নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কলকাতা সংবাদদাতা
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার পর মরদেহ টুকরো করতে মুম্বাই থেকে কসাই জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয়। তিনিই মরদেহের হাড়-মাংস আলাদা করে টুকরো টুকরো করেন। তাঁকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গতকাল তাঁকে নিয়েই অভিযান চালানো হয়।
এ সময় কলকাতার একটি খাল থেকে পচা-দুর্গন্ধযুক্ত একটি ব্যাগ উদ্ধার করা হয়। তবে ব্যাগে মরদেহের কোনো অংশ ছিল কি না, তা নিশ্চিত নয়।
জিহাদকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় বলে কলকাতা সিআইডির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাঁর ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পশ্চিমবঙ্গের বারাসাতের আদালত। একই দিন এই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার তিনজনের ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই তিনজন হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভূইয়া, শিলাস্তি রহমান ও তানভীর ভূঁইয়া।
ডিবির একটি সূত্র বলেছে, বাবাকে অপহরণের পর গুম করার অভিযোগ এনে আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন গত বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। ওই তিনজনকে এই মামলায় গত বৃহস্পতিবার গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে বুধবারই তাঁদের আটক করা হয়।
ডিবি সূত্র বলেছে, কসাই জিহাদ বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে অবৈধভাবে বসবাস করছেন। সেখানে একটি গোশতের দোকানে কাজ করতেন তিনি। সংসদ সদস্যকে হত্যার দুই মাস আগে তাঁকে কলকাতায় আনা হয়। তাঁর সব খরচ বহন করেছেন হত্যার পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী আক্তারুজ্জামান শাহীন। কলকাতা সিআইডির দেওয়া এসব তথ্য ঢাকায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করছে ডিবি।
ডিবি জানিয়েছে, কসাই জিহাদের গ্রামের বাড়ি খুলনার দীঘলিয়ায়। তাঁর বাবার নাম জয়নাল হাওলাদার। খুলনায় মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিন বছর আগে তিনি অবৈধভাবে ভারতে যান। কিছুদিন কলকাতায় থাকার পর মুম্বাইয়ে গিয়ে গোশতের দোকানে কাজ নেন। থাকতেন বস্তিতে। তাঁর সঙ্গে বাংলাদেশি অপরাধীদের যোগাযোগ ছিল।
ডিবির একটি সূত্র বলেছে, মরদেহ খণ্ড খণ্ড করা কোনো সাধারণ খুনির পক্ষে সম্ভব নয়। তাই জিহাদকে মুম্বাই থেকে আগেই আনা হয়েছে। মরদেহ কীভাবে টুকরো করা হবে, কোথায় কীভাবে ফেলা হবে—সবকিছুই আগে মহড়া দিয়েছে খুনিরা। যে যে কাজে দক্ষ, তাকে সে কাজই দেওয়া হয়েছে। কসাই জিহাদকে দেহ বিকৃত করার দায়িত্ব দেওয়া হয়। জিহাদ মরদেহের মুখমণ্ডলের চামড়া তুলে ফেলেন। এরপর মরদেহের টুকরোগুলো ময়লার পলিথিনে ভরে ট্রলিব্যাগে তোলা হয়।
ডিবি সূত্র আরও বলেছে, জিহাদের বিরুদ্ধে খুন, অপহরণ, তথ্য নষ্ট করা, ভুল তথ্য দেওয়া এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে কলকাতার সিআইডি। বারাসাত আদালত তাঁর ১২ দিনের রিমান্ড মঞ্জুরের পর তাঁকে নিয়ে মরদেহ উদ্ধারে অভিযানে নামে কলকাতার পুলিশ। গতকাল পশ্চিমবঙ্গের সিআইডি জিহাদকে নিয়ে একাধিক জায়গায় অভিযান চালায়। এ সময় কলকাতার ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালের পাড় থেকে পচা-দুর্গন্ধযুক্ত একটি ব্যাগ উদ্ধার করেছে সিআইডি। তবে ব্যাগে মরদেহের কোনো অংশ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত নয়। ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছে পুলিশ। সংসদ সদস্যের মরদেহ খুঁজতে ড্রোন ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ডুবুরি নামানো হয় খালে। আজ শনিবার সকালে আবার ওই সব এলাকায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কলকাতা সিআইডির কর্মকর্তারা।
এদিকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী আক্তারুজ্জামান শাহীনের কলকাতায় আরও একটি ভাড়া ফ্ল্যাটের সন্ধান পেয়েছে ভারতের পুলিশ। চায়না পার্কের ফ্ল্যাটটি ২০১৮ সালে ভাড়া নিয়েছিলেন তিনি।
ডিএমপির গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ বলেছেন, ‘মরদেহ উদ্ধারের বিষয়ে দ্রুত খবর পাওয়া যাবে বলে আমরা জানতে পেরেছি। কলকাতার পুলিশ কাজ করছে।’
আরও পড়ুন:
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার পর মরদেহ টুকরো করতে মুম্বাই থেকে কসাই জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয়। তিনিই মরদেহের হাড়-মাংস আলাদা করে টুকরো টুকরো করেন। তাঁকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গতকাল তাঁকে নিয়েই অভিযান চালানো হয়।
এ সময় কলকাতার একটি খাল থেকে পচা-দুর্গন্ধযুক্ত একটি ব্যাগ উদ্ধার করা হয়। তবে ব্যাগে মরদেহের কোনো অংশ ছিল কি না, তা নিশ্চিত নয়।
জিহাদকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় বলে কলকাতা সিআইডির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাঁর ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পশ্চিমবঙ্গের বারাসাতের আদালত। একই দিন এই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার তিনজনের ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই তিনজন হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভূইয়া, শিলাস্তি রহমান ও তানভীর ভূঁইয়া।
ডিবির একটি সূত্র বলেছে, বাবাকে অপহরণের পর গুম করার অভিযোগ এনে আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন গত বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। ওই তিনজনকে এই মামলায় গত বৃহস্পতিবার গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে বুধবারই তাঁদের আটক করা হয়।
ডিবি সূত্র বলেছে, কসাই জিহাদ বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে অবৈধভাবে বসবাস করছেন। সেখানে একটি গোশতের দোকানে কাজ করতেন তিনি। সংসদ সদস্যকে হত্যার দুই মাস আগে তাঁকে কলকাতায় আনা হয়। তাঁর সব খরচ বহন করেছেন হত্যার পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী আক্তারুজ্জামান শাহীন। কলকাতা সিআইডির দেওয়া এসব তথ্য ঢাকায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করছে ডিবি।
ডিবি জানিয়েছে, কসাই জিহাদের গ্রামের বাড়ি খুলনার দীঘলিয়ায়। তাঁর বাবার নাম জয়নাল হাওলাদার। খুলনায় মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিন বছর আগে তিনি অবৈধভাবে ভারতে যান। কিছুদিন কলকাতায় থাকার পর মুম্বাইয়ে গিয়ে গোশতের দোকানে কাজ নেন। থাকতেন বস্তিতে। তাঁর সঙ্গে বাংলাদেশি অপরাধীদের যোগাযোগ ছিল।
ডিবির একটি সূত্র বলেছে, মরদেহ খণ্ড খণ্ড করা কোনো সাধারণ খুনির পক্ষে সম্ভব নয়। তাই জিহাদকে মুম্বাই থেকে আগেই আনা হয়েছে। মরদেহ কীভাবে টুকরো করা হবে, কোথায় কীভাবে ফেলা হবে—সবকিছুই আগে মহড়া দিয়েছে খুনিরা। যে যে কাজে দক্ষ, তাকে সে কাজই দেওয়া হয়েছে। কসাই জিহাদকে দেহ বিকৃত করার দায়িত্ব দেওয়া হয়। জিহাদ মরদেহের মুখমণ্ডলের চামড়া তুলে ফেলেন। এরপর মরদেহের টুকরোগুলো ময়লার পলিথিনে ভরে ট্রলিব্যাগে তোলা হয়।
ডিবি সূত্র আরও বলেছে, জিহাদের বিরুদ্ধে খুন, অপহরণ, তথ্য নষ্ট করা, ভুল তথ্য দেওয়া এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে কলকাতার সিআইডি। বারাসাত আদালত তাঁর ১২ দিনের রিমান্ড মঞ্জুরের পর তাঁকে নিয়ে মরদেহ উদ্ধারে অভিযানে নামে কলকাতার পুলিশ। গতকাল পশ্চিমবঙ্গের সিআইডি জিহাদকে নিয়ে একাধিক জায়গায় অভিযান চালায়। এ সময় কলকাতার ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালের পাড় থেকে পচা-দুর্গন্ধযুক্ত একটি ব্যাগ উদ্ধার করেছে সিআইডি। তবে ব্যাগে মরদেহের কোনো অংশ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত নয়। ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছে পুলিশ। সংসদ সদস্যের মরদেহ খুঁজতে ড্রোন ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ডুবুরি নামানো হয় খালে। আজ শনিবার সকালে আবার ওই সব এলাকায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কলকাতা সিআইডির কর্মকর্তারা।
এদিকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী আক্তারুজ্জামান শাহীনের কলকাতায় আরও একটি ভাড়া ফ্ল্যাটের সন্ধান পেয়েছে ভারতের পুলিশ। চায়না পার্কের ফ্ল্যাটটি ২০১৮ সালে ভাড়া নিয়েছিলেন তিনি।
ডিএমপির গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ বলেছেন, ‘মরদেহ উদ্ধারের বিষয়ে দ্রুত খবর পাওয়া যাবে বলে আমরা জানতে পেরেছি। কলকাতার পুলিশ কাজ করছে।’
আরও পড়ুন:
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫