বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষই চলমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান গত মঙ্গলবার পাকিস্তান সফর করেন। বাংলাদেশের কোনো জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ক্ষেত্রে এটি একটি বিরল ঘটনা। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের কোনো সামরিক কর্মকর্তা পাকিস্তান সফর করেননি।
সফরকালে এস. এম. কামরুল হাসান রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দপ্তর (জিএইচকিউ) পরিদর্শন করেন এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি জেনারেল শাহির শামশাদ মির্জার সঙ্গে সাক্ষাৎ করেন।
বিগত ১৫ বছরে দুই দেশের সম্পর্ক কিছুটা শীতল ছিল। তবে, আগস্টে শেখ হাসিনার পতনের পর উভয় দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।
সাম্প্রতিক এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সামরিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়। উভয় পক্ষই একটি টেকসই প্রতিরক্ষা অংশীদারত্ব এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে।
পাকিস্তানের প্রতিরক্ষা সচিব মুহাম্মদ আলী বলেন, ‘পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে গুরুত্বপূর্ণ মনে করে।’
জেনারেল কামরুল হাসান পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারি এবং সন্ত্রাসবিরোধী সংগ্রামে তাদের আত্মত্যাগের প্রশংসা করেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষই চলমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান গত মঙ্গলবার পাকিস্তান সফর করেন। বাংলাদেশের কোনো জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ক্ষেত্রে এটি একটি বিরল ঘটনা। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের কোনো সামরিক কর্মকর্তা পাকিস্তান সফর করেননি।
সফরকালে এস. এম. কামরুল হাসান রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দপ্তর (জিএইচকিউ) পরিদর্শন করেন এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি জেনারেল শাহির শামশাদ মির্জার সঙ্গে সাক্ষাৎ করেন।
বিগত ১৫ বছরে দুই দেশের সম্পর্ক কিছুটা শীতল ছিল। তবে, আগস্টে শেখ হাসিনার পতনের পর উভয় দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।
সাম্প্রতিক এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সামরিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়। উভয় পক্ষই একটি টেকসই প্রতিরক্ষা অংশীদারত্ব এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে।
পাকিস্তানের প্রতিরক্ষা সচিব মুহাম্মদ আলী বলেন, ‘পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে গুরুত্বপূর্ণ মনে করে।’
জেনারেল কামরুল হাসান পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারি এবং সন্ত্রাসবিরোধী সংগ্রামে তাদের আত্মত্যাগের প্রশংসা করেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে