বরগুনা প্রতিনিধি
এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলোয় প্রায় ৪০০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালেই ভর্তি হয়েছে ৯৩ জন রোগী, যা জেলাটিতে গত কয়েক বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ তথ্যে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৫৩ জন। গতকাল কোনো চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়নি। বছরের শুরু থেকে এ পর্যন্ত মারা গেছে ৩৪ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯২, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৩৫, চট্টগ্রাম বিভাগে ৫৮, খুলনা বিভাগে ৮, রাজশাহী বিভাগে ৪৪ ও বরিশাল বিভাগে ১৫৭ জন রোগী ভর্তি হয়েছে। চলতি বছরের শুরু থেকে ২৪ জুন পর্যন্ত মোট ৭ হাজার ৪৩০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী।
এ বছর ডেঙ্গুর সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে বরিশাল বিভাগে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ভর্তি হয়েছে ৩ হাজার ৮৬৭ জন। চিকিৎসাধীন ৪৩২ জন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে। এ জেলায় এখন পর্যন্ত ভর্তি হয়েছে ২ হাজার ৩৪২ জন। এর মধ্যে ৬ জন বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অন্য তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বরগুনায় নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৮০, বেতাগী উপজেলায় ২, আমতলী উপজেলায় ১, বামনা উপজেলায় ৬ এবং পাথরঘাটা উপজেলায় ৪ জন।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘আজ জেলায় সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হয়েছে। এখনই এই অবস্থা, জানি না ডেঙ্গুর পিক সময়ে এটি মহামারিতে রূপ নেয় কি না। এমনিতেই এখন আমাদের চিকিৎসাসেবা প্রদানে বেগ পেতে হচ্ছে। এ রকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলোয় প্রায় ৪০০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালেই ভর্তি হয়েছে ৯৩ জন রোগী, যা জেলাটিতে গত কয়েক বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ তথ্যে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৫৩ জন। গতকাল কোনো চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়নি। বছরের শুরু থেকে এ পর্যন্ত মারা গেছে ৩৪ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯২, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৩৫, চট্টগ্রাম বিভাগে ৫৮, খুলনা বিভাগে ৮, রাজশাহী বিভাগে ৪৪ ও বরিশাল বিভাগে ১৫৭ জন রোগী ভর্তি হয়েছে। চলতি বছরের শুরু থেকে ২৪ জুন পর্যন্ত মোট ৭ হাজার ৪৩০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী।
এ বছর ডেঙ্গুর সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে বরিশাল বিভাগে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ভর্তি হয়েছে ৩ হাজার ৮৬৭ জন। চিকিৎসাধীন ৪৩২ জন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে। এ জেলায় এখন পর্যন্ত ভর্তি হয়েছে ২ হাজার ৩৪২ জন। এর মধ্যে ৬ জন বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অন্য তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বরগুনায় নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৮০, বেতাগী উপজেলায় ২, আমতলী উপজেলায় ১, বামনা উপজেলায় ৬ এবং পাথরঘাটা উপজেলায় ৪ জন।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘আজ জেলায় সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হয়েছে। এখনই এই অবস্থা, জানি না ডেঙ্গুর পিক সময়ে এটি মহামারিতে রূপ নেয় কি না। এমনিতেই এখন আমাদের চিকিৎসাসেবা প্রদানে বেগ পেতে হচ্ছে। এ রকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১৭ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১৮ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১৮ দিন আগে