আজকের পত্রিকা ডেস্ক
দেশের মধ্যাঞ্চলগুলোতে পদ্মাসহ বিভিন্ন নদনদীর পানি বেড়ে যাওয়ায় নতুন করে আরও নিচু এলাকা প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে নদীভাঙন। পানিবন্দী জীবনযাপন করছে হাজার হাজার মানুষ। অনেকে ভিটেমাটি হারিয়ে আশ্রয় নিয়েছে অন্যত্র। দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় কমতে শুরু করেছে পানি। তবে দেখা দিয়েছে খাদ্য ও খাওয়ার পানির সংকট। পানিবাহিত বিভিন্ন রোগে ভুগছে তারা।
মানিকগঞ্জের হরিরামপুর প্রতিনিধি জানান, এ এলাকায় পদ্মার পানি বাড়ছেই। চরাঞ্চলের আজিমনগর, লেছড়াগঞ্জ ও সুতালড়ি ইউনিয়নে কয়েক হাজার মানুষ পানিবন্দী। এ ছাড়াও উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর, পিয়াজচর, বকচর, জগন্নাথপুর, ভাওয়ারডাঙ্গী, বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি, খালপাড়, দাসকান্দি, হারুকান্দি ইউনিয়নের হারুকান্দি, ভেলাবাদ গ্রামে পানিবন্দী হাজার হাজার মানুষ।
রাজবাড়ীর গোয়ালন্দ প্রতিদিন জানান, কয়েক দিন ধরেই পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীতীরবর্তী ৪টি ইউনিয়নের অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী। পদ্মাকন্যা খ্যাত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের পদ্মাতীরবর্তী অধিকাংশ এলাকায় বাড়ির উঠানে ও রাস্তায় হাঁটুপানি।
রাজবাড়ী প্রতিনিধি জানান, পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই ৬৭টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে কোমর ও হাঁটুপানির মধ্যে বসবাস করছেন। ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দী থাকায় তাদের মাঝে দেখা দিয়েছে পানিবাহিত নানা ধরনের রোগ। বিশুদ্ধ পানি, খাবার ও পশুখাদ্যেরও সংকট রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।
সদর উপজেলার বরাট গ্রামের ফুলজান বেগম বলেন, ‘দুই সপ্তাহের বেশি সময় পানিতে বন্দী। ফলে ঘরের চৌকির উপরে রান্নার কাজ করছি। চেয়ারম্যান-মেম্বাররা তো কোনো খবর নেয় না।’ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, আগামী দু-তিন দিন পদ্মার পানি বাড়বে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আরিফুল হক জানান, ইতিমধ্যেই জেলার পানিবন্দীদের তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী সাড়ে সাত হাজার পরিবারের জন্য ১০ মেট্রিক টন চাল ও ২ লাখ টাকা নগদ প্রদান করা হয়েছে।
ফরিদপুরের সদরপুর প্রতিনিধি জানান, পদ্মা ও আড়িয়াল খাঁ নদের পানি ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নারিকেলবাড়িয়া, চর নাছিরপুর, চর মানাইড়, ঢেউখালী, আকোটেরচর ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে গরু-ছাগল নিয়ে মানবেতর জীবনযাপন করছে। চলাচলের একমাত্র বাহন ডিঙি।
মাদারীপুর প্রতিনিধি জানান, মাওয়া পয়েন্টে পদ্মা নদীর পানি ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার আড়িয়াল খাঁ নদে ৩ সেন্টিমিটার পানি বেড়েছে।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রমিত সাহা বলেন, যেভাবে পানি বাড়ছে তাতে এখনো বোঝা যাচ্ছে না ঠিক কত দিন বাড়বে।
দেশের মধ্যাঞ্চলগুলোতে পদ্মাসহ বিভিন্ন নদনদীর পানি বেড়ে যাওয়ায় নতুন করে আরও নিচু এলাকা প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে নদীভাঙন। পানিবন্দী জীবনযাপন করছে হাজার হাজার মানুষ। অনেকে ভিটেমাটি হারিয়ে আশ্রয় নিয়েছে অন্যত্র। দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় কমতে শুরু করেছে পানি। তবে দেখা দিয়েছে খাদ্য ও খাওয়ার পানির সংকট। পানিবাহিত বিভিন্ন রোগে ভুগছে তারা।
মানিকগঞ্জের হরিরামপুর প্রতিনিধি জানান, এ এলাকায় পদ্মার পানি বাড়ছেই। চরাঞ্চলের আজিমনগর, লেছড়াগঞ্জ ও সুতালড়ি ইউনিয়নে কয়েক হাজার মানুষ পানিবন্দী। এ ছাড়াও উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর, পিয়াজচর, বকচর, জগন্নাথপুর, ভাওয়ারডাঙ্গী, বয়ড়া ইউনিয়নের দড়িকান্দি, খালপাড়, দাসকান্দি, হারুকান্দি ইউনিয়নের হারুকান্দি, ভেলাবাদ গ্রামে পানিবন্দী হাজার হাজার মানুষ।
রাজবাড়ীর গোয়ালন্দ প্রতিদিন জানান, কয়েক দিন ধরেই পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীতীরবর্তী ৪টি ইউনিয়নের অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী। পদ্মাকন্যা খ্যাত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের পদ্মাতীরবর্তী অধিকাংশ এলাকায় বাড়ির উঠানে ও রাস্তায় হাঁটুপানি।
রাজবাড়ী প্রতিনিধি জানান, পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই ৬৭টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে কোমর ও হাঁটুপানির মধ্যে বসবাস করছেন। ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দী থাকায় তাদের মাঝে দেখা দিয়েছে পানিবাহিত নানা ধরনের রোগ। বিশুদ্ধ পানি, খাবার ও পশুখাদ্যেরও সংকট রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।
সদর উপজেলার বরাট গ্রামের ফুলজান বেগম বলেন, ‘দুই সপ্তাহের বেশি সময় পানিতে বন্দী। ফলে ঘরের চৌকির উপরে রান্নার কাজ করছি। চেয়ারম্যান-মেম্বাররা তো কোনো খবর নেয় না।’ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, আগামী দু-তিন দিন পদ্মার পানি বাড়বে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আরিফুল হক জানান, ইতিমধ্যেই জেলার পানিবন্দীদের তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী সাড়ে সাত হাজার পরিবারের জন্য ১০ মেট্রিক টন চাল ও ২ লাখ টাকা নগদ প্রদান করা হয়েছে।
ফরিদপুরের সদরপুর প্রতিনিধি জানান, পদ্মা ও আড়িয়াল খাঁ নদের পানি ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নারিকেলবাড়িয়া, চর নাছিরপুর, চর মানাইড়, ঢেউখালী, আকোটেরচর ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে গরু-ছাগল নিয়ে মানবেতর জীবনযাপন করছে। চলাচলের একমাত্র বাহন ডিঙি।
মাদারীপুর প্রতিনিধি জানান, মাওয়া পয়েন্টে পদ্মা নদীর পানি ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার আড়িয়াল খাঁ নদে ৩ সেন্টিমিটার পানি বেড়েছে।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রমিত সাহা বলেন, যেভাবে পানি বাড়ছে তাতে এখনো বোঝা যাচ্ছে না ঠিক কত দিন বাড়বে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
২৪ দিন আগেজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২৫ দিন আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২৫ দিন আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২৫ দিন আগে