নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে আন্তর্জাতিক লেনদেন সেবা পেপ্যাল চালুর অনুরোধ জানিয়ে একটি খোলাচিঠি লিখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মুগ্ধর যমজ ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) মীর স্নিগ্ধ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ট্যাগ (যুক্ত) করে একটি পোস্টে এই চিঠি লেখেন মীর স্নিগ্ধ।
চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছি এবং ২০২২ সালে একজন Top Rated Freelancer হিসেবে স্বীকৃতি অর্জন করেছি। আমার ক্যারিয়ার এবং শহীদ মুগ্ধদের মতো ফ্রিল্যান্সারদের অর্জন সম্পর্কে অনেকেই অবগত।
শুরুর দিকে কোভিড-১৯ পরিস্থিতিতে সময় কাটানোর উদ্দেশ্যে ফ্রিল্যান্সিং শুরু করলেও সময়ের সাথে সাথে এটি আমার মূল পেশায় রূপ নেয়। ঘরে বসে বৈশ্বিক বাজারে কাজ করার সুযোগ থাকায় ফ্রিল্যান্সিং বর্তমানে তরুণদের জন্য এক বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।’
আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল ব্যবহারের সুযোগ না থাকায় ফ্রিল্যান্সারদের সমস্যার সম্মুখীন হতে হয় উল্লেখ করে স্নিগ্ধ বলেন, বাংলাদেশে বর্তমানে হাজার হাজার দক্ষ ফ্রিল্যান্সার রয়েছেন, যাঁরা প্রতিবছর কোটি কোটি টাকার রেমিট্যান্স দেশের অর্থনীতিতে যুক্ত করছেন। কিন্তু আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’-এর অনুপস্থিতির ফলে এই ফ্রিল্যান্সারদের একটি মৌলিক সমস্যার মুখোমুখি হতে হয়। এই একটি সমস্যার কারণে বহু আন্তর্জাতিক কাজ হাতছাড়া করতে হয়।
মীর স্নিগ্ধ জানান, মার্কেটপ্লেসের বাইরে অনেক ক্লায়েন্ট এবং কোম্পানি কাজ দিতে চাইলেও PayPal-এর অনুপস্থিতির কারণে আমরা সেই সুযোগগুলো গ্রহণ করতে পারি না। মার্কেটপ্লেসে কাজ করলেও উচ্চ কমিশন দিতে হয়, যা ফ্রিল্যান্সারদের এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনার জন্য ক্ষতিকর। আমাদের প্রতিবেশী দেশগুলোতে যেখানে PayPal স্বাভাবিকভাবে ব্যবহৃত হচ্ছে, সেখানে বাংলাদেশের মতো সম্ভাবনাময় ডিজিটাল অর্থনীতির দেশে আজও এটি চালু না হওয়া অত্যন্ত দুঃখজনক।
মীর স্নিগ্ধ চিঠিতে আরও উল্লেখ করেন, ‘একবার চিন্তা করুন, একজন ক্লায়েন্ট যদি মাসে $১২০০ ডলারে আমাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে চান, শুধু PayPal-এর অভাবে সেই কাজ আমি গ্রহণ করতে পারছি না। এতে শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, দেশেরও ক্ষতি হচ্ছে।’
সংশ্লিষ্ট উপদেষ্টা ও বিশেষ সহকারীর দৃষ্টি আকর্ষণ করে স্নিগ্ধ লেখেন, ‘এই চিঠির মাধ্যমে আমি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপদেষ্টা মাহফুজ আলম এবং বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি বিশ্বাস করি, আপনারা এই সমস্যা সম্পর্কে অবগত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। একজন ফ্রিল্যান্সার হিসেবে, দেশের ডিজিটাল অগ্রগতিতে আমি নিজের সাধ্যমতো অবদান রাখছি। আজ, দীর্ঘদিন কাজ করার পর প্রথমবারের মতো একটি অনুরোধ করছি—বাংলাদেশে PayPal সেবা চালুর উদ্যোগ নেওয়া হোক।’
সবশেষে স্নিগ্ধ লেখেন, ‘এই উদ্যোগ বাস্তবায়নের জন্য যদি কোথাও আমার মতো ফ্রিল্যান্সারদের সহায়তা প্রয়োজন হয়—আমি সদা প্রস্তুত। প্রয়োজন হলে যেকোনোভাবে যুক্ত হয়ে এই বিষয়ে কাজ করতে আমি আগ্রহী। আমাদের মতো যারা চুপচাপ এই পেশায় দেশের হয়ে কাজ করছে, তাদের জন্য এটি হবে সবচেয়ে বড় প্রাপ্তি। এই চাওয়াটি পূরণ হলে তা শুধু আমার নয়, মুগ্ধর মতো হাজারো তরুণ ফ্রিল্যান্সারের ভবিষ্যতের জন্য পথ তৈরি করবে এবং দেশের অর্থনীতিও এক নতুন সম্ভাবনার দিক খুঁজে পাবে।’
বাংলাদেশে আন্তর্জাতিক লেনদেন সেবা পেপ্যাল চালুর অনুরোধ জানিয়ে একটি খোলাচিঠি লিখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মুগ্ধর যমজ ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) মীর স্নিগ্ধ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ট্যাগ (যুক্ত) করে একটি পোস্টে এই চিঠি লেখেন মীর স্নিগ্ধ।
চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছি এবং ২০২২ সালে একজন Top Rated Freelancer হিসেবে স্বীকৃতি অর্জন করেছি। আমার ক্যারিয়ার এবং শহীদ মুগ্ধদের মতো ফ্রিল্যান্সারদের অর্জন সম্পর্কে অনেকেই অবগত।
শুরুর দিকে কোভিড-১৯ পরিস্থিতিতে সময় কাটানোর উদ্দেশ্যে ফ্রিল্যান্সিং শুরু করলেও সময়ের সাথে সাথে এটি আমার মূল পেশায় রূপ নেয়। ঘরে বসে বৈশ্বিক বাজারে কাজ করার সুযোগ থাকায় ফ্রিল্যান্সিং বর্তমানে তরুণদের জন্য এক বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।’
আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল ব্যবহারের সুযোগ না থাকায় ফ্রিল্যান্সারদের সমস্যার সম্মুখীন হতে হয় উল্লেখ করে স্নিগ্ধ বলেন, বাংলাদেশে বর্তমানে হাজার হাজার দক্ষ ফ্রিল্যান্সার রয়েছেন, যাঁরা প্রতিবছর কোটি কোটি টাকার রেমিট্যান্স দেশের অর্থনীতিতে যুক্ত করছেন। কিন্তু আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’-এর অনুপস্থিতির ফলে এই ফ্রিল্যান্সারদের একটি মৌলিক সমস্যার মুখোমুখি হতে হয়। এই একটি সমস্যার কারণে বহু আন্তর্জাতিক কাজ হাতছাড়া করতে হয়।
মীর স্নিগ্ধ জানান, মার্কেটপ্লেসের বাইরে অনেক ক্লায়েন্ট এবং কোম্পানি কাজ দিতে চাইলেও PayPal-এর অনুপস্থিতির কারণে আমরা সেই সুযোগগুলো গ্রহণ করতে পারি না। মার্কেটপ্লেসে কাজ করলেও উচ্চ কমিশন দিতে হয়, যা ফ্রিল্যান্সারদের এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনার জন্য ক্ষতিকর। আমাদের প্রতিবেশী দেশগুলোতে যেখানে PayPal স্বাভাবিকভাবে ব্যবহৃত হচ্ছে, সেখানে বাংলাদেশের মতো সম্ভাবনাময় ডিজিটাল অর্থনীতির দেশে আজও এটি চালু না হওয়া অত্যন্ত দুঃখজনক।
মীর স্নিগ্ধ চিঠিতে আরও উল্লেখ করেন, ‘একবার চিন্তা করুন, একজন ক্লায়েন্ট যদি মাসে $১২০০ ডলারে আমাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে চান, শুধু PayPal-এর অভাবে সেই কাজ আমি গ্রহণ করতে পারছি না। এতে শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, দেশেরও ক্ষতি হচ্ছে।’
সংশ্লিষ্ট উপদেষ্টা ও বিশেষ সহকারীর দৃষ্টি আকর্ষণ করে স্নিগ্ধ লেখেন, ‘এই চিঠির মাধ্যমে আমি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপদেষ্টা মাহফুজ আলম এবং বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি বিশ্বাস করি, আপনারা এই সমস্যা সম্পর্কে অবগত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। একজন ফ্রিল্যান্সার হিসেবে, দেশের ডিজিটাল অগ্রগতিতে আমি নিজের সাধ্যমতো অবদান রাখছি। আজ, দীর্ঘদিন কাজ করার পর প্রথমবারের মতো একটি অনুরোধ করছি—বাংলাদেশে PayPal সেবা চালুর উদ্যোগ নেওয়া হোক।’
সবশেষে স্নিগ্ধ লেখেন, ‘এই উদ্যোগ বাস্তবায়নের জন্য যদি কোথাও আমার মতো ফ্রিল্যান্সারদের সহায়তা প্রয়োজন হয়—আমি সদা প্রস্তুত। প্রয়োজন হলে যেকোনোভাবে যুক্ত হয়ে এই বিষয়ে কাজ করতে আমি আগ্রহী। আমাদের মতো যারা চুপচাপ এই পেশায় দেশের হয়ে কাজ করছে, তাদের জন্য এটি হবে সবচেয়ে বড় প্রাপ্তি। এই চাওয়াটি পূরণ হলে তা শুধু আমার নয়, মুগ্ধর মতো হাজারো তরুণ ফ্রিল্যান্সারের ভবিষ্যতের জন্য পথ তৈরি করবে এবং দেশের অর্থনীতিও এক নতুন সম্ভাবনার দিক খুঁজে পাবে।’
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৭ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে