ও অন্যান্য বিষয়ের কারণে আগামীর নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনে যাঁরা কর্মকর্তা-কর্মচারী রয়েছেন তাঁদের, নির্বাচন কমিশন এবং যাঁরা দলীয় প্রার্থী রয়েছেন, তাঁদের ওপর নির্বাচনী পরিবেশ নির্ভর করে। ইলেকশন কমিশন পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার নিয়ন্ত্রণ করে। রিটার্নিং অফিসার প্রশাসন থেকে আসে। আমরা হলো, আইনশৃঙ্খলাটা দেখি। মেইন পার্টি হলো, যারা ইলেকশনটা করতেছে। ইলেকশনের জন্য বেশি প্রস্তুতি দরকার, যারা ইলেকশন করবে, তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনের সক্ষমতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতিতে অনেকে অনেক কথা বলে। এটা তাদের জিজ্ঞাসা করতে পারেন। তাদের প্রশ্নের উত্তর আমি দেব না। আমি আমার প্রস্তুতি নিচ্ছি।’
তিনি বলেন, ‘এখনো পাঁচ-ছয় মাসের মতো সময় আছে। আমি আমার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। আমার মনে হয়, ইলেকশনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে কোনো অসুবিধা হবে না।’
দেশের বিভিন্ন জায়গায় মবের মতো ঘটনা ঘটছে এবং সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এসব রোধে করণীয় বিষয় সাংবাদিকেরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগের থেকে সাংবাদিকদের সংখ্যা অনেক বেড়েছে। যার কারণে কোথায় কী ঘটছে, সাথে সাথেই রিপোর্ট পাই। আগে একটা ঘটনা ঘটলেও সংবাদটা পাওয়া যেত না।’
তিনি বলেন, ‘মব কিছুটা কমে এসেছিল। কিন্তু দুই-তিন দিন আগে কুমিল্লা, চিটাগাং, লালমনিরহাট, ফরিদপুরে কয়েকটি ঘটনা ঘটেছে। এগুলো যেন ভবিষ্যতে না ঘটে, তার জন্য প্রপার অ্যাকশন নিচ্ছি। এগুলোর সঙ্গে যারা যারা জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘রংপুরের অপরাধের জন্য এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের শাস্তি দেওয়া হয়েছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সমস্যা হলো, যে অন্যায় করে, সে তো ওই এলাকায় থাকে না, পালায়। তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে একটু সময় দিতে হবে।’
লালমনিরহাটের দুটি থানায় হামলা হয়েছে। এমন হামলার ঘটনা ঘটলে পুলিশের মনোবলের বিষয়ে সাংবাদিকেরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সেখানে পুলিশের সংখ্যা, সেনাবাহিনীর সংখ্যা, বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে।’
শিল্প পুলিশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কিছু কিছু সমস্যা রয়ে গেছে। তাদের জনবলের সংখ্যা অনেক কম। আপনারা জানেন, আগস্টের পরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অনেক সমস্যা দেখা গিয়েছিল। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কঠোর পরিশ্রম করে সমস্যাগুলো সমাধান করেছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল আরও বৃদ্ধি করতে হবে। যেহেতু ইন্ডাস্ট্রির সংখ্যাও বেড়ে যাচ্ছে। তাই তাদের জনবল ও সরঞ্জামাদি বাড়ানো দরকার। এসব বিষয়ে তাদের (ইন্ডাস্ট্রিয়াল পুলিশের) সাথে আলাপ হয়েছে।’
উত্তরা পূর্ব থানার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই থানায় আমি এর আগেও একবার এসে দেখে গিয়েছিলাম—তৃতীয় তলায় থাকার জায়গা আছে। কিন্তু ওয়াশরুম নেই, গোসল করার জায়গা নেই। তখন ওয়াশরুম করার জন্য নির্দেশ দিয়েছিলাম। আজ দেখেছি, সেটি করেছে।’
এ সময় উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি), বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহমেদ আলী, উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফাসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নির্বাচনী পরিবেশ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে না। প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন, দলীয় যাঁরা প্রার্থী আছেন, তাঁদের ওপরও নির্ভর করে পরিবেশ।
উত্তরার শিল্প পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে আজ রোববার (৬ জুলাই) দুপুরে উত্তরা পূর্ব থানা প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এনসিপি ও জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা বিভিন্ন সমাবেশে বলছেন, বর্তমানে মব ও অন্যান্য বিষয়ের কারণে আগামীর নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনে যাঁরা কর্মকর্তা-কর্মচারী রয়েছেন তাঁদের, নির্বাচন কমিশন এবং যাঁরা দলীয় প্রার্থী রয়েছেন, তাঁদের ওপর নির্বাচনী পরিবেশ নির্ভর করে। ইলেকশন কমিশন পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার নিয়ন্ত্রণ করে। রিটার্নিং অফিসার প্রশাসন থেকে আসে। আমরা হলো, আইনশৃঙ্খলাটা দেখি। মেইন পার্টি হলো, যারা ইলেকশনটা করতেছে। ইলেকশনের জন্য বেশি প্রস্তুতি দরকার, যারা ইলেকশন করবে, তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনের সক্ষমতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতিতে অনেকে অনেক কথা বলে। এটা তাদের জিজ্ঞাসা করতে পারেন। তাদের প্রশ্নের উত্তর আমি দেব না। আমি আমার প্রস্তুতি নিচ্ছি।’
তিনি বলেন, ‘এখনো পাঁচ-ছয় মাসের মতো সময় আছে। আমি আমার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। আমার মনে হয়, ইলেকশনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে কোনো অসুবিধা হবে না।’
দেশের বিভিন্ন জায়গায় মবের মতো ঘটনা ঘটছে এবং সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এসব রোধে করণীয় বিষয় সাংবাদিকেরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগের থেকে সাংবাদিকদের সংখ্যা অনেক বেড়েছে। যার কারণে কোথায় কী ঘটছে, সাথে সাথেই রিপোর্ট পাই। আগে একটা ঘটনা ঘটলেও সংবাদটা পাওয়া যেত না।’
তিনি বলেন, ‘মব কিছুটা কমে এসেছিল। কিন্তু দুই-তিন দিন আগে কুমিল্লা, চিটাগাং, লালমনিরহাট, ফরিদপুরে কয়েকটি ঘটনা ঘটেছে। এগুলো যেন ভবিষ্যতে না ঘটে, তার জন্য প্রপার অ্যাকশন নিচ্ছি। এগুলোর সঙ্গে যারা যারা জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘রংপুরের অপরাধের জন্য এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের শাস্তি দেওয়া হয়েছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সমস্যা হলো, যে অন্যায় করে, সে তো ওই এলাকায় থাকে না, পালায়। তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে একটু সময় দিতে হবে।’
লালমনিরহাটের দুটি থানায় হামলা হয়েছে। এমন হামলার ঘটনা ঘটলে পুলিশের মনোবলের বিষয়ে সাংবাদিকেরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সেখানে পুলিশের সংখ্যা, সেনাবাহিনীর সংখ্যা, বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে।’
শিল্প পুলিশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কিছু কিছু সমস্যা রয়ে গেছে। তাদের জনবলের সংখ্যা অনেক কম। আপনারা জানেন, আগস্টের পরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অনেক সমস্যা দেখা গিয়েছিল। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কঠোর পরিশ্রম করে সমস্যাগুলো সমাধান করেছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল আরও বৃদ্ধি করতে হবে। যেহেতু ইন্ডাস্ট্রির সংখ্যাও বেড়ে যাচ্ছে। তাই তাদের জনবল ও সরঞ্জামাদি বাড়ানো দরকার। এসব বিষয়ে তাদের (ইন্ডাস্ট্রিয়াল পুলিশের) সাথে আলাপ হয়েছে।’
উত্তরা পূর্ব থানার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই থানায় আমি এর আগেও একবার এসে দেখে গিয়েছিলাম—তৃতীয় তলায় থাকার জায়গা আছে। কিন্তু ওয়াশরুম নেই, গোসল করার জায়গা নেই। তখন ওয়াশরুম করার জন্য নির্দেশ দিয়েছিলাম। আজ দেখেছি, সেটি করেছে।’
এ সময় উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি), বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহমেদ আলী, উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফাসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৭ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে