Ajker Patrika

এই এফডিসি বঙ্গবন্ধুর স্বপ্নেরই প্রকাশ

জাহীদ রেজা নূর, ঢাকা
এই এফডিসি  বঙ্গবন্ধুর স্বপ্নেরই প্রকাশ

জেলখানায় যাওয়া-আসা করা বঙ্গবন্ধুর পারিবারিক জীবনটি ছিল অনিশ্চয়তায় পরিপূর্ণ। কোনো দিন দুপুরে ভাত খাচ্ছেন বাড়িতে, এ সময় হয়তো পুলিশের জিপ এসে থামছে বাড়ির সামনে। বুঝতে পারছেন আবার শুরু হবে জেলখানায় বসবাস।

১৯৪৭ সালে পাকিস্তানের জন্ম হলেও চলচ্চিত্র বলতে তখন পর্যন্ত জনপ্রিয় ছিল ভারতীয় চলচ্চিত্র। পূর্ব পাকিস্তানের চলচ্চিত্রশিল্প তখনো গড়ে ওঠেনি। আব্দুল জব্বার খানের ‘মুখ ও মুখোশ’ আরও পরের ব্যাপার।

১৯৫৬ সালে পশ্চিমবঙ্গ থেকে হঠাৎ করে বেশ কিছু বাংলা চলচ্চিত্র আমদানি করা হয়। উত্তম-সুচিত্রা জুটির ‘অগ্নিপরীক্ষা’, ‘শাপমোচন’, ‘সাগরিকা’, ‘শিল্পী’, ‘হারানো সুর’ ইত্যাদি ছবি জনপ্রিয় হয়। ওই বছর অক্টোবর মাসের দিকে ঢাকার মায়া সিনেমা হলে ‘শাপমোচন’ ছবিটি দেখানো হচ্ছিল। এই ছবির ‘ঝড় উঠেছে বাউল বাতাস’ আর ‘সুরের আকাশে তুমি যেন শুকতারা’ গান দুটো সবার মুখে মুখে ফিরত। একদিন মমিনুল হক খোকা বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে নিয়ে গেলেন ‘শাপমোচন’ ছবিটি দেখাতে। সদা ব্যস্ত মুজিবের সিনেমা দেখার সময় কোথায়? বেগম মুজিবের জবরদস্তিতে রাজি হয়েছিলেন। ছবি শেষ হলে বেগম মুজিব বললেন, ‘আমাদের তো প্রতিভার অভাব নেই, আমাদের দেশেও তো গড়ে উঠতে পারে সিনেমা শিল্প। কেন হচ্ছে না বুঝতে পারি না।’

উত্তরে বঙ্গবন্ধু বললেন, ‘সিনেমা করার জন্য যে কাঠামো দরকার, তা এখানে কোথায়? বঞ্চনা তো সর্বক্ষেত্রেই।’বঙ্গবন্ধু কিন্তু বেগম মুজিবের প্রশ্নটির কথা ভুলে যাননি।

১৯৫৭ সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পশ্চিম পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের উন্নয়নের লক্ষ্যে একটি সংস্থা গঠনকল্পে এক কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেয়। এ অবস্থায় পূর্ব পাকিস্তানে চলচ্চিত্রশিল্পের জন্য সমপরিমাণ অর্থ বরাদ্দের দাবি তোলা হয়। সে দাবি তোলেন প্রাদেশিক চলচ্চিত্র বিভাগের প্রধান নাজীর আহমদ। কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা তখন পূর্ব পাকিস্তানে একটি চলচ্চিত্র সংস্থা গঠনের পরামর্শ দেন। নাজীর আহমদ বিষয়টি তখনকার শিল্প ও বাণিজ্যমন্ত্রী শেখ মুজিবুর রহমানের গোচরে আনেন।

‘চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’ প্রতিষ্ঠার বিলের একটি খসড়ার জন্য যেসব কাগজপত্র তৈরি করা দরকার, তা তৈরি করার নির্দেশ দেন বঙ্গবন্ধু।

তখন প্রাদেশিক আইন পরিষদের অধিবেশন শেষ হতে মাত্র দুদিন বাকি। এ অবস্থায় শিল্প দপ্তরের উপসচিব আবুল খায়ের ও নাজীর আহমদ এফডিসি বিলের কাগজপত্র তৈরি করেন। ওই বছরের ৩ এপ্রিল প্রাদেশিক আইন পরিষদের অধিবেশনের শেষ দিন বঙ্গবন্ধু ‘পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’ বিল উত্থাপন করেন। বিলটি উত্থাপনের পর কিছু সংশোধনী আনেন পরিষদের সদস্যরা। পরে সংশোধিত বিলটি বিনা বাধায় আইন পরিষদে পাস হয়। যাত্রা করে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, যা আজকের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বা এফডিসি নামে পরিচিত। এই এফডিসি বঙ্গবন্ধুর স্বপ্নেরই একটি প্রকাশ।

সূত্র: মমিনুল হক খোকা, অস্তরাগে স্মৃতি সমুজ্জ্বল, বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও আমি, পৃষ্ঠা ৫২–৫৪

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত