নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৬ সালের এপ্রিল মাসের নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আসন্ন জুলাই মাসেই জাতির সামনে ঐতিহাসিক ‘জুলাই সনদ’ উপস্থাপন করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
তিনি জানান, এই ‘জুলাই সনদ’ হবে একটি ঐকমত্যভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিমূলক দলিল, যেখানে দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার, গণতান্ত্রিক পুনর্গঠন ও জনকল্যাণকেন্দ্রিক রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া সংস্কার এজেন্ডাগুলোর তালিকা থাকবে। এই দলিলেই দেশের ভবিষ্যৎ রূপরেখার ভিত্তি স্থাপন হবে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব ও অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল। তারা আমাকেও সেখানে আমন্ত্রণ জানায়। আমি বলেছিলাম, দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এ ঘোষণাপত্র দেওয়া ভালো হবে।’
এই প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে ‘জুলাই সনদ’—যেটি হবে জাতির সর্বসম্মতিক্রমে গৃহীত এক ঐতিহাসিক প্রস্তাবনা। এর মধ্য দিয়ে প্রমাণিত হবে যে বাংলাদেশ নতুন রাজনৈতিক ঐক্যের পথে অগ্রসর হচ্ছে।
‘জুলাই সনদ’—একটি প্রতিশ্রুতির দলিল
প্রধান উপদেষ্টা বলেন, এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি। একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, তার মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যেগুলোর সঙ্গে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে।
তিনি বলেন, এই সংস্কার প্রস্তাবনাগুলোর আশু বাস্তবায়ন শুরু করা হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, এবং নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে বাকিগুলো সম্পন্ন করবে। ‘আমরা আশাবাদী, এই জুলাই সনদ জাতিকে একটি সুস্পষ্ট রূপরেখা দেবে এবং আগামী সংসদ সেই রূপরেখা অনুসারে দ্রুত সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেবে।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘ঐকমত্য কমিশন গঠন করা আমাদের একটি দুঃসাহসিক উদ্যোগ ছিল। অন্য কোনো দেশে এমন কোনো নজির নেই। এর মাধ্যমে আমরা জাতি হিসেবে রাজনৈতিক গভীরতার সন্ধান পেয়েছি।’
তিনি স্মরণ করিয়ে দেন, এই কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দল ঘণ্টার পর ঘণ্টা আলোচনায় অংশ নিয়েছে, লাইভ টেলিভিশনের সামনে ঐকমত্যে পৌঁছেছে—যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা।
তিনি বলেন, ‘এই কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি সকল রাজনৈতিক দলের সীমাহীন ধৈর্য, সহযোগিতা ও সৌজন্যের জন্য জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আশা করি, শিগগিরই আমরা পূর্ণাঙ্গ জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করতে পারব, যা আমাদের ভবিষ্যতের রাজনৈতিক পথরেখা নির্ধারণ করবে।
প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, ‘এই কমিশনের অভিজ্ঞতার মাধ্যমে দেশে যে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি যদি নির্বাচনের মাধ্যমে স্থায়ী রূপ পায়, তাহলে আমরা ভবিষ্যতের সকল রাজনৈতিক সংকট শক্তভাবে মোকাবিলা করতে সক্ষম হব।’
তিনি বলেন, এই সংস্কৃতি হবে অংশগ্রহণমূলক, দায়িত্বশীল এবং সুশাসনভিত্তিক; যেখানে রাজনৈতিক মতভেদ থাকলেও রাষ্ট্র পরিচালনার মৌলিক প্রশ্নে থাকবে সর্বসম্মত অবস্থান।
ভাষণের শেষাংশে ড. ইউনূস আহ্বান বলেন, ‘এখন থেকে আমাদের সকল প্রস্তুতি এই লক্ষ্যে নিতে হবে—যাতে নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের দৃঢ় ভিত্তি স্থাপিত হয় এবং গণতান্ত্রিক যাত্রা সুসংহত হয়।’
দেশের সকল মানুষ—কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, কৃষক, জেলে, গৃহিণী, দিনমজুর, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, শিল্পী— সকলের সম্মিলিত উদ্যোগের নিখুঁত, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার আশা প্রকাশ করেন তিনি।
২০২৬ সালের এপ্রিল মাসের নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আসন্ন জুলাই মাসেই জাতির সামনে ঐতিহাসিক ‘জুলাই সনদ’ উপস্থাপন করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
তিনি জানান, এই ‘জুলাই সনদ’ হবে একটি ঐকমত্যভিত্তিক রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিমূলক দলিল, যেখানে দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার, গণতান্ত্রিক পুনর্গঠন ও জনকল্যাণকেন্দ্রিক রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া সংস্কার এজেন্ডাগুলোর তালিকা থাকবে। এই দলিলেই দেশের ভবিষ্যৎ রূপরেখার ভিত্তি স্থাপন হবে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব ও অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল। তারা আমাকেও সেখানে আমন্ত্রণ জানায়। আমি বলেছিলাম, দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এ ঘোষণাপত্র দেওয়া ভালো হবে।’
এই প্রেক্ষাপটেই তৈরি হচ্ছে ‘জুলাই সনদ’—যেটি হবে জাতির সর্বসম্মতিক্রমে গৃহীত এক ঐতিহাসিক প্রস্তাবনা। এর মধ্য দিয়ে প্রমাণিত হবে যে বাংলাদেশ নতুন রাজনৈতিক ঐক্যের পথে অগ্রসর হচ্ছে।
‘জুলাই সনদ’—একটি প্রতিশ্রুতির দলিল
প্রধান উপদেষ্টা বলেন, এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি। একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, তার মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যেগুলোর সঙ্গে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে।
তিনি বলেন, এই সংস্কার প্রস্তাবনাগুলোর আশু বাস্তবায়ন শুরু করা হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, এবং নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে বাকিগুলো সম্পন্ন করবে। ‘আমরা আশাবাদী, এই জুলাই সনদ জাতিকে একটি সুস্পষ্ট রূপরেখা দেবে এবং আগামী সংসদ সেই রূপরেখা অনুসারে দ্রুত সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেবে।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘ঐকমত্য কমিশন গঠন করা আমাদের একটি দুঃসাহসিক উদ্যোগ ছিল। অন্য কোনো দেশে এমন কোনো নজির নেই। এর মাধ্যমে আমরা জাতি হিসেবে রাজনৈতিক গভীরতার সন্ধান পেয়েছি।’
তিনি স্মরণ করিয়ে দেন, এই কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দল ঘণ্টার পর ঘণ্টা আলোচনায় অংশ নিয়েছে, লাইভ টেলিভিশনের সামনে ঐকমত্যে পৌঁছেছে—যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা।
তিনি বলেন, ‘এই কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি সকল রাজনৈতিক দলের সীমাহীন ধৈর্য, সহযোগিতা ও সৌজন্যের জন্য জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আশা করি, শিগগিরই আমরা পূর্ণাঙ্গ জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করতে পারব, যা আমাদের ভবিষ্যতের রাজনৈতিক পথরেখা নির্ধারণ করবে।
প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, ‘এই কমিশনের অভিজ্ঞতার মাধ্যমে দেশে যে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি যদি নির্বাচনের মাধ্যমে স্থায়ী রূপ পায়, তাহলে আমরা ভবিষ্যতের সকল রাজনৈতিক সংকট শক্তভাবে মোকাবিলা করতে সক্ষম হব।’
তিনি বলেন, এই সংস্কৃতি হবে অংশগ্রহণমূলক, দায়িত্বশীল এবং সুশাসনভিত্তিক; যেখানে রাজনৈতিক মতভেদ থাকলেও রাষ্ট্র পরিচালনার মৌলিক প্রশ্নে থাকবে সর্বসম্মত অবস্থান।
ভাষণের শেষাংশে ড. ইউনূস আহ্বান বলেন, ‘এখন থেকে আমাদের সকল প্রস্তুতি এই লক্ষ্যে নিতে হবে—যাতে নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের দৃঢ় ভিত্তি স্থাপিত হয় এবং গণতান্ত্রিক যাত্রা সুসংহত হয়।’
দেশের সকল মানুষ—কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, কৃষক, জেলে, গৃহিণী, দিনমজুর, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, শিল্পী— সকলের সম্মিলিত উদ্যোগের নিখুঁত, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার আশা প্রকাশ করেন তিনি।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫