বাসস, ঢাকা
ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপন করেছে।’ আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানকার সময় অনুযায়ী গতকাল অনুষ্ঠিত এ অনুষ্ঠানের দুই পর্বে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবের পরিচালনায় এবং ‘ধৃতি নৃর্তনালয়ের পরিবেশনায় দু’টি নৃত্যালেখ্য উপস্থাপন করা হয়। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত ও কবিতার ওপর ভিত্তি করে ‘ঋতু রঙ্গ’ এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত ও কবিতার আলোকে ‘জাগো জ্যোতির্ময়’-দু’টি নৃত্যালেখ্য ভার্চুয়ালি পরিবেশিত হয়।
এ সময় রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ সূচনা বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা সাহিত্যের ক্ষণজন্মা দুই দিকপাল-রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। এ ছাড়া, রাষ্ট্রদূত সালেহ্ বিদেশি দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, জীবন ও দর্শনের নানা দিকের কাব্যিক বর্ণনা ইংরেজিতে তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশি-বিদেশি দর্শক-শ্রোতাদের কাছে রবীন্দ্রনাথ ও নজরুলকে নতুনভাবে উপস্থাপনের দূতাবাসের প্রয়াসটি একান্তভাবে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ ও বর্ণিল সাহিত্য-সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।
কোভিড-১৯ সংক্রান্ত স্থানীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে রবীন্দ্র-নজরুল জয়ন্তীর অনুষ্ঠানটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দূতাবাসের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হয়।
ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপন করেছে।’ আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানকার সময় অনুযায়ী গতকাল অনুষ্ঠিত এ অনুষ্ঠানের দুই পর্বে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবের পরিচালনায় এবং ‘ধৃতি নৃর্তনালয়ের পরিবেশনায় দু’টি নৃত্যালেখ্য উপস্থাপন করা হয়। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত ও কবিতার ওপর ভিত্তি করে ‘ঋতু রঙ্গ’ এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত ও কবিতার আলোকে ‘জাগো জ্যোতির্ময়’-দু’টি নৃত্যালেখ্য ভার্চুয়ালি পরিবেশিত হয়।
এ সময় রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ সূচনা বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা সাহিত্যের ক্ষণজন্মা দুই দিকপাল-রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। এ ছাড়া, রাষ্ট্রদূত সালেহ্ বিদেশি দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, জীবন ও দর্শনের নানা দিকের কাব্যিক বর্ণনা ইংরেজিতে তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশি-বিদেশি দর্শক-শ্রোতাদের কাছে রবীন্দ্রনাথ ও নজরুলকে নতুনভাবে উপস্থাপনের দূতাবাসের প্রয়াসটি একান্তভাবে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ ও বর্ণিল সাহিত্য-সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।
কোভিড-১৯ সংক্রান্ত স্থানীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে রবীন্দ্র-নজরুল জয়ন্তীর অনুষ্ঠানটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দূতাবাসের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হয়।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
২৩ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২৩ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২৩ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২৩ দিন আগে