Ajker Patrika

ডেঙ্গু আক্রান্ত আরও ২২৬ জন ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৯: ৫৮
ডেঙ্গু আক্রান্ত আরও ২২৬ জন ভর্তি

দেশে ডেঙ্গুর প্রকোপ এখনো কমছে না। আগস্টের ১০ দিনেই পুরো জুলাই মাসের চেয়ে বেশি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২২৬ জন। তাঁদের মধ্যে ঢাকায় ২১১ জন। ঢাকার বাইরে ১৫ জন। আগেরদিন ভর্তি হয়েছিলেন ২১০ জন। তাঁদের মধ্যে ঢাকায়ই ১৮১ জন। ঢাকার বাইরে ২৯ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে গেছে।
 
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে ১০ দিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২ হাজার ৩২১ জন। গত সোমবার সকাল আটটা থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট রোগী ভর্তি হয় ২২৬ জন। গত এক সপ্তাহ ধরেই রোগী ভর্তি দৈনিক দুই শতাধিক হচ্ছে। এতে চলতি মাসের ১০ দিনে রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৩২১ জন। আর জুলাই মাসে ভর্তি হয়েছিল ২ হাজার ২৮৬ জন।
 
গত সোমবার সকাল আটটা থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন রোগী ভর্তি হন ৫৬ জন, শিশু হাসপাতালে ১০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৯ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৪ হাজার ৯৭৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৪৬ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৯১৫ জন। আর রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৮৫২ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৬৩ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত