নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে 'ঘটনা সত্য' টেলিফিল্ম নিয়ে সমালোচনা কম হয়নি। টেলিফিল্মটি চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে ২৩ জুলাই প্রচার করা হয়েছিল। টেলিফিল্মে প্রতিবন্ধীদের নেতিবাচকভাবে উপস্থাপন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। সমালোচনার মুখে টেলিফিল্মটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। তবে ঘটনাটি এবার আদালত পর্যন্ত গড়িয়েছে।
আজ বুধবার ওই টেলিফিল্মে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা এবং শব্দ ব্যবহারের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছেন বশির আল হোসাইন। মামলা তদন্ত করবে পিবিআই।
মামলার আরজিতে বলা হয়েছে, ‘ঘটনা সত্য’ টেলিফিল্মে দেখানো সংলাপে প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের বাবা মা ও পরিবারকে ‘ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে’।
মামলায় আসামি করা হয়েছে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মঈনুল সানু, পরিচালক রুবেল হাসান, অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে।
এদিকে চ্যানেল আইয়ের আলোচনা অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ এর ১১ জুলাইয়ের পর্বে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের একটি বক্তব্যকে কেন্দ্র করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটিও প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা এবং শব্দ ব্যবহারের অভিযোগে করা হয়েছে। মামলা দায়ের করেছেন বশির আল হোসাইন। মামলা তদন্ত করবে পিবিআই।
এই মামলায় ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, অনুষ্ঠান পরিকল্পনাকারী জাহিদ নেওয়াজ খান, প্রযোজক রাজু আলিম, উপস্থাপক সোমা ইসলাম এবং আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে।
মামলার অভিযোগে বলা হয়, “ওই টকশোতে সুমন বলেন, ‘আমার নিজের ছেলেটারে প্রতিবন্ধী বানাইয়া রাইখা আমি এখন আর্জেন্টিনার ছেলে এবং ব্রাজিলের ছেলে নিয়া লাফাচ্ছি। … লাফানো ঠিক আছে। আমরা অনেক ছোটবেলা থেকে ম্যারাডোনার ভক্ত, কিন্তু নিজের ছেলেটারে এভাবে প্রতিবন্ধী বানাব? ”
দেশের ফুটবল খেলার মানের অবনতি, দুর্বল ব্যবস্থাপনা, ব্যর্থতা ও অবস্থার সঙ্গে তুলনা করে ‘প্রতিবন্ধী বানাইয়া রাইখা’ এবং ‘এভাবে প্রতিবন্ধী বানাব’ শব্দ ব্যবহারের মাধ্যমে গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা দেওয়া হয়েছে বলে বাদীর অভিযোগ।
প্রতিবন্ধীদের নেতিবাচকভাবে উপস্থাপন করার দুই মামলা প্রসঙ্গে চ্যানেল আই’র অনুষ্ঠান প্রধান আমীরুল ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি দেওয়া হয়েছে।
‘ঘটনা সত্য’ টেলিফিল্ম নিয়ে মামলা প্রসঙ্গে চ্যানেল আই বিবৃতিতে জানিয়েছে, সিএমভি নামক একটি প্রযোজনা প্রতিষ্ঠান নির্মিত টেলিফিল্মটির শুধুমাত্র টেলিভিশন প্রচারস্বত্ব কিনেছিল চ্যানেল আই এবং সে অনুযায়ী তা ২৩ জুলাই, ২০২১ দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হয়। সিএমভি’র ইউটিউবে প্রচারিত টেলিফিল্মটির শেষদিকে ধারাভাষ্যে যে আপত্তিকর অংশ আছে সেই আপত্তিকর অংশ চ্যানেল আই প্রচার করেনি। যেসব প্রতিষ্ঠান সার্বক্ষণিক বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ও সংবাদ রেকর্ড করে তাদের যে কারও কাছ থেকে ওই দিন প্রচারিত টেলিফিল্মটির রেকর্ড সংগ্রহ করলে এর প্রমাণ পাওয়া যাবে।
চ্যানেল আই যেহেতু শুধুমাত্র টেলিফিল্মটির টেলিভিশন প্রচারসত্ব কিনেছিল তাই চ্যানেল আই’র কোন ইউটিউব চ্যানেলেও টেলিফিল্মটি প্রচার হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি তাদের ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি প্রচার করেছিল। সেখানে থাকা আপত্তিকর কোন বক্তব্যের দায় কোনভাবেই চ্যানেল আইয়ের নয়। চ্যানেল আই সব সময়ই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রতিবন্ধী এবং তাদের মা-বাবা ও স্বজনদের প্রতি শ্রদ্ধাশীল।
‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে প্রচারিত বক্তব্য সম্পর্কে বিবৃতিতে বলা হয়েছে, লাইভ অনুষ্ঠানে সম্প্রচারিত কোন অতিথির বক্তব্য তার নিজস্ব, কোনভাবেই চ্যানেল আইয়ের নয়। তারপরও ব্যারিস্টার সুমনের ওই বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে চ্যানেল আই দুঃখিত এবং গভীরভাবে সমব্যথী।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে 'ঘটনা সত্য' টেলিফিল্ম নিয়ে সমালোচনা কম হয়নি। টেলিফিল্মটি চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে ২৩ জুলাই প্রচার করা হয়েছিল। টেলিফিল্মে প্রতিবন্ধীদের নেতিবাচকভাবে উপস্থাপন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। সমালোচনার মুখে টেলিফিল্মটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। তবে ঘটনাটি এবার আদালত পর্যন্ত গড়িয়েছে।
আজ বুধবার ওই টেলিফিল্মে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা এবং শব্দ ব্যবহারের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছেন বশির আল হোসাইন। মামলা তদন্ত করবে পিবিআই।
মামলার আরজিতে বলা হয়েছে, ‘ঘটনা সত্য’ টেলিফিল্মে দেখানো সংলাপে প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের বাবা মা ও পরিবারকে ‘ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে’।
মামলায় আসামি করা হয়েছে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মঈনুল সানু, পরিচালক রুবেল হাসান, অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে।
এদিকে চ্যানেল আইয়ের আলোচনা অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ এর ১১ জুলাইয়ের পর্বে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের একটি বক্তব্যকে কেন্দ্র করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটিও প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা এবং শব্দ ব্যবহারের অভিযোগে করা হয়েছে। মামলা দায়ের করেছেন বশির আল হোসাইন। মামলা তদন্ত করবে পিবিআই।
এই মামলায় ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, অনুষ্ঠান পরিকল্পনাকারী জাহিদ নেওয়াজ খান, প্রযোজক রাজু আলিম, উপস্থাপক সোমা ইসলাম এবং আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে।
মামলার অভিযোগে বলা হয়, “ওই টকশোতে সুমন বলেন, ‘আমার নিজের ছেলেটারে প্রতিবন্ধী বানাইয়া রাইখা আমি এখন আর্জেন্টিনার ছেলে এবং ব্রাজিলের ছেলে নিয়া লাফাচ্ছি। … লাফানো ঠিক আছে। আমরা অনেক ছোটবেলা থেকে ম্যারাডোনার ভক্ত, কিন্তু নিজের ছেলেটারে এভাবে প্রতিবন্ধী বানাব? ”
দেশের ফুটবল খেলার মানের অবনতি, দুর্বল ব্যবস্থাপনা, ব্যর্থতা ও অবস্থার সঙ্গে তুলনা করে ‘প্রতিবন্ধী বানাইয়া রাইখা’ এবং ‘এভাবে প্রতিবন্ধী বানাব’ শব্দ ব্যবহারের মাধ্যমে গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা দেওয়া হয়েছে বলে বাদীর অভিযোগ।
প্রতিবন্ধীদের নেতিবাচকভাবে উপস্থাপন করার দুই মামলা প্রসঙ্গে চ্যানেল আই’র অনুষ্ঠান প্রধান আমীরুল ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি দেওয়া হয়েছে।
‘ঘটনা সত্য’ টেলিফিল্ম নিয়ে মামলা প্রসঙ্গে চ্যানেল আই বিবৃতিতে জানিয়েছে, সিএমভি নামক একটি প্রযোজনা প্রতিষ্ঠান নির্মিত টেলিফিল্মটির শুধুমাত্র টেলিভিশন প্রচারস্বত্ব কিনেছিল চ্যানেল আই এবং সে অনুযায়ী তা ২৩ জুলাই, ২০২১ দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হয়। সিএমভি’র ইউটিউবে প্রচারিত টেলিফিল্মটির শেষদিকে ধারাভাষ্যে যে আপত্তিকর অংশ আছে সেই আপত্তিকর অংশ চ্যানেল আই প্রচার করেনি। যেসব প্রতিষ্ঠান সার্বক্ষণিক বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ও সংবাদ রেকর্ড করে তাদের যে কারও কাছ থেকে ওই দিন প্রচারিত টেলিফিল্মটির রেকর্ড সংগ্রহ করলে এর প্রমাণ পাওয়া যাবে।
চ্যানেল আই যেহেতু শুধুমাত্র টেলিফিল্মটির টেলিভিশন প্রচারসত্ব কিনেছিল তাই চ্যানেল আই’র কোন ইউটিউব চ্যানেলেও টেলিফিল্মটি প্রচার হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি তাদের ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি প্রচার করেছিল। সেখানে থাকা আপত্তিকর কোন বক্তব্যের দায় কোনভাবেই চ্যানেল আইয়ের নয়। চ্যানেল আই সব সময়ই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রতিবন্ধী এবং তাদের মা-বাবা ও স্বজনদের প্রতি শ্রদ্ধাশীল।
‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে প্রচারিত বক্তব্য সম্পর্কে বিবৃতিতে বলা হয়েছে, লাইভ অনুষ্ঠানে সম্প্রচারিত কোন অতিথির বক্তব্য তার নিজস্ব, কোনভাবেই চ্যানেল আইয়ের নয়। তারপরও ব্যারিস্টার সুমনের ওই বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে চ্যানেল আই দুঃখিত এবং গভীরভাবে সমব্যথী।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫