নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য জহিরুল হক ভূইয়া এ ঘোষণা দেন।
আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। চাকরিপ্রত্যাশীদের দাবির মুখে তা স্থগিত করা হল।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ও পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছিলেন কয়েকজন। তাঁদের একটি দাবি মেনে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং অন্য সাতটি দাবি নিয়ে কাজ করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে।
রাত সাড়ে ৯টার দিকে পিএসসির সদস্য জহুরুল ইসলাম ভূঁইয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ও সংস্কার কমিশনের ঘোষণা দিলে প্রায় নব্বই ঘণ্টার অনশন ভাঙেন তাঁরা। এ সময় পিএসসির সদস্যরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ চাকরি প্রার্থীদের ডাবের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করে জহুরুল ইসলাম ভূঁইয়া বলেন, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের যে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে সেটি স্থগিত থাকবে।
তিনি আরও বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সিআইডি তদন্ত করছে এবং পিএসসি তাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়েছে। অভিযুক্তদের পিএসসি নিজেই সিআইডির কাছে হস্তান্তর করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলনকারীদের বাকি সাতটি দাবি নিয়ে কাজ করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের আরও অনেক সংস্কারের পরিকল্পনা রয়েছে। আন্দোলনকারীদের প্রতিনিধিরা গঠিত কমিশনের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বসবেন। আলোচনার মাধ্যমে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে যথাযথ সংস্কার করা হবে, যাতে অন্তত আরও বিশ থেকে ত্রিশ বছর স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত থাকে।
আন্দোলনকারীরা বলছেন, তারা অনশন থেকে সরে আসলেও তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। চাকরিপ্রার্থী আশিক বলেন, মৌখিক আশ্বাসগুলোর সপক্ষে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত নোটিশ দিতে হবে। তিনি জানান, তারা অনশন থেকে সরে আসলেও রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য জহিরুল হক ভূইয়া এ ঘোষণা দেন।
আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। চাকরিপ্রত্যাশীদের দাবির মুখে তা স্থগিত করা হল।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ও পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছিলেন কয়েকজন। তাঁদের একটি দাবি মেনে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং অন্য সাতটি দাবি নিয়ে কাজ করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিশন গঠন করা হবে বলে জানানো হয়েছে।
রাত সাড়ে ৯টার দিকে পিএসসির সদস্য জহুরুল ইসলাম ভূঁইয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ও সংস্কার কমিশনের ঘোষণা দিলে প্রায় নব্বই ঘণ্টার অনশন ভাঙেন তাঁরা। এ সময় পিএসসির সদস্যরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ চাকরি প্রার্থীদের ডাবের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করে জহুরুল ইসলাম ভূঁইয়া বলেন, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের যে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে সেটি স্থগিত থাকবে।
তিনি আরও বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সিআইডি তদন্ত করছে এবং পিএসসি তাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়েছে। অভিযুক্তদের পিএসসি নিজেই সিআইডির কাছে হস্তান্তর করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলনকারীদের বাকি সাতটি দাবি নিয়ে কাজ করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের আরও অনেক সংস্কারের পরিকল্পনা রয়েছে। আন্দোলনকারীদের প্রতিনিধিরা গঠিত কমিশনের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বসবেন। আলোচনার মাধ্যমে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে যথাযথ সংস্কার করা হবে, যাতে অন্তত আরও বিশ থেকে ত্রিশ বছর স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত থাকে।
আন্দোলনকারীরা বলছেন, তারা অনশন থেকে সরে আসলেও তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। চাকরিপ্রার্থী আশিক বলেন, মৌখিক আশ্বাসগুলোর সপক্ষে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত নোটিশ দিতে হবে। তিনি জানান, তারা অনশন থেকে সরে আসলেও রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে