তাসনিম মহসিন, ঢাকা
পাসপোর্ট নেই, ভিসা নেই—কেবল মানুষটিকে পৌঁছে দেওয়া হবে নির্দিষ্ট দেশে। দালালসহ সংশ্লিষ্টদের কাছে এই পদ্ধতিটি ‘বডি কন্ট্রাক্ট’ হিসেবে পরিচিত।
২০২০ সালের সেপ্টেম্বরে ৯ লাখ টাকা খরচে এভাবে ইতালি যান বাগেরহাটের সুমন রহমান (ছদ্মনাম)। সে দেশে গিয়ে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
সুমনের ভাষায়, বাংলাদেশ থেকে দুবাই-তুরস্ক হয়ে লিবিয়ায় যান তিনি। সেখানে মাসখানেক অবস্থান করে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যান। গোপালগঞ্জের মমিন ও আমিন নামের দুই দালালের মাধ্যমে তিনি ইতালি যান।
সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো কাগজপত্র ছিল না। সব দালালেরা বের করে দেন। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বিএমইটির কার্ড, ভিসা থেকে শুরু করে সব কাজই ওই দুই দালাল বের করে দেন। আমাকে শুধু চুক্তি অনুযায়ী ৯ লাখ টাকা দিতে হয়েছে। সরকারি অফিসে এমনিতেও টাকা ছাড়া কাজ হয় না। টাকা যদি দিতেই হয়, তাহলে দালালকেই দিই। আমার শুধু বডিটা (শরীর) দেব। বাকি সব কাজ দালালের। এতে ঝামেলা কম। যাত্রাটা কষ্ট হলেও এখন আমি ইতালিতে।’
করোনা মহামারিতে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা দিয়েছিলেন আলফাই আল হোসেইন। দালালের সঙ্গে ৮ লাখ ৫০ হাজার টাকায় চুক্তি হয়। ৭ লাখ টাকা দিয়েছিলেন তিনি। তবে গন্তব্যে যেতে পারেননি। নির্যাতনের মুখে ক্রোয়েশিয়া থেকেই বাংলাদেশে ফিরে আসতে হয় তাঁকে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় তাঁকে পুনর্বাসন করা হয়েছে।
আলফাই বলেন, গত ২২ ফেব্রুয়ারি ঢাকা-ইস্তাম্বুল হয়ে ২৩ ফেব্রুয়ারি ক্রোয়েশিয়া পৌঁছাই। সেখানে দালালেরা তাদের দেওয়া প্রতিশ্রুতি রাখেনি। বরং নির্যাতনের শিকার হতে হয়েছে। ‘বডি কন্ট্রাক্টে’ যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, সহজে সব কাগজপত্র তৈরি হয়। বিএমইটি থেকে ইউরোপের কার্ড এক দিনে বের করে দেয় দালালেরা। বাংলাদেশে এসে মানব পাচার আইনে মামলা করা হলেও আসামিরা এক মাসের মধ্যে জামিনে মুক্তি পেয়ে যায়।
করোনায় গত বছরে স্বল্প আয় ও অনানুষ্ঠানিক খাতে সম্পৃক্তরা চাকরি ও উপার্জনের সুযোগ হারিয়েছেন। ৭৭ শতাংশ পরিবারে গড় মাসিক আয় কমেছে।
আর ৩৪ শতাংশ পরিবারের কেউ না কেউ চাকরি বা আয়ের সক্ষমতা হারিয়েছেন। তরুণ-তরুণীদের বড় সংখ্যা বর্তমানে বেকার। যাঁরা আবার চাকরি পেয়েছেন, তাঁদের আগের তুলনায় আয় কমেছে প্রায় ১০ শতাংশ। সেই সঙ্গে বৈদেশিক শ্রমবাজারও সংকুচিত হয়েছে। জাতিসংঘ, ব্র্যাকসহ সংস্থার গবেষণাপত্রে এমন চিত্রই উঠে এসেছে।
বেকারত্ব ও আয় কমার সুযোগটিই নিয়েছে মানব পাচারকারী চক্রগুলো। এ সময়ে ‘বডি কন্ট্রাক্ট’ কৌশলে মানব পাচার বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২০ সালে মানব পাচার নিয়ে ৫৩৮টি এবং ২০২১ সালের মার্চ পর্যন্ত ১৬৯টি মামলা হয়েছে। ২০২০ সালের প্রথম দুই মাসে মানব পাচারে জড়িত ৪০৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। আর এ দুই মাসে গ্রেপ্তার করা হয়েছে ১৭৮ জনকে।
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে পাওয়া তথ্য অনুসারে, গত ১৮ মাসে পর্যটক ভিসা নিয়ে দুবাইয়ে ১ লাখ ৯৯ হাজার ৮৬৪ নারী-পুরুষ যান। তাঁদের মধ্যে ফেরত আসেন মাত্র ২১ হাজার ৭৫৪ জন। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ১ লাখ ৭৮ হাজার কোথায় আছেন, তার কোনো ধারণা নেই পুলিশের। অন্যান্য দেশের ভিসা নিয়েও অনেকে ফেরেননি।
মানব পাচার নিয়ে কাজ করা সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মাদ সাইদুর রহমান খান বলেন, দেশে করোনাকালে মানব পাচার বেড়েছে। ভুক্তভোগীরা সচ্ছলতা ফেরাতে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলছেন। তিনি বলেন, মানব পাচার হচ্ছে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ইরান, লিবিয়া, টোগো, কাজাখস্তানসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে।
পাসপোর্ট নেই, ভিসা নেই—কেবল মানুষটিকে পৌঁছে দেওয়া হবে নির্দিষ্ট দেশে। দালালসহ সংশ্লিষ্টদের কাছে এই পদ্ধতিটি ‘বডি কন্ট্রাক্ট’ হিসেবে পরিচিত।
২০২০ সালের সেপ্টেম্বরে ৯ লাখ টাকা খরচে এভাবে ইতালি যান বাগেরহাটের সুমন রহমান (ছদ্মনাম)। সে দেশে গিয়ে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
সুমনের ভাষায়, বাংলাদেশ থেকে দুবাই-তুরস্ক হয়ে লিবিয়ায় যান তিনি। সেখানে মাসখানেক অবস্থান করে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যান। গোপালগঞ্জের মমিন ও আমিন নামের দুই দালালের মাধ্যমে তিনি ইতালি যান।
সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো কাগজপত্র ছিল না। সব দালালেরা বের করে দেন। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বিএমইটির কার্ড, ভিসা থেকে শুরু করে সব কাজই ওই দুই দালাল বের করে দেন। আমাকে শুধু চুক্তি অনুযায়ী ৯ লাখ টাকা দিতে হয়েছে। সরকারি অফিসে এমনিতেও টাকা ছাড়া কাজ হয় না। টাকা যদি দিতেই হয়, তাহলে দালালকেই দিই। আমার শুধু বডিটা (শরীর) দেব। বাকি সব কাজ দালালের। এতে ঝামেলা কম। যাত্রাটা কষ্ট হলেও এখন আমি ইতালিতে।’
করোনা মহামারিতে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা দিয়েছিলেন আলফাই আল হোসেইন। দালালের সঙ্গে ৮ লাখ ৫০ হাজার টাকায় চুক্তি হয়। ৭ লাখ টাকা দিয়েছিলেন তিনি। তবে গন্তব্যে যেতে পারেননি। নির্যাতনের মুখে ক্রোয়েশিয়া থেকেই বাংলাদেশে ফিরে আসতে হয় তাঁকে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় তাঁকে পুনর্বাসন করা হয়েছে।
আলফাই বলেন, গত ২২ ফেব্রুয়ারি ঢাকা-ইস্তাম্বুল হয়ে ২৩ ফেব্রুয়ারি ক্রোয়েশিয়া পৌঁছাই। সেখানে দালালেরা তাদের দেওয়া প্রতিশ্রুতি রাখেনি। বরং নির্যাতনের শিকার হতে হয়েছে। ‘বডি কন্ট্রাক্টে’ যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, সহজে সব কাগজপত্র তৈরি হয়। বিএমইটি থেকে ইউরোপের কার্ড এক দিনে বের করে দেয় দালালেরা। বাংলাদেশে এসে মানব পাচার আইনে মামলা করা হলেও আসামিরা এক মাসের মধ্যে জামিনে মুক্তি পেয়ে যায়।
করোনায় গত বছরে স্বল্প আয় ও অনানুষ্ঠানিক খাতে সম্পৃক্তরা চাকরি ও উপার্জনের সুযোগ হারিয়েছেন। ৭৭ শতাংশ পরিবারে গড় মাসিক আয় কমেছে।
আর ৩৪ শতাংশ পরিবারের কেউ না কেউ চাকরি বা আয়ের সক্ষমতা হারিয়েছেন। তরুণ-তরুণীদের বড় সংখ্যা বর্তমানে বেকার। যাঁরা আবার চাকরি পেয়েছেন, তাঁদের আগের তুলনায় আয় কমেছে প্রায় ১০ শতাংশ। সেই সঙ্গে বৈদেশিক শ্রমবাজারও সংকুচিত হয়েছে। জাতিসংঘ, ব্র্যাকসহ সংস্থার গবেষণাপত্রে এমন চিত্রই উঠে এসেছে।
বেকারত্ব ও আয় কমার সুযোগটিই নিয়েছে মানব পাচারকারী চক্রগুলো। এ সময়ে ‘বডি কন্ট্রাক্ট’ কৌশলে মানব পাচার বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২০ সালে মানব পাচার নিয়ে ৫৩৮টি এবং ২০২১ সালের মার্চ পর্যন্ত ১৬৯টি মামলা হয়েছে। ২০২০ সালের প্রথম দুই মাসে মানব পাচারে জড়িত ৪০৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। আর এ দুই মাসে গ্রেপ্তার করা হয়েছে ১৭৮ জনকে।
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে পাওয়া তথ্য অনুসারে, গত ১৮ মাসে পর্যটক ভিসা নিয়ে দুবাইয়ে ১ লাখ ৯৯ হাজার ৮৬৪ নারী-পুরুষ যান। তাঁদের মধ্যে ফেরত আসেন মাত্র ২১ হাজার ৭৫৪ জন। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ১ লাখ ৭৮ হাজার কোথায় আছেন, তার কোনো ধারণা নেই পুলিশের। অন্যান্য দেশের ভিসা নিয়েও অনেকে ফেরেননি।
মানব পাচার নিয়ে কাজ করা সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মাদ সাইদুর রহমান খান বলেন, দেশে করোনাকালে মানব পাচার বেড়েছে। ভুক্তভোগীরা সচ্ছলতা ফেরাতে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলছেন। তিনি বলেন, মানব পাচার হচ্ছে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ইরান, লিবিয়া, টোগো, কাজাখস্তানসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে