নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশের নির্বাচন অফিসগুলোতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাসংক্রান্ত সঠিক তথ্য সেবাগ্রহীতাদের দিতে হেল্প ডেস্ক বসানোর নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম। সম্প্রতি এক মাসিক সমন্বয় সভায় এমন নির্দেশনা দেন তিনি।
ইসি কর্মকর্তারা জানান, সভায় জানানো হয়, কোন সেবার জন্য কোন ফরম, কীভাবে পূরণ করতে হয়, কী তথ্য ও কাগজপত্র জমা দিতে হয় ইত্যাদি তথ্য অনেকেই না জানার কারণে দালালদের খপ্পরে পড়েন। তা থেকে মুক্তি দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। সভার সিদ্ধান্ত মোতাবেক সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে হেল্প ডেস্ক অ্যাকটিভ করে সেবাগ্রহীতাদের সেবা দিতে হবে।
ইসি কর্মকর্তারা আরও জানান, ওই সভায় ইসি সচিব হেল্প ডেস্ক বসানো ছাড়াও বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন। এ ক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলে ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার ক্ষেত্রে জারি করা পরিপত্রের বিষয়গুলো সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা, জাতীয় পরিচয়পত্র সেবাকে সহজীকরণের মাধ্যমে হয়রানি ও দালালমুক্ত করা, সেবাগ্রহীতার সঙ্গে সর্বোত্তম আচরণ ও সেবা সহজীকরণ করে দুর্নীতিমুক্ত করার প্রতি জোর দেন।
১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় আরও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা জানান, অনেক ইভিএম ব্যবহার অনুপযোগী অবস্থায় আছে। যাচাই করে সেগুলো বিনষ্ট করা প্রয়োজন। ১০ আঞ্চলিক অফিসে ইভিএম সংরক্ষণের জন্য ওয়্যারহাউস তৈরি করা প্রয়োজন। আলোচনা শেষে আঞ্চলিক ও জেলা পর্যায়ে ওয়্যারহাউস নির্মাণে জমি অধিগ্রহণের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দেওয়া এবং কেন্দ্রীয়ভাবে ওয়্যারহাউজের একটি ডিজাইন প্রস্তুত করে মাঠপর্যায়ে পাঠানোর সিদ্ধান্ত হয়।
সারা দেশের নির্বাচন অফিসগুলোতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাসংক্রান্ত সঠিক তথ্য সেবাগ্রহীতাদের দিতে হেল্প ডেস্ক বসানোর নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম। সম্প্রতি এক মাসিক সমন্বয় সভায় এমন নির্দেশনা দেন তিনি।
ইসি কর্মকর্তারা জানান, সভায় জানানো হয়, কোন সেবার জন্য কোন ফরম, কীভাবে পূরণ করতে হয়, কী তথ্য ও কাগজপত্র জমা দিতে হয় ইত্যাদি তথ্য অনেকেই না জানার কারণে দালালদের খপ্পরে পড়েন। তা থেকে মুক্তি দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন। সভার সিদ্ধান্ত মোতাবেক সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে হেল্প ডেস্ক অ্যাকটিভ করে সেবাগ্রহীতাদের সেবা দিতে হবে।
ইসি কর্মকর্তারা আরও জানান, ওই সভায় ইসি সচিব হেল্প ডেস্ক বসানো ছাড়াও বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন। এ ক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলে ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার ক্ষেত্রে জারি করা পরিপত্রের বিষয়গুলো সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা, জাতীয় পরিচয়পত্র সেবাকে সহজীকরণের মাধ্যমে হয়রানি ও দালালমুক্ত করা, সেবাগ্রহীতার সঙ্গে সর্বোত্তম আচরণ ও সেবা সহজীকরণ করে দুর্নীতিমুক্ত করার প্রতি জোর দেন।
১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় আরও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা জানান, অনেক ইভিএম ব্যবহার অনুপযোগী অবস্থায় আছে। যাচাই করে সেগুলো বিনষ্ট করা প্রয়োজন। ১০ আঞ্চলিক অফিসে ইভিএম সংরক্ষণের জন্য ওয়্যারহাউস তৈরি করা প্রয়োজন। আলোচনা শেষে আঞ্চলিক ও জেলা পর্যায়ে ওয়্যারহাউস নির্মাণে জমি অধিগ্রহণের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দেওয়া এবং কেন্দ্রীয়ভাবে ওয়্যারহাউজের একটি ডিজাইন প্রস্তুত করে মাঠপর্যায়ে পাঠানোর সিদ্ধান্ত হয়।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে