নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের বিভিন্ন জেলায় গত মার্চ মাসে ১৮টি ঘটনায় ৩৪ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা, আইনি হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
মার্চ মাসের মানবাধিকার প্রতিবেদনে এ কথা জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাটি। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নিজস্ব অনুসন্ধানের ওপর ভিত্তি করে প্রতি মাসে মানবাধিকার প্রতিবেদন তৈরি করে প্রতিষ্ঠানটি। আজ সোমবার এমএসএফ এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাসে ১৮টি ঘটনায় ৩৪ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা, আইনি হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ২৪ জন সাংবাদিক তাঁদের পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ও হামলার শিকার হয়েছেন। লাঞ্ছিত ও হুমকির শিকার হয়েছেন ৩ জন এবং আইনি হয়রানির শিকার হয়েছেন ৫ জন সাংবাদিক।
এমএসএফ বলছে, ‘মার্চ মাসে সাংবাদিকতার বেশ কিছু ক্ষেত্রে সাংবাদিকদের যেভাবে শারীরিক মানসিক এবং আইনি হয়রানি, আক্রমণ, হুমকি ও লাঞ্ছিত করা হচ্ছে তা শুধুমাত্র অনাকাঙ্ক্ষিত নয় বরং সৎ সাংবাদিকতার কণ্ঠরোধ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা ব্যক্ত করেছেন। এ মাসেও সাংবাদিকতার চিত্র উদ্বেগজনক।’
এমএসএফের তথ্য অনুযায়ী, এ মাসে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় ৯টি মামলা হয়েছে। গত মাসে মামলার সংখ্যা ছিল ৪ টি। এ মাসে দায়েরকৃত কোটা আন্দোলনে মোট মামলায় আসামির তালিকায় সুনির্দিষ্টভাবে নাম রয়েছে প্রায় ১ হাজার ৯১৪ জনের। সেইসঙ্গে ‘অজ্ঞাতনামা’ আসামির সংখ্যা কমপক্ষে ১ হাজার ৮৪০ জন। মামলাগুলোর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকারের পতন সংক্রান্ত বিভিন্ন মামলা এবং বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৪০৪ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। যার মধ্যে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায়।
এমএসএফের সংগৃহীত তথ্য অনুযায়ী—মার্চ মাসে সাইবার নিরাপত্তা আইনে ২টি মামলা হয়েছে, ২ জনকে আসামি এবং ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মাসে কারা হেফাজতে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। গত মাসে এর সংখ্যা ছিল একজন নারীসহ মোট ১৪ জন। এ মাসে ৪ জন কয়েদি ও ২ জন হাজতির মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এ মাসে বিভিন্ন পর্যায়ে সংখ্যালঘু নির্যাতনের ৮টি ঘটনা ঘটেছে। এ মাসে সীমান্তে হত্যার ঘটনা ঘটেছে ৩টি। মার্চে ৪২৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে। যা গত মাসের তুলনায় ১৩৩টি বেশি। এ মাসে ধর্ষণের ঘটনা ১৩২টি, সংঘবদ্ধ ধর্ষণ ২৫টি, ধর্ষণ ও হত্যা ৩টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১৩ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।
দেশের বিভিন্ন জেলায় গত মার্চ মাসে ১৮টি ঘটনায় ৩৪ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা, আইনি হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
মার্চ মাসের মানবাধিকার প্রতিবেদনে এ কথা জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাটি। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নিজস্ব অনুসন্ধানের ওপর ভিত্তি করে প্রতি মাসে মানবাধিকার প্রতিবেদন তৈরি করে প্রতিষ্ঠানটি। আজ সোমবার এমএসএফ এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাসে ১৮টি ঘটনায় ৩৪ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা, আইনি হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ২৪ জন সাংবাদিক তাঁদের পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ও হামলার শিকার হয়েছেন। লাঞ্ছিত ও হুমকির শিকার হয়েছেন ৩ জন এবং আইনি হয়রানির শিকার হয়েছেন ৫ জন সাংবাদিক।
এমএসএফ বলছে, ‘মার্চ মাসে সাংবাদিকতার বেশ কিছু ক্ষেত্রে সাংবাদিকদের যেভাবে শারীরিক মানসিক এবং আইনি হয়রানি, আক্রমণ, হুমকি ও লাঞ্ছিত করা হচ্ছে তা শুধুমাত্র অনাকাঙ্ক্ষিত নয় বরং সৎ সাংবাদিকতার কণ্ঠরোধ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা ব্যক্ত করেছেন। এ মাসেও সাংবাদিকতার চিত্র উদ্বেগজনক।’
এমএসএফের তথ্য অনুযায়ী, এ মাসে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় ৯টি মামলা হয়েছে। গত মাসে মামলার সংখ্যা ছিল ৪ টি। এ মাসে দায়েরকৃত কোটা আন্দোলনে মোট মামলায় আসামির তালিকায় সুনির্দিষ্টভাবে নাম রয়েছে প্রায় ১ হাজার ৯১৪ জনের। সেইসঙ্গে ‘অজ্ঞাতনামা’ আসামির সংখ্যা কমপক্ষে ১ হাজার ৮৪০ জন। মামলাগুলোর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকারের পতন সংক্রান্ত বিভিন্ন মামলা এবং বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৪০৪ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। যার মধ্যে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায়।
এমএসএফের সংগৃহীত তথ্য অনুযায়ী—মার্চ মাসে সাইবার নিরাপত্তা আইনে ২টি মামলা হয়েছে, ২ জনকে আসামি এবং ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মাসে কারা হেফাজতে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। গত মাসে এর সংখ্যা ছিল একজন নারীসহ মোট ১৪ জন। এ মাসে ৪ জন কয়েদি ও ২ জন হাজতির মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এ মাসে বিভিন্ন পর্যায়ে সংখ্যালঘু নির্যাতনের ৮টি ঘটনা ঘটেছে। এ মাসে সীমান্তে হত্যার ঘটনা ঘটেছে ৩টি। মার্চে ৪২৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে। যা গত মাসের তুলনায় ১৩৩টি বেশি। এ মাসে ধর্ষণের ঘটনা ১৩২টি, সংঘবদ্ধ ধর্ষণ ২৫টি, ধর্ষণ ও হত্যা ৩টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১৩ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৯ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৯ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৯ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৯ দিন আগে