ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
দিগন্তবিস্তৃত সবুজ খেত, উঁচু-নিচু পাহাড়, পাখির কিচিরমিচির, ছোট-বড় অনেক গাছগাছালি, পাহাড়ি মাচাং ঘর, মারমা সম্প্রদায়ের বৈচিত্র্যময় জীবনধারা! এককথায় প্রকৃতি যেন তার আপন মাধুরী দিয়ে সাজিয়েছে সীতা পাহাড়কে।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পাহাড়ের ওপরে মারমা-অধ্যুষিত একটি গ্রাম সীতা পাহাড়। সেই গ্রামে ৫৫টি মারমা পরিবারের বসবাস। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ফুট ওপরে অবস্থিত এই গ্রামের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্য। পাহাড়ের ওপর দাঁড়ালে এক দিকে দেখা যাবে কর্ণফুলী নদীর স্বচ্ছ জলরাশি, অন্যদিকে কাপ্তাই লেক ও পানিবিদ্যুৎকেন্দ্র। এ ছাড়া দেখা যাবে রাঙ্গুনিয়ার শস্যভান্ডারখ্যাত গোমাই বিল। এই পাহাড়ে আছে আদ্দিকালের বুড়ো বটগাছ। এত বড় আর বয়সী বট অনেকে হয়তো দেখেননি। এই সব প্রাচীন বৃক্ষের নিচে বসে জিরিয়ে নিতে পারবেন কিছুটা সময়।
চন্দ্রঘোনা মিশন ঘাট বা কর্ণফুলী পেপার মিলস এলাকার ইঞ্জিনিয়ার ঘাট হয়ে কর্ণফুলী নদীর ওপারে ডলুছড়ি গ্রাম। এরপর খাড়া পাহাড় বেয়ে প্রায় পৌনে এক ঘণ্টা হেঁটে উপস্থিত হতে হবে সীতা পাহাড় এলাকায়। পথে রাস্তার দুই পাশে পড়বে সবুজ ঘন বন। সেখান থেকে ভেসে আসবে পাখির কলতান। মন চলে যাবে কল্পনার জগতে। মনে হবে এটি গ্রাম নয়, যেন স্বর্গরাজ্য!
আগেই বলেছি, সীতা পাহাড় এলাকায় ৫৫টি মারমা পরিবারের বসবাস। এই গ্রামের অধিকাংশ মানুষ জুমচাষের ওপর নির্ভরশীল। অত্যন্ত পরিশ্রমী এই জনগোষ্ঠী। এখানে রয়েছে একটি বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহারের বাম পাশ থেকে সবুজ বন-বনানী চোখে পড়বে। আবার বৌদ্ধবিহারের ওপরে বড় বড় বটগাছের নিচে দাঁড়ালে চট্টগ্রাম শহরের শাহ আমানত সেতুর কিছু অংশ দেখতে পাওয়া যায়। এই পাড়ার সর্বোচ্চ চূড়া, যেটা বন বিভাগের রিজার্ভ ফরেস্ট নামে পরিচিত, সেই চূড়া থেকে কাপ্তাই চিৎমরম, সীতা মন্দির, কর্ণফুলী হাইড্রোলিক পাওয়ার স্টেশন দেখা যায়।
এই অদ্ভুত পাহাড়ে আসতে পারেন পাহাড়প্রেমীরা। এখানে একই সঙ্গে পাহাড়, বন, প্রকৃতি আর মারমাদের জীবন ও সংস্কৃতি দেখা যাবে খুব কাছ থেকে।
যাবেন কীভাবে
ঢাকা বা দেশের যেকোনো প্রান্ত থেকে যেতে হবে রাঙামাটির কাপ্তাই কেপিএম বারভূঁইয়া গেট। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় যেতে হবে ইঞ্জিনিয়ার ঘাট। এরপর কর্ণফুলী নদী নৌকায় পার হয়ে ডলুছড়ি গ্রাম। সেখান থেকে হেঁটে সীতা পাহাড়।
দিগন্তবিস্তৃত সবুজ খেত, উঁচু-নিচু পাহাড়, পাখির কিচিরমিচির, ছোট-বড় অনেক গাছগাছালি, পাহাড়ি মাচাং ঘর, মারমা সম্প্রদায়ের বৈচিত্র্যময় জীবনধারা! এককথায় প্রকৃতি যেন তার আপন মাধুরী দিয়ে সাজিয়েছে সীতা পাহাড়কে।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পাহাড়ের ওপরে মারমা-অধ্যুষিত একটি গ্রাম সীতা পাহাড়। সেই গ্রামে ৫৫টি মারমা পরিবারের বসবাস। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ফুট ওপরে অবস্থিত এই গ্রামের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্য। পাহাড়ের ওপর দাঁড়ালে এক দিকে দেখা যাবে কর্ণফুলী নদীর স্বচ্ছ জলরাশি, অন্যদিকে কাপ্তাই লেক ও পানিবিদ্যুৎকেন্দ্র। এ ছাড়া দেখা যাবে রাঙ্গুনিয়ার শস্যভান্ডারখ্যাত গোমাই বিল। এই পাহাড়ে আছে আদ্দিকালের বুড়ো বটগাছ। এত বড় আর বয়সী বট অনেকে হয়তো দেখেননি। এই সব প্রাচীন বৃক্ষের নিচে বসে জিরিয়ে নিতে পারবেন কিছুটা সময়।
চন্দ্রঘোনা মিশন ঘাট বা কর্ণফুলী পেপার মিলস এলাকার ইঞ্জিনিয়ার ঘাট হয়ে কর্ণফুলী নদীর ওপারে ডলুছড়ি গ্রাম। এরপর খাড়া পাহাড় বেয়ে প্রায় পৌনে এক ঘণ্টা হেঁটে উপস্থিত হতে হবে সীতা পাহাড় এলাকায়। পথে রাস্তার দুই পাশে পড়বে সবুজ ঘন বন। সেখান থেকে ভেসে আসবে পাখির কলতান। মন চলে যাবে কল্পনার জগতে। মনে হবে এটি গ্রাম নয়, যেন স্বর্গরাজ্য!
আগেই বলেছি, সীতা পাহাড় এলাকায় ৫৫টি মারমা পরিবারের বসবাস। এই গ্রামের অধিকাংশ মানুষ জুমচাষের ওপর নির্ভরশীল। অত্যন্ত পরিশ্রমী এই জনগোষ্ঠী। এখানে রয়েছে একটি বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহারের বাম পাশ থেকে সবুজ বন-বনানী চোখে পড়বে। আবার বৌদ্ধবিহারের ওপরে বড় বড় বটগাছের নিচে দাঁড়ালে চট্টগ্রাম শহরের শাহ আমানত সেতুর কিছু অংশ দেখতে পাওয়া যায়। এই পাড়ার সর্বোচ্চ চূড়া, যেটা বন বিভাগের রিজার্ভ ফরেস্ট নামে পরিচিত, সেই চূড়া থেকে কাপ্তাই চিৎমরম, সীতা মন্দির, কর্ণফুলী হাইড্রোলিক পাওয়ার স্টেশন দেখা যায়।
এই অদ্ভুত পাহাড়ে আসতে পারেন পাহাড়প্রেমীরা। এখানে একই সঙ্গে পাহাড়, বন, প্রকৃতি আর মারমাদের জীবন ও সংস্কৃতি দেখা যাবে খুব কাছ থেকে।
যাবেন কীভাবে
ঢাকা বা দেশের যেকোনো প্রান্ত থেকে যেতে হবে রাঙামাটির কাপ্তাই কেপিএম বারভূঁইয়া গেট। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় যেতে হবে ইঞ্জিনিয়ার ঘাট। এরপর কর্ণফুলী নদী নৌকায় পার হয়ে ডলুছড়ি গ্রাম। সেখান থেকে হেঁটে সীতা পাহাড়।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৮ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৮ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৮ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৮ দিন আগে