নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সরকারি নথি চুরি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। পাঁচ হাজার টাকা জামানত এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পেয়েছেন।
রোববার (২৩ মে) ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চ্যুয়াল আদালত এ আদেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু বলেন, ‘আমরা কিছু ডকুমেন্ট আদালতে দাখিল করেছি। তবে রোজিনা ইসলামকে বিজ্ঞ আদালত অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারেন যদি তাঁর পাসপোর্ট আদালতে জমা রাখেন। পাসপোর্ট জমা দিলে আমাদের জামিনে আপত্তি নেই।’
রোজিনার পক্ষে অ্যাডভোকেট এহসানুল হক সমাজী, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আশরাফ-উল-আলম, আমিনুল গনি টিটু ও প্রশান্ত কুমার কর্মকার শুনানিতে অংশ নেন। আইনজীবীরা বলেন, ‘প্রকৃতপক্ষে শর্তযুক্ত জামিন আইনে নেই। তারপরও রাষ্ট্রপক্ষের প্রস্তাবে আমরা দ্বিমত করছি না। বিজ্ঞ আদালত যদি পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেন আমরা তা জমা দেব।’
এরপর আদালত বলেন, রোজিনা ইসলামকে জামিন দেওয়া হলো। তবে তাঁর পাসপোর্ট জমা দিতে হবে।
আদালত মৌখিকভাবে আরও বলেন, ‘রাষ্ট্র ও সমাজের স্বার্থ রক্ষার্থে প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে। গণমাধ্যম ও আমরা যে যেখানে আছি প্রত্যেকেই আরও দায়িত্বশীল আচরণ করব।’
প্রসঙ্গত, গত সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সেখানে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী।
মঙ্গলবার (১৮ মে) সিএমএম আদালতে তোলা হয় রোজিনাকে। মামলার তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান সরদারের করা পাঁচ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠান বিচারক।
গত বৃহস্পতিবার (২০ মে) সাংবাদিক রোজিনা ইসলামের পক্ষে জামিন বিষয়ে শুনানি হয়। রোজিনার পক্ষে শুনানি করেন একাধিক আইনজীবী। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ নথি উপস্থাপনসহ জামিন বিষয়ে আদেশের জন্য আজ রোববার (২৩ মে) দিন ধার্য করেন।
ঢাকা: সরকারি নথি চুরি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। পাঁচ হাজার টাকা জামানত এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পেয়েছেন।
রোববার (২৩ মে) ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চ্যুয়াল আদালত এ আদেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু বলেন, ‘আমরা কিছু ডকুমেন্ট আদালতে দাখিল করেছি। তবে রোজিনা ইসলামকে বিজ্ঞ আদালত অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারেন যদি তাঁর পাসপোর্ট আদালতে জমা রাখেন। পাসপোর্ট জমা দিলে আমাদের জামিনে আপত্তি নেই।’
রোজিনার পক্ষে অ্যাডভোকেট এহসানুল হক সমাজী, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আশরাফ-উল-আলম, আমিনুল গনি টিটু ও প্রশান্ত কুমার কর্মকার শুনানিতে অংশ নেন। আইনজীবীরা বলেন, ‘প্রকৃতপক্ষে শর্তযুক্ত জামিন আইনে নেই। তারপরও রাষ্ট্রপক্ষের প্রস্তাবে আমরা দ্বিমত করছি না। বিজ্ঞ আদালত যদি পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেন আমরা তা জমা দেব।’
এরপর আদালত বলেন, রোজিনা ইসলামকে জামিন দেওয়া হলো। তবে তাঁর পাসপোর্ট জমা দিতে হবে।
আদালত মৌখিকভাবে আরও বলেন, ‘রাষ্ট্র ও সমাজের স্বার্থ রক্ষার্থে প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে। গণমাধ্যম ও আমরা যে যেখানে আছি প্রত্যেকেই আরও দায়িত্বশীল আচরণ করব।’
প্রসঙ্গত, গত সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সেখানে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী।
মঙ্গলবার (১৮ মে) সিএমএম আদালতে তোলা হয় রোজিনাকে। মামলার তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান সরদারের করা পাঁচ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠান বিচারক।
গত বৃহস্পতিবার (২০ মে) সাংবাদিক রোজিনা ইসলামের পক্ষে জামিন বিষয়ে শুনানি হয়। রোজিনার পক্ষে শুনানি করেন একাধিক আইনজীবী। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ নথি উপস্থাপনসহ জামিন বিষয়ে আদেশের জন্য আজ রোববার (২৩ মে) দিন ধার্য করেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
২২ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২২ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২২ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২২ দিন আগে