নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর বাতিল, পুলিশের ঘুষ বাণিজ্য, হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন ট্রাকমালিক-শ্রমিকেরা। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে সারা দেশে সড়কপথে কার্যত বন্ধ থাকবে পণ্য পরিবহন, যা চলবে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত।
গত শনিবার এই কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন।
এ বিষয়ে বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে আমাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এই সময়ের মধ্যে ট্রাক-কাভার্ড ভ্যান, পিকআপসহ ছোট-বড় যত পণ্য পরিবহনের বাহন আছে, সব বন্ধ থাকবে।’
পণ্য পরিবহনের ক্ষেত্রে ট্রাকমালিক-শ্রমিকেরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উল্লেখ করে আবুল কাশেম আরও বলেন, `আন্দোলন হলেও পণ্য পরিবহনে কখনো ট্রাক বন্ধ থাকেনি। কিন্তু সরকার আমাদের সঙ্গে কথাবার্তা না বলে ট্রাকমালিকদের আয়কর বাড়িয়েছে। এ ছাড়া বিআরটিএ লাইসেন্স দেয় না। কিন্তু যেখানে-সেখানে পুলিশ গাড়ি ধরে মামলা দেয় ও হয়রানি করে। আমরা এসবের অবসান চাই।’
ট্রাকমালিক-শ্রমিকদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোটরযান মালিকদের ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর প্রত্যাহার, ভারী মোটরযান চালকদের সহজ শর্তে এবং সরকারি ফির বিনিময়ে লাইসেন্স দেওয়া, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানিমূলক ফিটনেস ও পরীক্ষাপদ্ধতি বাতিল এবং সব শ্রেণির মোটরযানে নিয়োজিত শ্রমিকদের রাষ্ট্রীয় রেশন সুবিধার আওতায় আনা।
এ ছাড়া সব বন্দরে থাকা ট্রান্সপোর্ট এজেন্সির মনোনীত প্রতিনিধি এবং চালক ও সহকারীকে বন্দরে প্রবেশের সুবিধার্থে বার্ষিক নবায়নযোগ্য বায়োমেট্রিক স্মার্টকার্ড দেওয়াসহ নানা দাবি জানিয়েছেন ট্রাকমালিক-শ্রমিকেরা।
মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর বাতিল, পুলিশের ঘুষ বাণিজ্য, হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে তিন দিনের কর্মবিরতি শুরু করেছেন ট্রাকমালিক-শ্রমিকেরা। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে সারা দেশে সড়কপথে কার্যত বন্ধ থাকবে পণ্য পরিবহন, যা চলবে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত।
গত শনিবার এই কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন।
এ বিষয়ে বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে আমাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এই সময়ের মধ্যে ট্রাক-কাভার্ড ভ্যান, পিকআপসহ ছোট-বড় যত পণ্য পরিবহনের বাহন আছে, সব বন্ধ থাকবে।’
পণ্য পরিবহনের ক্ষেত্রে ট্রাকমালিক-শ্রমিকেরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উল্লেখ করে আবুল কাশেম আরও বলেন, `আন্দোলন হলেও পণ্য পরিবহনে কখনো ট্রাক বন্ধ থাকেনি। কিন্তু সরকার আমাদের সঙ্গে কথাবার্তা না বলে ট্রাকমালিকদের আয়কর বাড়িয়েছে। এ ছাড়া বিআরটিএ লাইসেন্স দেয় না। কিন্তু যেখানে-সেখানে পুলিশ গাড়ি ধরে মামলা দেয় ও হয়রানি করে। আমরা এসবের অবসান চাই।’
ট্রাকমালিক-শ্রমিকদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোটরযান মালিকদের ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর প্রত্যাহার, ভারী মোটরযান চালকদের সহজ শর্তে এবং সরকারি ফির বিনিময়ে লাইসেন্স দেওয়া, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানিমূলক ফিটনেস ও পরীক্ষাপদ্ধতি বাতিল এবং সব শ্রেণির মোটরযানে নিয়োজিত শ্রমিকদের রাষ্ট্রীয় রেশন সুবিধার আওতায় আনা।
এ ছাড়া সব বন্দরে থাকা ট্রান্সপোর্ট এজেন্সির মনোনীত প্রতিনিধি এবং চালক ও সহকারীকে বন্দরে প্রবেশের সুবিধার্থে বার্ষিক নবায়নযোগ্য বায়োমেট্রিক স্মার্টকার্ড দেওয়াসহ নানা দাবি জানিয়েছেন ট্রাকমালিক-শ্রমিকেরা।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে