Ajker Patrika

একদিনে হাসপাতালে ভর্তি ২২১ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একদিনে হাসপাতালে ভর্তি ২২১ ডেঙ্গু রোগী

দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না। প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১ জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২১ জন। এদের মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছেন ১৯৯ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ জন। এর আগে গত শনিবার সকাল আটটা থেকে গতকাল রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৯৮ জন। এদের মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছিলেন ১৮৯ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন নয়জন। দেশে চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন ৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আগেরদিন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩৮ জন। ঢাকা শিশু হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে আটজন ডেঙ্গু রোগী। আগেরদিন এই হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হয়নি। সম্মিলিত সামরিক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন নয়জন। আগেরদিন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১০ জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন। আগেরদিন এই হাসপাতালে নতুন রোগীর সংখ্যা ছিল চারজন।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৬ হাজার ৩২১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ২৬৪ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১ হাজার ৩২ জন। আর রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৯৬২ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ৭০ জন। প্রাথমিকভাবে এ পর্যন্ত ২৮ জনের মৃত্যুর তথ্য এসেছে আইইডিসিআর–এ। তবে সংস্থাটি এখনো মৃত্যুর বিষয়টি যাচাই-বাছাই করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত