Ajker Patrika

আবারো দুই শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবারো দুই শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত

আবারও ২ শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২১১ জনই রাজধানীতে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২১৪ জন। এর মধ্যে ২১১ জন রাজধানীতে এবং ঢাকার বাইরে তিনজন।

এর আগের দিন ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ২১৮ জন। এর মধ্যে ২০৮ জনই ছিল রাজধানীতে। গত ছয় দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৫৭ জন। 

দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৭২ জন। 

চলতি বছরের জানুয়ারি থেকে আজ শুক্রবার পর্যন্ত দেশের ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ১১৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩০৯৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত