নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে গত ১০ বছরে ৫৭৮ জন মানুষ নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যে ৪০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ৩৩৩ জন ফিরে এসেছেন। বাকিদের এখানো কোনো হদিস নেই। মানবাধিকার সংগঠন এবং নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবার বলছে, তাঁরা সবাই গুম হয়েছেন। জীবিত বা মৃত হলেও তাঁদের ফিরে পেতে চায় পরিবার। দীর্ঘদিন ধরে সেই দাবিই করে আসছেন তাঁরা।
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ‘গুম হওয়া পরিবার’ ব্যানারে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘মায়ের ডাক’ শীর্ষক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো তাঁরা আবারও স্বজন ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।
২০১৩ সালে নিজ বাসা থেকে নিখোঁজ হন তেজগাঁওয়ের শাহীনবাগের কাওছার হোসেন। তাঁর স্ত্রী শিমু আক্তার বলেন, ওই বছরের ৪ ডিসেম্বর বাসা থেকে মাঝরাতে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যায় তাঁকে। সেসময় তাঁরা বলেছিলেন জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিবে। কিন্তু আমার স্বামীকে তাঁরা ছাড়ে নাই। আজ পর্যন্তও আমার স্বামী ফিরেনি। ঘটনার পরে র্যাব, পুলিশ, ডিবি কত জায়গায় ঘুরলাম! কেউ স্বীকার করে না যে তাঁকে নিয়ে গেছে। প্রতিবছর এই দিনে এখানে আসি। স্বামীকে ফিরে চাই, তারপর চলে যাই।
শিমু আক্তার বলেন, ছোট মেয়েটা বাবাকে কখনো দেখেনি। ও যখন ওর বাবার কথা বলে আমি কিছু বলতে পারি না। এখনো জানতে পারলাম না আমার স্বামীর আসলেই কী অপরাধ।
কুষ্টিয়া থেকে আসা শাহেদ হোসেন তাঁর বাবা সাজ্জাদ হোসেনের সন্ধান চাইতে যোগ দিয়েছিলেন সমাবেশে। ২০১৫ সালে গাজীপুরে ড্রিম স্কয়ার রিসোর্টের সামনে থেকে সাজ্জাদ নিখোঁজ হন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তাঁর খোঁজে সম্ভাব্য সব জায়গায় চেষ্টা করেছেন শাহেদ হোসেন। এখন পর্যন্ত কেউ তাঁকে আশার বাণী দিতে পারেনি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল। তিনি বলেন, গুম তো ফৌজদারি অপরাধ। আবার অভিযোগ করতে গেলেও থানা-পুলিশ মামলা নেয় না। কেন নেয় না? কারণ অভিযোগ তাঁদের বিরুদ্ধেই, মামলাটা নিবে কীভাবে।
মানবাধিকার কর্মী নূর খাঁন লিটন বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে গুম নিয়ে আলোচনা করতে হয়, এটা লজ্জার। তবে শুধু দেশে গুম না। অনেককে আবার এদেশে গুম করে অন্য দেশে গ্রেপ্তার দেখানো হয়। আমরা বারবার একটা স্বাধীন তদন্ত কমিটির সুপারিশ করেছি। কিন্তু ক্ষমতাসীনরা বারবার বিষয়গুলো পাশ কাটিয়ে যাচ্ছেন।
দেশে গত ১০ বছরে ৫৭৮ জন মানুষ নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যে ৪০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ৩৩৩ জন ফিরে এসেছেন। বাকিদের এখানো কোনো হদিস নেই। মানবাধিকার সংগঠন এবং নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবার বলছে, তাঁরা সবাই গুম হয়েছেন। জীবিত বা মৃত হলেও তাঁদের ফিরে পেতে চায় পরিবার। দীর্ঘদিন ধরে সেই দাবিই করে আসছেন তাঁরা।
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ‘গুম হওয়া পরিবার’ ব্যানারে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘মায়ের ডাক’ শীর্ষক সমাবেশের আয়োজন করা হয়। সেখানে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো তাঁরা আবারও স্বজন ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।
২০১৩ সালে নিজ বাসা থেকে নিখোঁজ হন তেজগাঁওয়ের শাহীনবাগের কাওছার হোসেন। তাঁর স্ত্রী শিমু আক্তার বলেন, ওই বছরের ৪ ডিসেম্বর বাসা থেকে মাঝরাতে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যায় তাঁকে। সেসময় তাঁরা বলেছিলেন জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিবে। কিন্তু আমার স্বামীকে তাঁরা ছাড়ে নাই। আজ পর্যন্তও আমার স্বামী ফিরেনি। ঘটনার পরে র্যাব, পুলিশ, ডিবি কত জায়গায় ঘুরলাম! কেউ স্বীকার করে না যে তাঁকে নিয়ে গেছে। প্রতিবছর এই দিনে এখানে আসি। স্বামীকে ফিরে চাই, তারপর চলে যাই।
শিমু আক্তার বলেন, ছোট মেয়েটা বাবাকে কখনো দেখেনি। ও যখন ওর বাবার কথা বলে আমি কিছু বলতে পারি না। এখনো জানতে পারলাম না আমার স্বামীর আসলেই কী অপরাধ।
কুষ্টিয়া থেকে আসা শাহেদ হোসেন তাঁর বাবা সাজ্জাদ হোসেনের সন্ধান চাইতে যোগ দিয়েছিলেন সমাবেশে। ২০১৫ সালে গাজীপুরে ড্রিম স্কয়ার রিসোর্টের সামনে থেকে সাজ্জাদ নিখোঁজ হন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তাঁর খোঁজে সম্ভাব্য সব জায়গায় চেষ্টা করেছেন শাহেদ হোসেন। এখন পর্যন্ত কেউ তাঁকে আশার বাণী দিতে পারেনি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল। তিনি বলেন, গুম তো ফৌজদারি অপরাধ। আবার অভিযোগ করতে গেলেও থানা-পুলিশ মামলা নেয় না। কেন নেয় না? কারণ অভিযোগ তাঁদের বিরুদ্ধেই, মামলাটা নিবে কীভাবে।
মানবাধিকার কর্মী নূর খাঁন লিটন বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে গুম নিয়ে আলোচনা করতে হয়, এটা লজ্জার। তবে শুধু দেশে গুম না। অনেককে আবার এদেশে গুম করে অন্য দেশে গ্রেপ্তার দেখানো হয়। আমরা বারবার একটা স্বাধীন তদন্ত কমিটির সুপারিশ করেছি। কিন্তু ক্ষমতাসীনরা বারবার বিষয়গুলো পাশ কাটিয়ে যাচ্ছেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫