নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি–৭ বিজিআই (FT-7 BGI) যুদ্ধবিমান আজ সোমবার দুপুরে ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়েছে, যেখানে পাইলটসহ অন্তত ২০ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছে। উড্ডয়নের পরই এটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বেলা ১টা ৬ মিনিটে কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে FT-7 BGI যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করে। আকাশে ওঠার পরপরই এটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম দুর্ঘটনার আশঙ্কা বুঝে বিমানটি জনবহুল এলাকা এড়িয়ে জনশূন্য জায়গায় নামানোর চেষ্টা করেন।
কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে বৈমানিকসহ ১৯ জন নিহত হয়। দুর্ঘটনায় আহত হয় আরও ১৬৪ জন, যাদের মধ্যে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা রয়েছে।
উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম
আইএসপিআর জানায়, আহত ব্যক্তিদের মধ্যে যাদের অবস্থা গুরুতর, তাদের বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স ব্যবহার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও অন্যান্য সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, র্যাব ও পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে। দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছান বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবাহিনীর প্রধান বর্তমানে সরকারি সফরে দেশের বাইরে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে সহকারী বিমানবাহিনীর প্রধান (প্রশাসন) ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্ত কমিটি গঠন
আইএসপিআর জানায়, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য পরে গণমাধ্যমে জানানো হবে।
বিবৃতিতে বলা হয়, ‘এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনী গভীরভাবে মর্মাহত। নিহত ও আহত ব্যক্তিদের চিকিৎসা ও সার্বিক সহযোগিতায় আমরা সর্বাত্মক তৎপর রয়েছি।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে
ঘটনার পর দিয়াবাড়ি ও কুর্মিটোলা এলাকায় উচ্চ নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা নেওয়া হয়েছে। দুঘটনার অভিঘাতে স্কুল ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দ করে বিমানটি নিচে পড়ার আগমুহূর্ত পর্যন্ত আকাশে কিছুটা ঘোরাঘুরি করে। এরপর হঠাৎ বিকট শব্দে ভবনে আঘাত হানে।
আইএসপিআরের তথ্যমতে, ঘটনাস্থলে সেনাপ্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখছেন।
আরও খবর পড়ুন:
বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি–৭ বিজিআই (FT-7 BGI) যুদ্ধবিমান আজ সোমবার দুপুরে ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়েছে, যেখানে পাইলটসহ অন্তত ২০ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছে। উড্ডয়নের পরই এটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বেলা ১টা ৬ মিনিটে কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে FT-7 BGI যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করে। আকাশে ওঠার পরপরই এটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম দুর্ঘটনার আশঙ্কা বুঝে বিমানটি জনবহুল এলাকা এড়িয়ে জনশূন্য জায়গায় নামানোর চেষ্টা করেন।
কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে বৈমানিকসহ ১৯ জন নিহত হয়। দুর্ঘটনায় আহত হয় আরও ১৬৪ জন, যাদের মধ্যে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা রয়েছে।
উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম
আইএসপিআর জানায়, আহত ব্যক্তিদের মধ্যে যাদের অবস্থা গুরুতর, তাদের বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স ব্যবহার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও অন্যান্য সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, র্যাব ও পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে। দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছান বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবাহিনীর প্রধান বর্তমানে সরকারি সফরে দেশের বাইরে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে সহকারী বিমানবাহিনীর প্রধান (প্রশাসন) ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্ত কমিটি গঠন
আইএসপিআর জানায়, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য পরে গণমাধ্যমে জানানো হবে।
বিবৃতিতে বলা হয়, ‘এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনী গভীরভাবে মর্মাহত। নিহত ও আহত ব্যক্তিদের চিকিৎসা ও সার্বিক সহযোগিতায় আমরা সর্বাত্মক তৎপর রয়েছি।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে
ঘটনার পর দিয়াবাড়ি ও কুর্মিটোলা এলাকায় উচ্চ নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা নেওয়া হয়েছে। দুঘটনার অভিঘাতে স্কুল ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দ করে বিমানটি নিচে পড়ার আগমুহূর্ত পর্যন্ত আকাশে কিছুটা ঘোরাঘুরি করে। এরপর হঠাৎ বিকট শব্দে ভবনে আঘাত হানে।
আইএসপিআরের তথ্যমতে, ঘটনাস্থলে সেনাপ্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখছেন।
আরও খবর পড়ুন:
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে