নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চেরাপুঞ্জি মানেই বৃষ্টি। জুলাই-আগস্ট মাসে এই অঞ্চলে যাওয়ার ভালো সময়। এখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত।
তামাবিল থেকে চেরাপুঞ্জি যেতে ঘুরতে হবে প্রায় ৬০ কিলোমিটার পাহাড়ি পথ। পাহাড়চূড়ার আঁকাবাঁকা পথে চলতে চলতে দেখা মিলবে মেঘে ঢাকা অসাধারণ সুন্দর সব পাহাড়ের। এর একদিকে পাহাড়ের ঢালে সরু রাস্তা যেমন আছে, আরেক দিকে আছে গভীর খাদ।
চেরাবাজার ঘিরেই চেরাপুঞ্জি গ্রাম। এই জায়গাটি বিখ্যাত চুনাপাথরের গুহা, কয়লা ও মধুর জন্য। চেরাপুঞ্জির কাছে খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে মাওসিনরাম। সেখানেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। মাওসিনরামে আছে প্রাচীন গুহায় স্ট্যালাগ মাধই পাথরের শিবলিঙ্গ। চেরাপুঞ্জির আরেক আকর্ষণ বিশ্বের চতুর্থ উচ্চতম জলপ্রপাত মোসমাই ফলস। এ ছাড়া ডাবল ডেকার রুট ব্রিজ, মোসমাই কেভ, রামকৃষ্ণ মিশন, সেভেন সিস্টার্স ফল, ইকো পার্ক, মকটক ভিউ পয়েন্টসহ বেশ কিছু দর্শনীয় জায়গা রয়েছে চেরাপুঞ্জিজুড়ে।
বৃষ্টির মৌসুমে চেরাপুঞ্জির পাশাপাশি মেঘালয়ের রাজধানী শিলং থেকেও ঘুরে আসা সম্ভব। অনেকেই বলেন, দার্জিলিং যদি হয় রূপের রানি তা হলে শিলং হচ্ছে রাজা। মেঘালয়ের সাধারণ মানুষেরা খাসিয়া ভাষায় কথা বললেও পর্যটকদের সঙ্গে হিন্দি-ইংরেজি মেশানো এক মিশ্র ভাষায় কথা বলেন।
চেরাপুঞ্জি মানেই বৃষ্টি। জুলাই-আগস্ট মাসে এই অঞ্চলে যাওয়ার ভালো সময়। এখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত।
তামাবিল থেকে চেরাপুঞ্জি যেতে ঘুরতে হবে প্রায় ৬০ কিলোমিটার পাহাড়ি পথ। পাহাড়চূড়ার আঁকাবাঁকা পথে চলতে চলতে দেখা মিলবে মেঘে ঢাকা অসাধারণ সুন্দর সব পাহাড়ের। এর একদিকে পাহাড়ের ঢালে সরু রাস্তা যেমন আছে, আরেক দিকে আছে গভীর খাদ।
চেরাবাজার ঘিরেই চেরাপুঞ্জি গ্রাম। এই জায়গাটি বিখ্যাত চুনাপাথরের গুহা, কয়লা ও মধুর জন্য। চেরাপুঞ্জির কাছে খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে মাওসিনরাম। সেখানেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। মাওসিনরামে আছে প্রাচীন গুহায় স্ট্যালাগ মাধই পাথরের শিবলিঙ্গ। চেরাপুঞ্জির আরেক আকর্ষণ বিশ্বের চতুর্থ উচ্চতম জলপ্রপাত মোসমাই ফলস। এ ছাড়া ডাবল ডেকার রুট ব্রিজ, মোসমাই কেভ, রামকৃষ্ণ মিশন, সেভেন সিস্টার্স ফল, ইকো পার্ক, মকটক ভিউ পয়েন্টসহ বেশ কিছু দর্শনীয় জায়গা রয়েছে চেরাপুঞ্জিজুড়ে।
বৃষ্টির মৌসুমে চেরাপুঞ্জির পাশাপাশি মেঘালয়ের রাজধানী শিলং থেকেও ঘুরে আসা সম্ভব। অনেকেই বলেন, দার্জিলিং যদি হয় রূপের রানি তা হলে শিলং হচ্ছে রাজা। মেঘালয়ের সাধারণ মানুষেরা খাসিয়া ভাষায় কথা বললেও পর্যটকদের সঙ্গে হিন্দি-ইংরেজি মেশানো এক মিশ্র ভাষায় কথা বলেন।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১২ আগস্ট ২০২৫শ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১২ আগস্ট ২০২৫‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১১ আগস্ট ২০২৫রোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১১ আগস্ট ২০২৫