Ajker Patrika

ফের ৬০–এর বেশি মৃত্যু, শনাক্ত ১৮ শতাংশের ওপরে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৯ জুন ২০২১, ১৭: ০২
ফের ৬০–এর বেশি মৃত্যু, শনাক্ত ১৮ শতাংশের ওপরে

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৪৬৬, আর আক্রান্ত শনাক্ত দাঁড়াল ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন।

দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

যেখানে গতকাল ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর ১৭ জুন ৬৩ জন কোভিড রোগীর মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। আর দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু, ১১২ জন, দেখা গেছে চলতি বছরের ১৯ এপ্রিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আরটি–পিসিআর, জিন এক্সপার্ট এবং র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৫২৮টি সক্রিয় ল্যাবে ১৬ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনাভাইরাস পজিটিভ আসে ৩ হাজার ৫৭টি নমুনার ফল। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় কোভিড রোগী শনাক্তের হার ১৮ দশমিক ০২ শতাংশ। যেখানে গতকাল ২৪ ঘণ্টায় শনাক্তের হার জানানো হয়েছিল ১৮ দশমিক ৫৯। 

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৭২৫ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন মোট ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন। 

 ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত