Ajker Patrika

জাতীয় তামাকমুক্ত সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় তামাকমুক্ত সপ্তাহ উদ্বোধন

প্রতি বছরের মতো এ বছরও সারা দেশের বেসরকারি সংগঠন ও সিভিল সোসাইটির সমন্বয়ে গঠিত জাতীয় প্ল্যাটফর্ম অ্যালায়েন্স ফর এফসিটিসি ইমপ্লিমেন্টেশন বাংলাদেশ (এএফআইবি) আজ শনিবার রাজধানীর পুরানা পল্টন এএফআইবি কার্যালয়ে জাতীয় তামাকমুক্ত সপ্তাহ-২০২১-এর উদ্বোধন করা হয়।

এ বছর জাতীয় তামাকমুক্ত সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এই মুহূর্তে প্রয়োজন, ই-সিগারেট নিয়ন্ত্রণ’। জাতীয় তামাকমুক্ত সপ্তাহ-২০২১ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও গ্রাসরুট পিপলস অ্যাওয়ারনেস ফর ডেভেলপমেন্টের (জিপিএডি) চেয়ারম্যান মো. বদরুদ্দোজা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্ব-জীব সোসাইটির নির্বাহী পরিচালক মো. আইনুল হক, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ারের (জার) কোষাধ্যক্ষ অসিত রঞ্জন মজুমদার প্রমুখ। 

তামাক সেবনের ফলে প্রতিবছর ১ লাখ ২৬ হাজারের বেশি লোক মারা যায় এবং ৪ লাখের বেশি লোক পঙ্গুত্ব বরণ করে। এ অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও পঙ্গুত্ব রোধে এবং প্রধানমন্ত্রীর অভিপ্রায় ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে আগামী ৯-১৫ অক্টোবর দেশব্যাপী ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিরুৎসাহিত করতে সাত দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে এএফআইবি। 

বক্তারা বলেন, এবারের জাতীয় তামাকমুক্ত সপ্তাহের কর্মসূচির মধ্যে উল্লেখ্যযোগ্য হলো—১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও লিফলেট বিতরণ, ই-সিগারেট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ,৯-১৫ অক্টোবর ধারাবাহিকভাবে বিভাগীয় শহর-জেলা-উপজেলায় র‍্যালিসহ লিফলেট বিতরণ কর্মসূচি, সারা দেশে পোস্টার প্রদর্শন ও ই-সিগারেট নিয়ন্ত্রণ বিষয়ে জেলা পর্যায়ে স্মারকলিপি প্রদান, পত্রিকায় বিভিন্ন নিবন্ধ প্রকাশ ও ইলেকট্রনিক মিডিয়ায় ই-সিগারেট নিয়ন্ত্রণ বিষয়ে টক শো, ই-সিগারেট নিয়ন্ত্রণে নানা কৌশল নির্ধারণে সিভিল সোসাইটির সমন্বয়ে গোলটেবিল বৈঠক, সভা ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত