বাসস, ঢাকা
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে বর্ষপূর্তি উদ্যাপন-সংক্রান্ত একটি প্রস্তুতিমূলক সভাও হয়েছে। সেখানে একাধিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে গ্রাফিতি বই ও পোস্টার প্রদর্শনী, চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বর্ষপূর্তির মূল আয়োজনের অংশ হিসেবে রাজধানীর তথ্য ভবনে আগস্ট মাসের প্রথম সপ্তাহে গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
গৃহীত কর্মসূচির আওতায় আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় দৈনিক ও সাময়িকীতে গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হবে। একই সঙ্গে দেশব্যাপী বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন স্থাপন ও বিতরণের মাধ্যমে গণসচেতনতা তৈরি করা হবে।
তথ্য ভবনে আয়োজন করা হবে এক প্রকাশনা উৎসব, যেখানে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক গ্রন্থসমূহ প্রদর্শিত হবে। বর্ষপূর্তির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো, যা আগামী ৫ জুলাই বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জেলা তথ্য অফিসসমূহের মাধ্যমে চলচ্চিত্রটি সারা দেশে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণ-অভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্রও ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা।
তথ্য ভবন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে অভ্যুত্থানবিষয়ক আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর।
গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া সাংবাদিকদের পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার প্রদান করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বর্ষপূর্তি কর্মসূচির অংশ হিসেবে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আন্তর্জাতিক পরিসরে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরবে।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে বর্ষপূর্তি উদ্যাপন-সংক্রান্ত একটি প্রস্তুতিমূলক সভাও হয়েছে। সেখানে একাধিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে গ্রাফিতি বই ও পোস্টার প্রদর্শনী, চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বর্ষপূর্তির মূল আয়োজনের অংশ হিসেবে রাজধানীর তথ্য ভবনে আগস্ট মাসের প্রথম সপ্তাহে গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
গৃহীত কর্মসূচির আওতায় আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় দৈনিক ও সাময়িকীতে গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হবে। একই সঙ্গে দেশব্যাপী বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুন স্থাপন ও বিতরণের মাধ্যমে গণসচেতনতা তৈরি করা হবে।
তথ্য ভবনে আয়োজন করা হবে এক প্রকাশনা উৎসব, যেখানে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক গ্রন্থসমূহ প্রদর্শিত হবে। বর্ষপূর্তির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো, যা আগামী ৫ জুলাই বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জেলা তথ্য অফিসসমূহের মাধ্যমে চলচ্চিত্রটি সারা দেশে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণ-অভ্যুত্থান বিষয়ক প্রামাণ্যচিত্রও ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা।
তথ্য ভবন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে অভ্যুত্থানবিষয়ক আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর।
গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া সাংবাদিকদের পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার প্রদান করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বর্ষপূর্তি কর্মসূচির অংশ হিসেবে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আন্তর্জাতিক পরিসরে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরবে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৭ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে