নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে নিশ্চয় মনে আছে ফুটবলপ্রেমীদের। ‘বাজপাখি’র মতো ডানা মেলে একের পর এক গোল ঠেকিয়েছেন। সেই মার্তিনেজ এসেছেন বাংলাদেশে। খুব অল্প সময়ের জন্য এলেও দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আজ সোমবার দুপুরের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আর্জেন্টাইন এই তারকা। সেখানে তাঁকে সোনালি রঙের একটি নৌকার রেপ্লিকা উপহার দেন শেখ হাসিনা। আর্জেন্টাইন ফুটবলার শেখ হাসিনাকে আর্জেন্টিনা দলের জার্সি উপহার দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি সাংবাদিকদের বলেন, আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ে দেশটির এই তারকা ফুটবলারের অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সফলতা কামনা করি।’
বাংলাদেশের ফুটবল জনপ্রিয়তার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ফুটবল সারা বিশ্বে জনপ্রিয়। বাংলাদেশিরাও ফুটবলপাগল।
এ সময় ফুটবলসহ খেলাধুলার সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা ও দাদা ফুটবল প্রেমিক ছিলেন।’
ফুটবলসহ অন্যান্য খেলাধুলার প্রসারে উপজেলা পর্যায় পর্যন্ত মিনি স্টেডিয়াম নির্মাণসহ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা।
এ সময় এমিলিয়ানো মার্তিনেজ শেখ হাসিনাকে বলেন, ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, বিশেষ করে বিপুলসংখ্যক আর্জেন্টাইন ফুটবল ভক্ত আছে জেনে তিনি আনন্দিত। বাংলাদেশ সফরে এসেও তিনি খুশি।
প্রসঙ্গত, বিভিন্ন সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিলের সমর্থক।
এর আগে আজ ভোর ৫টায় ঢাকায় এসে পৌঁছান মার্তিনেজ। ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতা সফর করবেন মার্তিনেজ। পাশেই বাংলাদেশের অবস্থান হওয়ায় নিজে থেকেই ঢাকায় আসার আগ্রহ দেখান আর্জেন্টাইন গোলরক্ষক। সেই সূত্রে কলকাতায় যাওয়ার আগে ১১ ঘণ্টার জন্য ঢাকায় এসেছেন মার্তিনেজ।
হোটেল ওয়েস্টিনে বিশ্রাম শেষে সকাল ৯টার দিকে চলে আসেন বাড্ডার প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সট, নেক্সট ভেঞ্চারের কার্যালয়ে। মার্তিনেজের ঢাকা সফরের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। সেখানে তিনি ছিলেন ঘণ্টাখানেকের মতো। সেখানে মার্তিনেজের সঙ্গে দেখা করেন বাংলাদেশের ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা।
নেক্সট ভেঞ্চারসের কার্যালয়ে কন্যা হুমায়রা আর পুত্র সায়েলকে সঙ্গে নিয়ে মার্তিনেজের সঙ্গে দেখা করেন মাশরাফি। তিনি বাচ্চাদের নিয়ে মার্তিনেজের সঙ্গে ছবি তুলেছেন, আর্জেন্টাইন তারকাকে উপহার হিসেবে দিয়েছেন নিজের পরা বাংলাদেশ দলের একটা জার্সিও।
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে নিশ্চয় মনে আছে ফুটবলপ্রেমীদের। ‘বাজপাখি’র মতো ডানা মেলে একের পর এক গোল ঠেকিয়েছেন। সেই মার্তিনেজ এসেছেন বাংলাদেশে। খুব অল্প সময়ের জন্য এলেও দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আজ সোমবার দুপুরের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আর্জেন্টাইন এই তারকা। সেখানে তাঁকে সোনালি রঙের একটি নৌকার রেপ্লিকা উপহার দেন শেখ হাসিনা। আর্জেন্টাইন ফুটবলার শেখ হাসিনাকে আর্জেন্টিনা দলের জার্সি উপহার দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি সাংবাদিকদের বলেন, আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ে দেশটির এই তারকা ফুটবলারের অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সফলতা কামনা করি।’
বাংলাদেশের ফুটবল জনপ্রিয়তার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ফুটবল সারা বিশ্বে জনপ্রিয়। বাংলাদেশিরাও ফুটবলপাগল।
এ সময় ফুটবলসহ খেলাধুলার সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা ও দাদা ফুটবল প্রেমিক ছিলেন।’
ফুটবলসহ অন্যান্য খেলাধুলার প্রসারে উপজেলা পর্যায় পর্যন্ত মিনি স্টেডিয়াম নির্মাণসহ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা।
এ সময় এমিলিয়ানো মার্তিনেজ শেখ হাসিনাকে বলেন, ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা, বিশেষ করে বিপুলসংখ্যক আর্জেন্টাইন ফুটবল ভক্ত আছে জেনে তিনি আনন্দিত। বাংলাদেশ সফরে এসেও তিনি খুশি।
প্রসঙ্গত, বিভিন্ন সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিলের সমর্থক।
এর আগে আজ ভোর ৫টায় ঢাকায় এসে পৌঁছান মার্তিনেজ। ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতা সফর করবেন মার্তিনেজ। পাশেই বাংলাদেশের অবস্থান হওয়ায় নিজে থেকেই ঢাকায় আসার আগ্রহ দেখান আর্জেন্টাইন গোলরক্ষক। সেই সূত্রে কলকাতায় যাওয়ার আগে ১১ ঘণ্টার জন্য ঢাকায় এসেছেন মার্তিনেজ।
হোটেল ওয়েস্টিনে বিশ্রাম শেষে সকাল ৯টার দিকে চলে আসেন বাড্ডার প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সট, নেক্সট ভেঞ্চারের কার্যালয়ে। মার্তিনেজের ঢাকা সফরের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। সেখানে তিনি ছিলেন ঘণ্টাখানেকের মতো। সেখানে মার্তিনেজের সঙ্গে দেখা করেন বাংলাদেশের ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা।
নেক্সট ভেঞ্চারসের কার্যালয়ে কন্যা হুমায়রা আর পুত্র সায়েলকে সঙ্গে নিয়ে মার্তিনেজের সঙ্গে দেখা করেন মাশরাফি। তিনি বাচ্চাদের নিয়ে মার্তিনেজের সঙ্গে ছবি তুলেছেন, আর্জেন্টাইন তারকাকে উপহার হিসেবে দিয়েছেন নিজের পরা বাংলাদেশ দলের একটা জার্সিও।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে