নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি। আর দেশে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এসে দাঁড়িয়েছে ২০ লাখে। সেই সঙ্গে ৫২ হাজার ওয়েবসাইট ও ৮ হাজার ২০০-এরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সিটি করপোরেশন ডিজিটাল সেন্টার এবং মাই অ্যাপ সার্ভিসসহ দেড় হাজার সেবা দিয়ে যাচ্ছে আইসিটি মন্ত্রণালয়। প্রতি মাসে এ ধরনের সেবা পায় ১ কোটিরও অধিক মানুষ।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিল সেন্টারে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১-এর কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি। আমাদের ডিজিটাল সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ মানুষ এই সেবার মাধ্যমে উপকৃত হচ্ছে। করোনাকালে আমরা দেখেছি, একজন করোনা রোগী থেকে শুরু করে গ্রামের একজন গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের টেলিমেডিসিন সেবা কাজ করে যাচ্ছে। এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলের লোকজন গ্রামে বসে ডিজিটাল সেবার মাধ্যমে সব রকম সেবা খুব সহজে গ্রহণ করতে পারছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ডিজিটাল সেবার মাধ্যমে নারী নির্যাতন, যৌন হয়রানি, দুর্নীতির খবর এবং নদী বা সমুদ্রে আটকে যাওয়ার মতো দুর্ঘটনার কবল থেকে বাঁচাতে ডিজিটাল সেবা কাজ করে যাচ্ছে। আমরা এই ডিজিটাল সেবার মাধ্যমে গত চার বছরে ৫ কোটি মানুষ ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশের সেবা পেয়েছে। করোনার গত ২০ মাসে ভার্চুয়াল কোর্টে দেড় লাখ মামলার শুনানি হয়েছে এবং গত কোরবানি ঈদে ডিজিটাল সেবার মাধ্যমে ৩ লাখ ৮৭ হাজার কোরবানির গরু বিক্রি হয়েছে।
উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সব জনগণ, এ প্রতিপাদ্য নিয়ে আগামী রোববার জেলা-উপজেলা এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে উদ্যাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি। আর দেশে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান এসে দাঁড়িয়েছে ২০ লাখে। সেই সঙ্গে ৫২ হাজার ওয়েবসাইট ও ৮ হাজার ২০০-এরও বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সিটি করপোরেশন ডিজিটাল সেন্টার এবং মাই অ্যাপ সার্ভিসসহ দেড় হাজার সেবা দিয়ে যাচ্ছে আইসিটি মন্ত্রণালয়। প্রতি মাসে এ ধরনের সেবা পায় ১ কোটিরও অধিক মানুষ।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিল সেন্টারে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১-এর কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি। আমাদের ডিজিটাল সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ মানুষ এই সেবার মাধ্যমে উপকৃত হচ্ছে। করোনাকালে আমরা দেখেছি, একজন করোনা রোগী থেকে শুরু করে গ্রামের একজন গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের টেলিমেডিসিন সেবা কাজ করে যাচ্ছে। এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলের লোকজন গ্রামে বসে ডিজিটাল সেবার মাধ্যমে সব রকম সেবা খুব সহজে গ্রহণ করতে পারছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ডিজিটাল সেবার মাধ্যমে নারী নির্যাতন, যৌন হয়রানি, দুর্নীতির খবর এবং নদী বা সমুদ্রে আটকে যাওয়ার মতো দুর্ঘটনার কবল থেকে বাঁচাতে ডিজিটাল সেবা কাজ করে যাচ্ছে। আমরা এই ডিজিটাল সেবার মাধ্যমে গত চার বছরে ৫ কোটি মানুষ ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশের সেবা পেয়েছে। করোনার গত ২০ মাসে ভার্চুয়াল কোর্টে দেড় লাখ মামলার শুনানি হয়েছে এবং গত কোরবানি ঈদে ডিজিটাল সেবার মাধ্যমে ৩ লাখ ৮৭ হাজার কোরবানির গরু বিক্রি হয়েছে।
উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সব জনগণ, এ প্রতিপাদ্য নিয়ে আগামী রোববার জেলা-উপজেলা এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে উদ্যাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫