Ajker Patrika

সাংবাদিক তোয়াব খান হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিক তোয়াব খান হাসপাতালে

বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত রোববার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন। 

তোয়াব খান সাংবাদিকতায় ক্যারিয়ার শুরু করেন ১৯৫৫ সালে। ২০১৬ সালে একুশে পদক পান তিন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। এ ছাড়া প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন তোয়াব খান। এছাড়া তিনি দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক।

পরিবারের সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন তোয়াব খান। করোনা পরবর্তী নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত