নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি নিয়ে ২০১৮ সালের আপিল বিভাগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ রোববার এই আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার এই সংক্রান্ত রিভিউ আবেদনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।
রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
মাসদার হোসেন মামলার রায়ের পর ২০১৭ সালের ডিসেম্বরে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ করে সরকার। এরপর ২০১৮ সালের ৩ জানুয়ারি তা গ্রহণ করেন তৎকালীন সময়ে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগ। ওই বিধির মাধ্যমে অধস্তন আদালতের বিচারকদের উপযুক্ত কর্তৃপক্ষ বলতে আইন মন্ত্রণালয়কে বুঝানো হয়। আর অধস্তন আদালতের বিচারকদের বদলি, ছুটি, পদোন্নতি ও শৃঙ্খলার বিষয়ে আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট যৌথভাবে সিদ্ধান্ত নেয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরসহ আট আইনজীবী আপিল বিভাগের সিদ্ধান্ত রিভিউ চেয়ে আবেদন করেন।
আদেশের বিষয়ে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, বিচার বিভাগকে ‘অ্যাসল্ট করে’ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে ওই শৃঙ্খলাবিধিকে গ্রহণ করা হয়েছিল। আগে নয়জন বিচারপতি ভিন্ন আদেশ দিয়েছিলেন। পরে প্রধান বিচারপতিকে অপসারণ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মাধ্যমে সেই শৃঙ্খলাবিধি গ্রহণ করা হয়। এটি বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন। তৎকালীন সরকার বাধ্য করেছিল এ আদেশ দিতে। আমরা বিষয়টি রিভিউ চেয়ে আবেদন করেছিলাম।
শিশির মনির বলেন, আপিল বিভাগ লিভ (আপিলের অনুমতি) গ্রান্ট করেছেন। শৃঙ্খলা বিধি গ্রহণ করে ২০১৮ সালের দেওয়া আদেশ স্থগিত করেছেন। এতে করে ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে চলা শুনানিতে আর কোনো বাধা নেই। তবে এই সময়ে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি।
বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি নিয়ে ২০১৮ সালের আপিল বিভাগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ রোববার এই আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার এই সংক্রান্ত রিভিউ আবেদনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।
রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
মাসদার হোসেন মামলার রায়ের পর ২০১৭ সালের ডিসেম্বরে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ করে সরকার। এরপর ২০১৮ সালের ৩ জানুয়ারি তা গ্রহণ করেন তৎকালীন সময়ে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগ। ওই বিধির মাধ্যমে অধস্তন আদালতের বিচারকদের উপযুক্ত কর্তৃপক্ষ বলতে আইন মন্ত্রণালয়কে বুঝানো হয়। আর অধস্তন আদালতের বিচারকদের বদলি, ছুটি, পদোন্নতি ও শৃঙ্খলার বিষয়ে আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট যৌথভাবে সিদ্ধান্ত নেয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরসহ আট আইনজীবী আপিল বিভাগের সিদ্ধান্ত রিভিউ চেয়ে আবেদন করেন।
আদেশের বিষয়ে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, বিচার বিভাগকে ‘অ্যাসল্ট করে’ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে ওই শৃঙ্খলাবিধিকে গ্রহণ করা হয়েছিল। আগে নয়জন বিচারপতি ভিন্ন আদেশ দিয়েছিলেন। পরে প্রধান বিচারপতিকে অপসারণ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মাধ্যমে সেই শৃঙ্খলাবিধি গ্রহণ করা হয়। এটি বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন। তৎকালীন সরকার বাধ্য করেছিল এ আদেশ দিতে। আমরা বিষয়টি রিভিউ চেয়ে আবেদন করেছিলাম।
শিশির মনির বলেন, আপিল বিভাগ লিভ (আপিলের অনুমতি) গ্রান্ট করেছেন। শৃঙ্খলা বিধি গ্রহণ করে ২০১৮ সালের দেওয়া আদেশ স্থগিত করেছেন। এতে করে ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে চলা শুনানিতে আর কোনো বাধা নেই। তবে এই সময়ে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে