অনলাইন ডেস্ক
বাংলাদেশি রোগীদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে চীনের পূর্বাঞ্চলীয় শহর কুনমিংয়ে চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস। আজ শনিবার কর্মকর্তারা এ তথ্য জানান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, চীন বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতালকে বিশেষভাবে প্রস্তুত করেছে। কিন্তু আকাশপথে টিকিটের উচ্চমূল্য চীনা শহরটিতে ভ্রমণের প্রধান বাধা হয়ে রয়েছে।
কর্মকর্তারা জানান, কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরাসরি ফ্লাইট ভ্রমণের খরচ ও সময় কমিয়ে আনবে। এতে আরও বেশি বাংলাদেশি চীনের স্বাস্থ্যসেবা সুবিধা নিতে পারবেন।
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেন, কুনমিং কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য হাসপাতালের কয়েকটি ফ্লোর বিশেষভাবে প্রস্তুত করেছে।
রাষ্ট্রদূত বলেন, ‘চিকিৎসার ফি তুলনামূলকভাবে কম। একজন বাংলাদেশি রোগী স্থানীয় চীনা নাগরিকদের মতোই ফি দেবেন।’
কুনমিংয়ে যাতায়াত দ্রুত করার জন্য ঢাকা থেকে কুনমিংয়ের মধ্যে ফ্লাইটের টিকিটের খরচ কমানোর জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও পদক্ষেপ নিয়েছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাংলাদেশি নাগরিকদের জন্য দেশের আরও স্বাস্থ্যসুবিধা উন্মুক্ত করবে।
আগামী এপ্রিলে বাংলাদেশ থেকে সাংবাদিকদের একটি বড় দল কুনমিংয়ে চিকিৎসার সুবিধাগুলো সরেজমিনে দেখার জন্য পাঠানো হবে।
গত মাসে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিংয়ে যান। তাঁরা সেখানকার হাসপাতালের মানের উচ্চ প্রশংসা করেছেন। তবে কয়েকজন ভ্রমণের খরচ নিয়ে অভিযোগ করেছেন।
বাংলাদেশি রোগীদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে চীনের পূর্বাঞ্চলীয় শহর কুনমিংয়ে চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস। আজ শনিবার কর্মকর্তারা এ তথ্য জানান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, চীন বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতালকে বিশেষভাবে প্রস্তুত করেছে। কিন্তু আকাশপথে টিকিটের উচ্চমূল্য চীনা শহরটিতে ভ্রমণের প্রধান বাধা হয়ে রয়েছে।
কর্মকর্তারা জানান, কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরাসরি ফ্লাইট ভ্রমণের খরচ ও সময় কমিয়ে আনবে। এতে আরও বেশি বাংলাদেশি চীনের স্বাস্থ্যসেবা সুবিধা নিতে পারবেন।
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেন, কুনমিং কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য হাসপাতালের কয়েকটি ফ্লোর বিশেষভাবে প্রস্তুত করেছে।
রাষ্ট্রদূত বলেন, ‘চিকিৎসার ফি তুলনামূলকভাবে কম। একজন বাংলাদেশি রোগী স্থানীয় চীনা নাগরিকদের মতোই ফি দেবেন।’
কুনমিংয়ে যাতায়াত দ্রুত করার জন্য ঢাকা থেকে কুনমিংয়ের মধ্যে ফ্লাইটের টিকিটের খরচ কমানোর জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও পদক্ষেপ নিয়েছে।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাংলাদেশি নাগরিকদের জন্য দেশের আরও স্বাস্থ্যসুবিধা উন্মুক্ত করবে।
আগামী এপ্রিলে বাংলাদেশ থেকে সাংবাদিকদের একটি বড় দল কুনমিংয়ে চিকিৎসার সুবিধাগুলো সরেজমিনে দেখার জন্য পাঠানো হবে।
গত মাসে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিংয়ে যান। তাঁরা সেখানকার হাসপাতালের মানের উচ্চ প্রশংসা করেছেন। তবে কয়েকজন ভ্রমণের খরচ নিয়ে অভিযোগ করেছেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২০ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২০ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২০ দিন আগে