Ajker Patrika

শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন মেয়ে পুতুল

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১২: ১৮
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন মেয়ে পুতুল

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে মর্মাহত তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। আক্ষেপ প্রকাশ করে বলেছেন, কঠিন সময়ে মায়ের পাশে না থাকতে পেরে তাঁকে আলিঙ্গন করতে না পেরে তিনি ব্যথিত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে তিনি এ কথা বলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো মায়ের পদত্যাগ ও দেশত্যাগের বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার প্রাণের দেশ বাংলাদেশে প্রাণহানির ঘটনায় আমি ব্যথিত। এতটাই মন খারাপ যে আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে এবং আলিঙ্গন করতে যেতে পারিনি। আমি আরডি হিসেবে আমার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁর ত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সায়মা ওয়াজেদ। 

উল্লেখ্য, চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে ৪০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার ৭৬ বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাঁকে ৪৫ মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যান। 

সেখান থেকে সম্ভবত যুক্তরাজ্যে আশ্রয় নিতে তিনি লন্ডনে যাবেন বলে শোনা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত