নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশাবাদ প্রকাশ করে বলেছেন, ভারতের সেরাম ইনস্টিটিউট যথাসময়ে টিকা সরবরাহ করতে না পারলে টাকা ফেরত দেবে। তিনি বলেন, বিষয়টি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভাল করবে। চুক্তি অনুযায়ী তারা কত দিন সময় নিয়েছিল সেটিও দেখতে হবে।
আজ বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি ১৮ তম অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও ২২ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বুধবার অর্থনৈতিক সংক্রান্ত সভায় একটি প্রস্তাব এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদিত ১৬ প্রস্তাবের মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ১ হাজার ৩৯ কোটি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।
ভারতের কাছ থেকে টিকা সরবরাহ না পেলে অর্থ ফেরতের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তাদেরও (ভারত) সেখানে টিকা (ভ্যাকসিন) প্রয়োজন। সেসব কারণ বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। অবশ্যই এটা ঠিক, তারা টিকা সরবরাহে ব্যর্থ (ফেল) হলে টাকা ফেরত দেবে।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে প্রতিবেদন প্রকাশ না করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের চুরি হওয়া টাকার বিষয়ে আমরা আইনি প্রক্রিয়ায় গিয়েছি। যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত বা আমাদের চিন্তায় যারা ছিল সম্পৃক্ততার, তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি, এ মামলা এখনো চলমান। সে জন্য এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।
এদিকে সংসদীয় কমিটিতে বলা হয়েছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতিটি সার্জিকাল মাস্ক ৩৫৬ টাকা দামে কেনা হয়েছে। এগুলো কেবিনেট কমিটি মনিটর করলে ২ থেকে ১০ টাকার মাস্ক কীভাবে ৩৫৬ টাকা দিয়ে কেনা হয়-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রতিটি মন্ত্রণালয়কে যেভাবে বরাদ্দ দেওয়া হয় তেমনিভাবে তাদের ক্রয় করার সুযোগ আছে। তারা নির্দিষ্ট সীমার (লিমিট) মধ্যে কিনতে পারে, সেই সীমা যখন পার (ক্রস) হয়ে যাবে তখন আমাদের কমিটিতে আসবে। তার আগে পর্যন্ত মন্ত্রণালয় যথাযথ কর্তৃপক্ষ, তাদের ক্রয়ের ক্ষমতা রয়েছে।
বাংলাদেশ পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) প্রণোদনার টাকা ফেরত দেওয়ার জন্য বাড়তি সময় চাচ্ছে। তাদের বাড়তি সময় দেওয়া হবে কিনা-এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার কাছে এ বিষয়ে কোনো আবেদন এখনো আসেনি। এলে দেখব, কী করা যায়।
ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশাবাদ প্রকাশ করে বলেছেন, ভারতের সেরাম ইনস্টিটিউট যথাসময়ে টিকা সরবরাহ করতে না পারলে টাকা ফেরত দেবে। তিনি বলেন, বিষয়টি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভাল করবে। চুক্তি অনুযায়ী তারা কত দিন সময় নিয়েছিল সেটিও দেখতে হবে।
আজ বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি ১৮ তম অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও ২২ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বুধবার অর্থনৈতিক সংক্রান্ত সভায় একটি প্রস্তাব এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদিত ১৬ প্রস্তাবের মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ১ হাজার ৩৯ কোটি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।
ভারতের কাছ থেকে টিকা সরবরাহ না পেলে অর্থ ফেরতের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তাদেরও (ভারত) সেখানে টিকা (ভ্যাকসিন) প্রয়োজন। সেসব কারণ বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। অবশ্যই এটা ঠিক, তারা টিকা সরবরাহে ব্যর্থ (ফেল) হলে টাকা ফেরত দেবে।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে প্রতিবেদন প্রকাশ না করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের চুরি হওয়া টাকার বিষয়ে আমরা আইনি প্রক্রিয়ায় গিয়েছি। যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত বা আমাদের চিন্তায় যারা ছিল সম্পৃক্ততার, তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি, এ মামলা এখনো চলমান। সে জন্য এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।
এদিকে সংসদীয় কমিটিতে বলা হয়েছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতিটি সার্জিকাল মাস্ক ৩৫৬ টাকা দামে কেনা হয়েছে। এগুলো কেবিনেট কমিটি মনিটর করলে ২ থেকে ১০ টাকার মাস্ক কীভাবে ৩৫৬ টাকা দিয়ে কেনা হয়-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রতিটি মন্ত্রণালয়কে যেভাবে বরাদ্দ দেওয়া হয় তেমনিভাবে তাদের ক্রয় করার সুযোগ আছে। তারা নির্দিষ্ট সীমার (লিমিট) মধ্যে কিনতে পারে, সেই সীমা যখন পার (ক্রস) হয়ে যাবে তখন আমাদের কমিটিতে আসবে। তার আগে পর্যন্ত মন্ত্রণালয় যথাযথ কর্তৃপক্ষ, তাদের ক্রয়ের ক্ষমতা রয়েছে।
বাংলাদেশ পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) প্রণোদনার টাকা ফেরত দেওয়ার জন্য বাড়তি সময় চাচ্ছে। তাদের বাড়তি সময় দেওয়া হবে কিনা-এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার কাছে এ বিষয়ে কোনো আবেদন এখনো আসেনি। এলে দেখব, কী করা যায়।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
২২ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২২ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২২ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২২ দিন আগে