নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। এর ফলে চেয়ারম্যান হিসেবে জাপায় জি এম কাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জিয়াউল হক মৃধা লিভ টু আপিলটি করেছিলেন। ৫ মে আবেদনটি শুনানির জন্য উঠলে সময়ের আরজি জানানো হয়েছিল। পরে ১২ মে দিন ধার্য করা হয়।
জিয়াউল হক মৃধাকে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর দলের চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ওই বছরের ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন জিয়াউল হক।
এতে জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত।
প্রথম যুগ্ম জেলা জজ আদালতের আদেশ চ্যালেঞ্জ করে ঢাকার জেলা জজ আদালতে বিবিধ আপিল করেন জি এম কাদের। আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শেষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত তা সরাসরি খারিজ করে দেন। এরপর জি এম কাদের হাইকোর্টে ওই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন। তাতে গত বছর হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
এতে জি এম কাদেরের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে বাধা কাটে। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাপা থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা লিভ টু আপিল করেন।
জিয়াউল হক মৃধার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। জি এম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম ও মো. ওয়াজি উল্লাহ।
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। এর ফলে চেয়ারম্যান হিসেবে জাপায় জি এম কাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জিয়াউল হক মৃধা লিভ টু আপিলটি করেছিলেন। ৫ মে আবেদনটি শুনানির জন্য উঠলে সময়ের আরজি জানানো হয়েছিল। পরে ১২ মে দিন ধার্য করা হয়।
জিয়াউল হক মৃধাকে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর দলের চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ওই বছরের ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন জিয়াউল হক।
এতে জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত।
প্রথম যুগ্ম জেলা জজ আদালতের আদেশ চ্যালেঞ্জ করে ঢাকার জেলা জজ আদালতে বিবিধ আপিল করেন জি এম কাদের। আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শেষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালত তা সরাসরি খারিজ করে দেন। এরপর জি এম কাদের হাইকোর্টে ওই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন। তাতে গত বছর হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
এতে জি এম কাদেরের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে বাধা কাটে। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাপা থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা লিভ টু আপিল করেন।
জিয়াউল হক মৃধার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। জি এম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম ও মো. ওয়াজি উল্লাহ।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫