অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের শাসনামলে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন ডলার অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছিল। শেখ হাসিনার শাসনামলে অর্থনীতির অবস্থার ওপর একটি শ্বেতপত্রে আজ রোববার এ তথ্য তুলে ধরা হয়েছে। কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তেজগাঁও কার্যালয়ে জমা দেয়।
তারা শেখ হাসিনার শাসনামলে হওয়া দুর্নীতি, লুটপাট এবং পরিসংখ্যানগত কারসাজির মাত্রা দেখে আতঙ্কিত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।
‘ডিসেকশন অব অ্যা ডেভেলপমেন্ট ন্যারেটিভ’ শিরোনামের এই প্রতিবেদনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার আশা করা হয়।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো এবং শীর্ষ অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত এই কমিটি প্রতিবেদনটি হস্তান্তর করেন। যাতে বলা হয়, শেখ হাসিনার দুর্নীতিপূর্ণ শাসনামলে, যা দেশকে এক দুর্নীতিপরায়ণ অবস্থায় রেখে গিয়েছিল।
কমিটিকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি একটি যুগান্তকারী কাজ এবং এটি চূড়ান্ত করার পর প্রকাশ করা উচিত। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করাও গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দলিল। এটি আমাদের দেখাবে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর আমরা কী অর্থনীতি উত্তরাধিকার পেয়েছি। জাতি এই দলিল থেকে উপকৃত হবে।’
প্রধান উপদেষ্টা বলের, ‘আমাদের রক্ত হিম হয়ে যায় জানতে যে কীভাবে তারা প্রকাশ্যে অর্থনীতি লুটপাট করেছে। আমাদের বেশির ভাগই তা প্রতিহত করার সাহস জোগাতে পারেনি।’ তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহু-পক্ষীয় সংস্থাগুলোও তখন এই লুটপাট নিয়ে নীরব ছিল।
কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তাঁরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেছেন এবং সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। সমস্যা যতটা ভেবেছিলাম তার চেয়েও গভীর। ৩০টি অধ্যায় এবং ৪০০ পৃষ্ঠার এই শ্বেতপত্রটি দেখাবে কীভাবে পৃষ্ঠপোষক পুঁজিবাদ অলিগার্কদের সৃষ্টি করেছিল, যারা নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করেছিল।
কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, তাঁরা ২৯টি বৃহৎ প্রকল্পের মধ্যে সাতটি প্রকল্প বিশ্লেষণ করেছেন, যার প্রত্যেকটির বাজেট ১০ হাজার কোটি টাকার বেশি। এই ২৯টি প্রকল্পে মোট খরচ ছিল ৮৭ বিলিয়ন ডলার বা ৭ লাখ ৮০ হাজার কোটি টাকা। বিশ্লেষণ করা সাতটি প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। পরে প্রকল্প ব্যয় ১ লাখ ৯৫ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়, জমির মূল্য বাড়িয়ে এবং ক্রয়ের ক্ষেত্রে কারসাজি দেখিয়ে।
অর্থ পাচারে জড়িতদের বিচারের জন্য একটি বিশেষ প্রসিকিউশন শুরু করা উচিত বলে মনে করেন কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান।
কমিটির সদস্য অধ্যাপক এ কে এনামুল হক বলেন, গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমে ৭ লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে, যার ৪০ শতাংশ অর্থ আমলারা লুটপাট করেছে।
কমিটির সদস্য মোহাম্মদ আবু ইউসুফ বলেন, গত সরকারের সময় মোট জিডিপির ৬ শতাংশ কর ছাড় দেওয়া হয়েছিল। এটি অর্ধেকে কমানো গেলে, শিক্ষার বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্যের বাজেট তিনগুণ করা যেত।
কমিটির আরেক সদস্য এম তামিম বলেন, বিদ্যুৎ উৎপাদনে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। যদি ঘুষের হার ১০ শতাংশ ধরা হয়, তবে এর পরিমাণ অন্তত ৩ বিলিয়ন ডলার।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন সাথী এবং এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও এ সময় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের শাসনামলে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন ডলার অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছিল। শেখ হাসিনার শাসনামলে অর্থনীতির অবস্থার ওপর একটি শ্বেতপত্রে আজ রোববার এ তথ্য তুলে ধরা হয়েছে। কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তেজগাঁও কার্যালয়ে জমা দেয়।
তারা শেখ হাসিনার শাসনামলে হওয়া দুর্নীতি, লুটপাট এবং পরিসংখ্যানগত কারসাজির মাত্রা দেখে আতঙ্কিত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।
‘ডিসেকশন অব অ্যা ডেভেলপমেন্ট ন্যারেটিভ’ শিরোনামের এই প্রতিবেদনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার আশা করা হয়।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো এবং শীর্ষ অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত এই কমিটি প্রতিবেদনটি হস্তান্তর করেন। যাতে বলা হয়, শেখ হাসিনার দুর্নীতিপূর্ণ শাসনামলে, যা দেশকে এক দুর্নীতিপরায়ণ অবস্থায় রেখে গিয়েছিল।
কমিটিকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি একটি যুগান্তকারী কাজ এবং এটি চূড়ান্ত করার পর প্রকাশ করা উচিত। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করাও গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দলিল। এটি আমাদের দেখাবে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর আমরা কী অর্থনীতি উত্তরাধিকার পেয়েছি। জাতি এই দলিল থেকে উপকৃত হবে।’
প্রধান উপদেষ্টা বলের, ‘আমাদের রক্ত হিম হয়ে যায় জানতে যে কীভাবে তারা প্রকাশ্যে অর্থনীতি লুটপাট করেছে। আমাদের বেশির ভাগই তা প্রতিহত করার সাহস জোগাতে পারেনি।’ তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহু-পক্ষীয় সংস্থাগুলোও তখন এই লুটপাট নিয়ে নীরব ছিল।
কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তাঁরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেছেন এবং সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। সমস্যা যতটা ভেবেছিলাম তার চেয়েও গভীর। ৩০টি অধ্যায় এবং ৪০০ পৃষ্ঠার এই শ্বেতপত্রটি দেখাবে কীভাবে পৃষ্ঠপোষক পুঁজিবাদ অলিগার্কদের সৃষ্টি করেছিল, যারা নীতি প্রণয়নে প্রভাব বিস্তার করেছিল।
কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, তাঁরা ২৯টি বৃহৎ প্রকল্পের মধ্যে সাতটি প্রকল্প বিশ্লেষণ করেছেন, যার প্রত্যেকটির বাজেট ১০ হাজার কোটি টাকার বেশি। এই ২৯টি প্রকল্পে মোট খরচ ছিল ৮৭ বিলিয়ন ডলার বা ৭ লাখ ৮০ হাজার কোটি টাকা। বিশ্লেষণ করা সাতটি প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। পরে প্রকল্প ব্যয় ১ লাখ ৯৫ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়, জমির মূল্য বাড়িয়ে এবং ক্রয়ের ক্ষেত্রে কারসাজি দেখিয়ে।
অর্থ পাচারে জড়িতদের বিচারের জন্য একটি বিশেষ প্রসিকিউশন শুরু করা উচিত বলে মনে করেন কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান।
কমিটির সদস্য অধ্যাপক এ কে এনামুল হক বলেন, গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমে ৭ লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে, যার ৪০ শতাংশ অর্থ আমলারা লুটপাট করেছে।
কমিটির সদস্য মোহাম্মদ আবু ইউসুফ বলেন, গত সরকারের সময় মোট জিডিপির ৬ শতাংশ কর ছাড় দেওয়া হয়েছিল। এটি অর্ধেকে কমানো গেলে, শিক্ষার বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্যের বাজেট তিনগুণ করা যেত।
কমিটির আরেক সদস্য এম তামিম বলেন, বিদ্যুৎ উৎপাদনে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। যদি ঘুষের হার ১০ শতাংশ ধরা হয়, তবে এর পরিমাণ অন্তত ৩ বিলিয়ন ডলার।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন সাথী এবং এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও এ সময় উপস্থিত ছিলেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে