Ajker Patrika

ফের হাসপাতালে খালেদা জিয়া 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯: ২৯
ফের হাসপাতালে খালেদা জিয়া 

ফের হাসপাতালে খালেদা জিয়াবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন খালেদা। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে কি-না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর প্রায় সারা বছরই হাসপাতাল-বাড়ি করতে হয়েছে খালেদা জিয়াকে। শেষবার ৮১ দিন চিকিৎসা নিয়ে গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন খালেদা। বাসায় ফিরে গত ২৩ ফেব্রুয়ারি করোনার বুস্টার ডোজও নিয়েছেন। 

সবশেষ গত ১৩ নভেম্বর হাসপাতালে নেওয়া হয় ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসনকে। এর পর তাঁর লিভার সিরোসিস শনাক্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত