Ajker Patrika

দ্রুত গতিতে দিতে হবে গ্রাহক সেবা: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক
দ্রুত গতিতে দিতে হবে গ্রাহক সেবা: নসরুল হামিদ

ঢাকা: দ্রুত গতিতে চাহিদা অনুযায়ী গ্রাহক সেবা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বৃহস্পতিবার অনলাইনে ডেসকো এলাকায় ২৪টি ৩৩ / ১১ সাবস্টেশন স্থাপন এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবস্টেশনগুলো কার্যকর হওয়ায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে ৪ লাখ ৫০ হাজার নতুন গ্রাহকের সুবিধা বাড়াবে, সিস্টেম লস কমবে। এ ছাড়া লো-ভোল্টেজ সমস্যা সমাধান হবে। উত্তরা তৃতীয় ফেজ ও পূর্বাচলে বিদ্যুৎ সরবরাহ সিস্টেম শক্তিশালী হবে।এমনটাই জানানো হয় অনুষ্ঠানে।

২৯ সেপ্টেম্বর, ২০১৭ সালে এডিবি’র অর্থায়নে সাবস্টেশনগুলো ডিজাইন, সরবরাহ, ইনস্টলেশন ও কমিশনিং করার জন্য ডেসকোর সঙ্গে সিমেন্স লিমিটেড ইন্ডিয়া, সিমেন্স বাংলাদেশ কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী আঠারো মাসের মধ্যে কাজ শেষ না হয়ে দেরি হওয়ায় প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে অর্থনৈতিক যে ক্ষতি হবে তার প্রভাব দীর্ঘমেয়াদি হবে। এ ছাড়া কাজগুলো আবার থার্ড পার্টি দিয়ে গুণগতমান পরীক্ষা করা দরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত