নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যাদের গাফিলতি ছিল, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, কেউ রক্ষা পাবে না। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরেই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার (১০ মে) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রায় দায়িত্বে অবহেলার জন্য কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত এবং কয়েকজনকে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদনে যাদের দায়ী হিসেবে চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় সাংবাদিকরা জানতে চান, সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রার আগে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) কোনো নিষেধাজ্ঞা দিয়েছিল কি না। উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এসবির নিষেধাজ্ঞা পাঠানো হয়েছিল কি না, সে বিষয়ে অবগত নই। আপনারা বললেন, আমি খোঁজ নেব। তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
বিমানবন্দর পরিদর্শন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি ২০১১ সালের পর বিদেশ যাইনি। তাই সিস্টেমটা বুঝতে এসেছিলাম—ইমিগ্রেশন কীভাবে হয়, কী কী পরিবর্তন এসেছে। এখনকার ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক উন্নত।’
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর বাসভবনের এলাকাসহ বেশ কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। তারপরও সেসব এলাকায় সভা সমাবেশ করতে দেখা যাচ্ছে, জনদুর্ভোগ হচ্ছে, এখনো ওইসব এলাকায় ১৪৪ ধারা জারি আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘১৪৪ ধারা জারি করতে ওসি, ডিসি সবাই পারেন। ওই এলাকায় ১৪৪ ধারা জারি ছিল কি না আমি জানি না, এই মুহূর্তে আমি বলতে পারব না, তবে খোঁজ নিয়ে বলতে পারব।’
তিনি আরও বলেন, ‘যারা যমুনার সামনে সভা সমাবেশ করেছিল তাদের বলার পরে তারা অন্য জায়গায় চলে গেছে, তারপরও কিছুটা জনদুর্ভোগ হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যম ও নাগরিকদের সচেতন করতে পারে। যাতে কারও কোনো দাবি-দাওয়া থাকলে রাস্তা ছেড়ে অন্য কোথাও তাদের কর্মসূচি পালন করে সেই দাবি দাওয়ার কথা জানায়, তাতে জনদুর্ভোগ কম হবে। এ বিষয়ে সবার সচেতন হওয়া উচিত।’
ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে ভারতসহ বিভিন্ন দেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনার বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের ফিরে আনার জন্য আমরা ইন্টারপোল এর কাছে সহযোগিতা চেয়েছি, কিন্তু ইন্টারপোল তো আর আমার নিয়ন্ত্রণে নয় যে তারা আমার নির্দেশনা শুনবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাদের কিছু নিয়মকানুন রয়েছে, আইন রয়েছে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিবে। আমরা আমাদের চেষ্টা করেছি।’
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যাদের গাফিলতি ছিল, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, কেউ রক্ষা পাবে না। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরেই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার (১০ মে) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রায় দায়িত্বে অবহেলার জন্য কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত এবং কয়েকজনকে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদনে যাদের দায়ী হিসেবে চিহ্নিত করা হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় সাংবাদিকরা জানতে চান, সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রার আগে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) কোনো নিষেধাজ্ঞা দিয়েছিল কি না। উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এসবির নিষেধাজ্ঞা পাঠানো হয়েছিল কি না, সে বিষয়ে অবগত নই। আপনারা বললেন, আমি খোঁজ নেব। তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
বিমানবন্দর পরিদর্শন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি ২০১১ সালের পর বিদেশ যাইনি। তাই সিস্টেমটা বুঝতে এসেছিলাম—ইমিগ্রেশন কীভাবে হয়, কী কী পরিবর্তন এসেছে। এখনকার ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক উন্নত।’
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর বাসভবনের এলাকাসহ বেশ কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। তারপরও সেসব এলাকায় সভা সমাবেশ করতে দেখা যাচ্ছে, জনদুর্ভোগ হচ্ছে, এখনো ওইসব এলাকায় ১৪৪ ধারা জারি আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘১৪৪ ধারা জারি করতে ওসি, ডিসি সবাই পারেন। ওই এলাকায় ১৪৪ ধারা জারি ছিল কি না আমি জানি না, এই মুহূর্তে আমি বলতে পারব না, তবে খোঁজ নিয়ে বলতে পারব।’
তিনি আরও বলেন, ‘যারা যমুনার সামনে সভা সমাবেশ করেছিল তাদের বলার পরে তারা অন্য জায়গায় চলে গেছে, তারপরও কিছুটা জনদুর্ভোগ হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যম ও নাগরিকদের সচেতন করতে পারে। যাতে কারও কোনো দাবি-দাওয়া থাকলে রাস্তা ছেড়ে অন্য কোথাও তাদের কর্মসূচি পালন করে সেই দাবি দাওয়ার কথা জানায়, তাতে জনদুর্ভোগ কম হবে। এ বিষয়ে সবার সচেতন হওয়া উচিত।’
ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে ভারতসহ বিভিন্ন দেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনার বিষয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের ফিরে আনার জন্য আমরা ইন্টারপোল এর কাছে সহযোগিতা চেয়েছি, কিন্তু ইন্টারপোল তো আর আমার নিয়ন্ত্রণে নয় যে তারা আমার নির্দেশনা শুনবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাদের কিছু নিয়মকানুন রয়েছে, আইন রয়েছে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিবে। আমরা আমাদের চেষ্টা করেছি।’
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৮ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে