নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুর দাপট কমছেই না। আগস্টের প্রথম দিনেই আজ রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে প্রায় ৩০০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এই চিত্র দেখা গেছে। এদিকে কীটতত্ত্ববিদেরা বলছেন, আগামী ১৫ দিনে ডেঙ্গু প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৯৫ জন। এদের মধ্যে ঢাকায় ২৫০ জন এবং বাইরে ৪৫ জন। আগের দিন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ২৬৬ জন। এদের মধ্যে ঢাকায় ২২০ জন এবং বাইরে ৪৬ জন। গত মাসের ৩১ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৯৮ জন। আর চলতি সেপ্টেম্বরের প্রথম দিনেই রোগী শনাক্ত হয়েছে ২৯৫ জন। গত জুলাইকে মারা গেছেন ১২ জন এবং আগস্টে ৩৩ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ১০ হাজার ৬৫১ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৪৪৭ জন। গত জুলাই ও আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ডে ভর্তি হয়েছেন ৬৮ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৯ জন, ঢাকা শিশু হাসপাতালে ৭ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩ জন ও কুর্মিটোলায় ৩ জনসহ মোট ১০৭ জন।
আগামী ১৫ দিনে ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ বিভাগের অধ্যাপক কবিরুল বাশার। তিনি বলেন, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা ও এডিস মশার ঘনত্ব এই চারটি প্যারামিটার দিয়ে প্রোগ্রেস মডেল তৈরি করা হয়। এতে দেখা গেছে আগামী ১৫ দিনের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। এ সময়ে মশক নিধন কার্যক্রম চলমান রাখতে হবে এবং ডিডিকেটেড হাসপাতালগুলোকে উপযুক্ত চিকিৎসা বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে।
ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। গত শনিবার শাহবাগে ১৭টি পরিবেশবাদী সংগঠন ডেঙ্গুর প্রকোপ রোধে মানববন্ধন করেছে। আর গত রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে এডিসের লার্ভা নিয়ে উপস্থিত হন নগরবাসী। ডেঙ্গু প্রকোপ কমাতে সিটি করপোরেশন দায়িত্ব পালন করলেও তাদের ভূমিকা নিয়ে নগরবাসীর অভিযোগের শেষ নেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর ৬টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রেখেছে।
ডেঙ্গুর দাপট কমছেই না। আগস্টের প্রথম দিনেই আজ রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে প্রায় ৩০০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এই চিত্র দেখা গেছে। এদিকে কীটতত্ত্ববিদেরা বলছেন, আগামী ১৫ দিনে ডেঙ্গু প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৯৫ জন। এদের মধ্যে ঢাকায় ২৫০ জন এবং বাইরে ৪৫ জন। আগের দিন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ২৬৬ জন। এদের মধ্যে ঢাকায় ২২০ জন এবং বাইরে ৪৬ জন। গত মাসের ৩১ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৯৮ জন। আর চলতি সেপ্টেম্বরের প্রথম দিনেই রোগী শনাক্ত হয়েছে ২৯৫ জন। গত জুলাইকে মারা গেছেন ১২ জন এবং আগস্টে ৩৩ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ১০ হাজার ৬৫১ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৪৪৭ জন। গত জুলাই ও আগস্টে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ডে ভর্তি হয়েছেন ৬৮ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৯ জন, ঢাকা শিশু হাসপাতালে ৭ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩ জন ও কুর্মিটোলায় ৩ জনসহ মোট ১০৭ জন।
আগামী ১৫ দিনে ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ বিভাগের অধ্যাপক কবিরুল বাশার। তিনি বলেন, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা ও এডিস মশার ঘনত্ব এই চারটি প্যারামিটার দিয়ে প্রোগ্রেস মডেল তৈরি করা হয়। এতে দেখা গেছে আগামী ১৫ দিনের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। এ সময়ে মশক নিধন কার্যক্রম চলমান রাখতে হবে এবং ডিডিকেটেড হাসপাতালগুলোকে উপযুক্ত চিকিৎসা বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে।
ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। গত শনিবার শাহবাগে ১৭টি পরিবেশবাদী সংগঠন ডেঙ্গুর প্রকোপ রোধে মানববন্ধন করেছে। আর গত রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে এডিসের লার্ভা নিয়ে উপস্থিত হন নগরবাসী। ডেঙ্গু প্রকোপ কমাতে সিটি করপোরেশন দায়িত্ব পালন করলেও তাদের ভূমিকা নিয়ে নগরবাসীর অভিযোগের শেষ নেই। তবে স্বাস্থ্য অধিদপ্তর ৬টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রেখেছে।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫