তুরস্কে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে তুরস্কের পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন।
দুর্ঘটনাকবলিত বাসটিতে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের অভিবাসন প্রত্যাশীরা ছিলেন। বাসটিতে কতজন বাংলাদেশি ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় দু’টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশের মুরাদিয়ে জেলার কাছে তুর্কি-ইরান সীমান্তের কাছে ভোরে এই দুর্ঘটনা ঘটে। রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটি গভীর খাদে পড়ে যায় এবং এরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে দুর্ঘটনাকবলিত বাসের মালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
তুরস্কের দুর্যোগ ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে তুর্কি দৈনিক হুররিয়েত জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দমকল বাহিনী, আধা সামরিক বাহিনী এবং মেডিকেল টিম পাঠানো হয়েছে। খাদে পড়ে যাওয়ার পর মিনিবাসটিতে আগুন ধরে যায়। দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
মুরাদিয়ে জেলা গভর্নর ও ডেপুটি মেয়র এরকান সাভার, প্রাদেশিক আধা সামরিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইউকসেল ইগিত এবং জেলা কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এভরেন কাপ্তান ঘটনাস্থল গেছেন।
উল্লেখ্য, এশিয়া থেকে অবৈধপথে ইউরোপের দেশগুলোতে প্রবেশের ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীদের পছন্দের রুট তুরস্ক। অভিবাসনপ্রত্যাশীরা ইরান সীমান্ত দিয়ে তুরস্কে প্রবেশ করেন এবং সেখান থেকে আরও পশ্চিমে ইস্তাম্বুল ও আঙ্কারার মতো শহরগুলোর মাধ্যমে ইউরোপে প্রবেশের চেষ্টা করে থাকে।
তুরস্কে এভাবে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই ধরা পড়েন এশিয়ার অভিবাসন প্রত্যাশীরা। গত কয়েক বছরে এমন কয়েক হাজার বাংলাদেশি আটক হয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে ইরান, লেবানন এবং জর্ডানে বৈধভাবে কর্মরত বাংলাদেশিদের অনেকেও ইউরোপে অনুপ্রবেশের আশায় তুরস্কে যান। এর আগে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত সতর্ক করে বলেছিলেন, অভিবাসন প্রত্যাশীদের অনেকে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় মারা গেছেন। অনেকে তুরস্কে মানব পাচারকারী দলের হাতে পড়ে সর্বস্ব খুইয়েছেন।
অথচ তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান অভিবাসন চুক্তির আওতায় ইউরোপে পাড়ি জমানো প্রায় অসম্ভব। বাংলাদেশি নাগরিকেরা তুরস্কে বিভিন্ন সংঘবদ্ধ দলের খপ্পরে পড়ে অর্থের লোভে বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে জড়িত হচ্ছেন বলেও বছর তিনেক আগে অভিযোগ উঠেছিল।
তুরস্কে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে তুরস্কের পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন।
দুর্ঘটনাকবলিত বাসটিতে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের অভিবাসন প্রত্যাশীরা ছিলেন। বাসটিতে কতজন বাংলাদেশি ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় দু’টি সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশের মুরাদিয়ে জেলার কাছে তুর্কি-ইরান সীমান্তের কাছে ভোরে এই দুর্ঘটনা ঘটে। রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটি গভীর খাদে পড়ে যায় এবং এরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে দুর্ঘটনাকবলিত বাসের মালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
তুরস্কের দুর্যোগ ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে তুর্কি দৈনিক হুররিয়েত জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দমকল বাহিনী, আধা সামরিক বাহিনী এবং মেডিকেল টিম পাঠানো হয়েছে। খাদে পড়ে যাওয়ার পর মিনিবাসটিতে আগুন ধরে যায়। দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
মুরাদিয়ে জেলা গভর্নর ও ডেপুটি মেয়র এরকান সাভার, প্রাদেশিক আধা সামরিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইউকসেল ইগিত এবং জেলা কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এভরেন কাপ্তান ঘটনাস্থল গেছেন।
উল্লেখ্য, এশিয়া থেকে অবৈধপথে ইউরোপের দেশগুলোতে প্রবেশের ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীদের পছন্দের রুট তুরস্ক। অভিবাসনপ্রত্যাশীরা ইরান সীমান্ত দিয়ে তুরস্কে প্রবেশ করেন এবং সেখান থেকে আরও পশ্চিমে ইস্তাম্বুল ও আঙ্কারার মতো শহরগুলোর মাধ্যমে ইউরোপে প্রবেশের চেষ্টা করে থাকে।
তুরস্কে এভাবে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই ধরা পড়েন এশিয়ার অভিবাসন প্রত্যাশীরা। গত কয়েক বছরে এমন কয়েক হাজার বাংলাদেশি আটক হয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে ইরান, লেবানন এবং জর্ডানে বৈধভাবে কর্মরত বাংলাদেশিদের অনেকেও ইউরোপে অনুপ্রবেশের আশায় তুরস্কে যান। এর আগে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত সতর্ক করে বলেছিলেন, অভিবাসন প্রত্যাশীদের অনেকে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় মারা গেছেন। অনেকে তুরস্কে মানব পাচারকারী দলের হাতে পড়ে সর্বস্ব খুইয়েছেন।
অথচ তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান অভিবাসন চুক্তির আওতায় ইউরোপে পাড়ি জমানো প্রায় অসম্ভব। বাংলাদেশি নাগরিকেরা তুরস্কে বিভিন্ন সংঘবদ্ধ দলের খপ্পরে পড়ে অর্থের লোভে বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে জড়িত হচ্ছেন বলেও বছর তিনেক আগে অভিযোগ উঠেছিল।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫