ঠাকুরগাঁও প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে সীমান্তে হত্যা বন্ধে ভারত-মিয়ানমারের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি থানা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দ্রুত সীমান্তে হত্যা বন্ধ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তবে নৈতিক দল হিসেবেই শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে রাস্তা অবরোধ করে ভাঙচুর করলেই মামলা হবে। সহিংসতার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী বসে থাকবে না। কোনো ছাড়ও দেবে না।’
সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস আটকের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রয়াত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারকে আটক করা হয়েছে এবং জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে। পুলিশ যেখানে যাকে সন্দেহ করছে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমরা মনে করি তাঁর কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে।’
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নৌকার প্রার্থী পরাজিত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আর রংপুরে এরশাদ সাহেবের বাড়ি হওয়ায় সেখানে জাতীয় পার্টির অবস্থান শক্ত হওয়াটাই স্বাভাবিক।’
থানা উদ্বোধনের অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন—ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিইআইজি আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।
এর আগে মন্ত্রী ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচা গ্রামে অবস্থিত লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারির দ্বার উন্মোচন করেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লীর নদীর অববাহিকায় গড়ে উঠেছে ভুল্লী থানা। নতুন এই থানা নিয়ে এ জেলায় প্রশাসনিক থানার সংখ্যা দাঁড়াল সাতে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে সীমান্তে হত্যা বন্ধে ভারত-মিয়ানমারের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি থানা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দ্রুত সীমান্তে হত্যা বন্ধ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তবে নৈতিক দল হিসেবেই শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে রাস্তা অবরোধ করে ভাঙচুর করলেই মামলা হবে। সহিংসতার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী বসে থাকবে না। কোনো ছাড়ও দেবে না।’
সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস আটকের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রয়াত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারকে আটক করা হয়েছে এবং জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে। পুলিশ যেখানে যাকে সন্দেহ করছে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমরা মনে করি তাঁর কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে।’
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নৌকার প্রার্থী পরাজিত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আর রংপুরে এরশাদ সাহেবের বাড়ি হওয়ায় সেখানে জাতীয় পার্টির অবস্থান শক্ত হওয়াটাই স্বাভাবিক।’
থানা উদ্বোধনের অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন—ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিইআইজি আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।
এর আগে মন্ত্রী ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচা গ্রামে অবস্থিত লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারির দ্বার উন্মোচন করেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লীর নদীর অববাহিকায় গড়ে উঠেছে ভুল্লী থানা। নতুন এই থানা নিয়ে এ জেলায় প্রশাসনিক থানার সংখ্যা দাঁড়াল সাতে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫