Ajker Patrika

করোনায় মৃত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ক্ষতিপূরণ দিতে উকিল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৩: ৫০
করোনায় মৃত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ক্ষতিপূরণ দিতে উকিল নোটিশ

করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মারা যাওয়া চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের পরিবারের সদস্যদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার পদক্ষেপ নিতে সরকারের প্রতি উকিল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যের যেসব পেশাজীবী জীবন উৎসর্গ করেছেন, তাঁদের একটি তালিকা তৈরি করার অনুরোধ জানানো হয়েছে নোটিশে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনিছুর রহমানের পক্ষে আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস গতকাল মঙ্গলবার নোটিশটি পাঠান। সিনিয়র অর্থসচিব, স্বাস্থ্যসচিব (স্বাস্থ্য সুরক্ষা বিভাগ) ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এসব পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

নোটিশে এ বিষয়ে সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করার কথা বলা হয়েছে। 

নোটিশে ‘করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা গ্রহণ’সংক্রান্ত গত বছরের ১৯ এপ্রিলের পরিপত্রটিও পুনর্বহালের অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত