নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বন্যা ও বৃষ্টিতে দেশের ২১ জেলায় ৭২ হাজার ৭৬ হেক্টর জমির ফসলি তলিয়ে গেছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের উপকুলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী ভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে মাঠে থাকা আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান, তরমুজ ইত্যাদি ফসল পানিতে তলিয়ে গেছে।
মাঠতথ্য দিয়ে মন্ত্রনালয় বলছে, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মনবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালোকাঠি, পটুয়াখালি, বরগুনা, ভোলা, শরীয়তপুর মোট ২১ (একুশ) টি জেলার ৭২,০৭৬ (বাহাত্তর হাজার ছিয়াত্তর) হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।
এর মধ্যে আউশ ৪৪,৬৬২ হেক্টর, আমন বীজতলা ১৪,৩৯৩ (চোদ্দ হাজার তিনশত তিরানব্বই) হেক্টর, পাট ১৩৫ (একশত পঁয়ত্রিশ) হেক্টর, শাকসবজি ৯,৬৭৩ (নয় হাজার ছয়শত তেহাত্তর) হেক্টর, কলা ১১৪ (একশত চোদ্দ) হেক্টর, পেঁপে ২৯৩ (দুইশত তিরানব্বই) হেক্টর, পান ৩৮৭ (তিনশত সাতাশি) হেক্টর, বোনা আমন আবাদ ২৯৭ (দুইশত সাতানব্বই) হেক্টর, মরিচ ১০৪ (একশত চার) হেক্টর, পেপে ২৯৩ (দুইশত তিরানব্বই) হেক্টর, গ্রীষ্মকালীন তরমুজ ২৮১ (দুইশত একাশি) হেক্টরসহ মোট ৭২,০৭৬ (বাহাত্তর হাজার ছিয়াত্তর) হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।
কুমিল্লা জেলার ১১,৫৯০ (এগারো হাজার পাঁচশত নব্বই) হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ, আখ) পানিতে নিমজ্জিত হয়েছে।
নোয়াখালী জেলার ৭,৮০৬ (সাত হাজার আটশত ছয়) হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ, তরমুজ) পানিতে নিমজ্জিত হয়েছে।
ফেনী জেলার ১,৬৫৫ (এক হাজার ছয়শত পঞ্চান্ন) হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ) পানিতে নিমজ্জিত হয়েছে।
তবে বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় ফসলসমূহের নিমজ্জিত থাকার হার ক্রমান্বয়ে কমে যাচ্ছে।
বন্যা ও বৃষ্টিতে দেশের ২১ জেলায় ৭২ হাজার ৭৬ হেক্টর জমির ফসলি তলিয়ে গেছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের উপকুলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী ভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে মাঠে থাকা আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান, তরমুজ ইত্যাদি ফসল পানিতে তলিয়ে গেছে।
মাঠতথ্য দিয়ে মন্ত্রনালয় বলছে, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মনবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালোকাঠি, পটুয়াখালি, বরগুনা, ভোলা, শরীয়তপুর মোট ২১ (একুশ) টি জেলার ৭২,০৭৬ (বাহাত্তর হাজার ছিয়াত্তর) হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।
এর মধ্যে আউশ ৪৪,৬৬২ হেক্টর, আমন বীজতলা ১৪,৩৯৩ (চোদ্দ হাজার তিনশত তিরানব্বই) হেক্টর, পাট ১৩৫ (একশত পঁয়ত্রিশ) হেক্টর, শাকসবজি ৯,৬৭৩ (নয় হাজার ছয়শত তেহাত্তর) হেক্টর, কলা ১১৪ (একশত চোদ্দ) হেক্টর, পেঁপে ২৯৩ (দুইশত তিরানব্বই) হেক্টর, পান ৩৮৭ (তিনশত সাতাশি) হেক্টর, বোনা আমন আবাদ ২৯৭ (দুইশত সাতানব্বই) হেক্টর, মরিচ ১০৪ (একশত চার) হেক্টর, পেপে ২৯৩ (দুইশত তিরানব্বই) হেক্টর, গ্রীষ্মকালীন তরমুজ ২৮১ (দুইশত একাশি) হেক্টরসহ মোট ৭২,০৭৬ (বাহাত্তর হাজার ছিয়াত্তর) হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।
কুমিল্লা জেলার ১১,৫৯০ (এগারো হাজার পাঁচশত নব্বই) হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ, আখ) পানিতে নিমজ্জিত হয়েছে।
নোয়াখালী জেলার ৭,৮০৬ (সাত হাজার আটশত ছয়) হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ, তরমুজ) পানিতে নিমজ্জিত হয়েছে।
ফেনী জেলার ১,৬৫৫ (এক হাজার ছয়শত পঞ্চান্ন) হেক্টর জমির বিভিন্ন ফসল (আউশ, আমন, শাকসবজি, মরিচ) পানিতে নিমজ্জিত হয়েছে।
তবে বৃষ্টিপাত হ্রাস পাওয়ায় ফসলসমূহের নিমজ্জিত থাকার হার ক্রমান্বয়ে কমে যাচ্ছে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৭ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে