নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মালয়েশিয়ায় আটকের পর দেশে ফেরত পাঠানো তিন বাংলাদেশিকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
ওই তিনজন হলেন, কক্সবাজারের নাজমুল ইসলাম সোহাগ, নওগাঁর মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম ও সিলেটের জাহেদ আহমেদ। গতকাল আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় অবস্থানকালে এই তিনজন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশে তাঁদের জঙ্গি হামলা চালানোর আশঙ্কা ছিল।
পুলিশের দাবি, আটক যুবকেরা মালয়েশিয়া ও বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে। এ বিষয়ে একটি প্রতিবেদন আদালতে জমা দিয়েছে মামলার তদন্ত সংস্থা অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ওই তিনজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তাঁদের তদন্ত চলাকালে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে বিচারক মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের আটক রাখা জরুরি।
জানতে চাইলে অ্যান্টি টেররিজম ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া বলেন, সন্দেহভাজন তিনজনকে আদালত কারাগারে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের কাছ থেকে সন্ত্রাসবাদের কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলোর ভিত্তিতে মামলা করা হচ্ছে।
পুলিশের সূত্র জানায়, গত বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে ফ্লাইট একে৭১-এ ওই তিনজনকে ঢাকায় পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা তাঁদের শনাক্ত করেন। পরে এটিইউ তাঁদের হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল গত ২৭ জুন জানান, সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬এ অনুচ্ছেদে মামলা হয়েছে এবং শাহ আলম ও জোহর বাহরু আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। বাকিদের মধ্যে ১৫ জনকে দেশে ফেরত পাঠানো হবে এবং ১৬ জন মালয়েশিয়ায় পুলিশ হেফাজতে রয়েছেন।
ওই ১৫ জনের তিনজনকে দেশে পাঠানোর পর গতকাল কারাগারে পাঠানো হয়।
মালয়েশিয়ার পুলিশপ্রধান জানান, আটক ব্যক্তিরা কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। তাঁরা সিরিয়া ও বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসকে অর্থ পাঠাতেন এবং অন্যান্য বাংলাদেশিকে জঙ্গি কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে তাঁরা উগ্র মতাদর্শ প্রচার করতেন।
জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মালয়েশিয়ায় আটকের পর দেশে ফেরত পাঠানো তিন বাংলাদেশিকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
ওই তিনজন হলেন, কক্সবাজারের নাজমুল ইসলাম সোহাগ, নওগাঁর মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম ও সিলেটের জাহেদ আহমেদ। গতকাল আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় অবস্থানকালে এই তিনজন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশে তাঁদের জঙ্গি হামলা চালানোর আশঙ্কা ছিল।
পুলিশের দাবি, আটক যুবকেরা মালয়েশিয়া ও বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে। এ বিষয়ে একটি প্রতিবেদন আদালতে জমা দিয়েছে মামলার তদন্ত সংস্থা অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ওই তিনজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তাঁদের তদন্ত চলাকালে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে বিচারক মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের আটক রাখা জরুরি।
জানতে চাইলে অ্যান্টি টেররিজম ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া বলেন, সন্দেহভাজন তিনজনকে আদালত কারাগারে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের কাছ থেকে সন্ত্রাসবাদের কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলোর ভিত্তিতে মামলা করা হচ্ছে।
পুলিশের সূত্র জানায়, গত বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে ফ্লাইট একে৭১-এ ওই তিনজনকে ঢাকায় পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা তাঁদের শনাক্ত করেন। পরে এটিইউ তাঁদের হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল গত ২৭ জুন জানান, সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬এ অনুচ্ছেদে মামলা হয়েছে এবং শাহ আলম ও জোহর বাহরু আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। বাকিদের মধ্যে ১৫ জনকে দেশে ফেরত পাঠানো হবে এবং ১৬ জন মালয়েশিয়ায় পুলিশ হেফাজতে রয়েছেন।
ওই ১৫ জনের তিনজনকে দেশে পাঠানোর পর গতকাল কারাগারে পাঠানো হয়।
মালয়েশিয়ার পুলিশপ্রধান জানান, আটক ব্যক্তিরা কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। তাঁরা সিরিয়া ও বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসকে অর্থ পাঠাতেন এবং অন্যান্য বাংলাদেশিকে জঙ্গি কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে তাঁরা উগ্র মতাদর্শ প্রচার করতেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে