নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুন মাসের গরমেও ভ্রমণের আনন্দ উপভোগ করতে ভারতের কিছু জায়গায় যেতে পারেন ভ্রমণপিয়াসীরা। কুল্লু উপত্যকার উত্তর প্রান্তে ১ হাজার ৯২৬ মিটার উচ্চতায় অবস্থিত মানালি। তুষার আচ্ছাদিত পর্বতশৃঙ্গ, ফুলে ঢাকা তৃণভূমি, হিমবাহ, নদী, মন্দির, বৌদ্ধ মঠসহ অনেক দর্শনীয় স্থান আছে সেখানে। উপভোগ্য খেলার মধ্যে আছে স্নো স্পোর্টস, যেমন স্কিইং, স্নোবোর্ডিং ইত্যাদি। আছে প্যারাগ্লাইডিং, হাইকিং, রক ক্লাইম্বিং, মাউন্টেইন বাইকিং, ক্যানোয়িং ও হোয়াইট ওয়াটার রাফটিংয়ের মতো রোমাঞ্চকর খেলা।
ওক ও পাইনগাছে ঘেরা সিমলা ভারতের উত্তরাঞ্চলের অন্যতম দর্শনীয় হিল স্টেশন। মল, রিজ ও টয় ট্রেন—সবই পাওয়া যাবে সেখানে।
মাউন্ট আবু রাজস্থান রাজ্যের একমাত্র পাহাড়ি স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৭২২ মিটার ওপরে অবস্থিত এই পর্যটন গন্তব্য আরাবল্লী রেঞ্জের শান্ত পরিবেশে অবস্থিত। পাহাড়ি শহরটি হ্রদ, জলপ্রপাত এবং সবুজ বনে ঘেরা। শহরটিতে দর্শনার্থীরা চিতাবাঘ, বুনো শূকর, ল্যাঙ্গুর ও সাম্বার দেখার সুযোগ পান।
শিলং শহর পাইনগাছ, জলপ্রপাত, সবুজ গাছপালাসহ বিশাল পার্ক নিয়ে গড়ে উঠেছে। সেখানে পর্যটকেরা হাইকিং, ক্যাম্পিং, রিভার রাফটিং, র্যাপেলিং, কায়াকিং, ফিশিং করতে পারেন।
এ ছাড়া যাঁরা সমুদ্র ভালোবাসেন, তাঁরা যেতে পারেন দক্ষিণ গোয়ার শান্ত সমুদ্রসৈকতগুলোতে। সেখানকার দর্শনীয় জায়গাগুলো হলো বাটারফ্লাই, পালোলেম এবং আগোন্ডা, সেন্ট জেভিয়ার্স চার্চ এবং দুধসাগর জলপ্রপাত। উত্তর গোয়া আরম্ভোল, ভ্যাগাটর এবং অঞ্জুনার মতো সৈকতের জন্য বিখ্যাত। এ ছাড়া সেখানে
আছে ফোর্ট আগুয়াদা এবং চাপোরা ফোর্ট।
জুন মাসের গরমেও ভ্রমণের আনন্দ উপভোগ করতে ভারতের কিছু জায়গায় যেতে পারেন ভ্রমণপিয়াসীরা। কুল্লু উপত্যকার উত্তর প্রান্তে ১ হাজার ৯২৬ মিটার উচ্চতায় অবস্থিত মানালি। তুষার আচ্ছাদিত পর্বতশৃঙ্গ, ফুলে ঢাকা তৃণভূমি, হিমবাহ, নদী, মন্দির, বৌদ্ধ মঠসহ অনেক দর্শনীয় স্থান আছে সেখানে। উপভোগ্য খেলার মধ্যে আছে স্নো স্পোর্টস, যেমন স্কিইং, স্নোবোর্ডিং ইত্যাদি। আছে প্যারাগ্লাইডিং, হাইকিং, রক ক্লাইম্বিং, মাউন্টেইন বাইকিং, ক্যানোয়িং ও হোয়াইট ওয়াটার রাফটিংয়ের মতো রোমাঞ্চকর খেলা।
ওক ও পাইনগাছে ঘেরা সিমলা ভারতের উত্তরাঞ্চলের অন্যতম দর্শনীয় হিল স্টেশন। মল, রিজ ও টয় ট্রেন—সবই পাওয়া যাবে সেখানে।
মাউন্ট আবু রাজস্থান রাজ্যের একমাত্র পাহাড়ি স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৭২২ মিটার ওপরে অবস্থিত এই পর্যটন গন্তব্য আরাবল্লী রেঞ্জের শান্ত পরিবেশে অবস্থিত। পাহাড়ি শহরটি হ্রদ, জলপ্রপাত এবং সবুজ বনে ঘেরা। শহরটিতে দর্শনার্থীরা চিতাবাঘ, বুনো শূকর, ল্যাঙ্গুর ও সাম্বার দেখার সুযোগ পান।
শিলং শহর পাইনগাছ, জলপ্রপাত, সবুজ গাছপালাসহ বিশাল পার্ক নিয়ে গড়ে উঠেছে। সেখানে পর্যটকেরা হাইকিং, ক্যাম্পিং, রিভার রাফটিং, র্যাপেলিং, কায়াকিং, ফিশিং করতে পারেন।
এ ছাড়া যাঁরা সমুদ্র ভালোবাসেন, তাঁরা যেতে পারেন দক্ষিণ গোয়ার শান্ত সমুদ্রসৈকতগুলোতে। সেখানকার দর্শনীয় জায়গাগুলো হলো বাটারফ্লাই, পালোলেম এবং আগোন্ডা, সেন্ট জেভিয়ার্স চার্চ এবং দুধসাগর জলপ্রপাত। উত্তর গোয়া আরম্ভোল, ভ্যাগাটর এবং অঞ্জুনার মতো সৈকতের জন্য বিখ্যাত। এ ছাড়া সেখানে
আছে ফোর্ট আগুয়াদা এবং চাপোরা ফোর্ট।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫