ভ্রমণ ডেস্ক
জাঁকজমক আর শানশওকতের শহর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই। সুউচ্চ ও বিলাসবহুল বুর্জ খলিফার জন্য এ শহরের আলাদা পরিচিতি রয়েছে। দুবাইয়ের দৃষ্টিনন্দন জুমেইরাহ বিচ এলাকায় বুর্জ খলিফার মতো আরও একটি নতুন বিলাসবহুল টাওয়ার নির্মাণ করা হয়েছে। জুমেইরাহ বিচ ও দ্য স্যাফায়ার কাছাকাছি জায়গার এই টাওয়ারের নাম দ্য স্যাফায়ার। এ বছরের প্রথম দিকে চালু হওয়া এই টাওয়ার নির্মাণ করেছে দেশটির আবাসন প্রতিষ্ঠান ডিএএমএসি প্রপার্টিজ। এর একটি ৯ হাজার ৪৩৭ বর্গফুট পেন্টহাউসের দাম প্রায় ১৬৮ কোটি ৫০ লাখ টাকা!
দুবাইয়ের ডাউনটাউনের কাছে জুমেইরাহ এলাকা থেকে হাঁটা দূরত্বে সাফা পার্ক। এর কাছেই সিটি ওয়াক ও বক্স পার্ক। দৃষ্টিনন্দন জুমেইরাহ বিচ ও দ্য স্যাফায়ার কাছাকাছি অবস্থিত। নির্মাতাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টাওয়ার সাফা সিরিজের অংশ। এ সিরিজের সব টাওয়ারই বিলাসবহুল জীবনযাপনের জন্য নির্মাণ করা হয়েছে। টাওয়ারের লবিতে একটি আলোর বলয় থাকবে, যেখানে পোডিয়াম স্তরের ইনফিনিটি পুলে সাফা পার্ক ও আশপাশের ফোয়ারার দৃশ্য দেখা যাবে। এ ছাড়া দ্য স্যাফায়ার টাওয়ারের বাসিন্দাদের জন্য রয়েছে বিলাসবহুল স্পা রিট্রিট, ক্যানারি গার্ডেন ও ফিটনেস সেন্টার।
ডামাক দ্য স্যাফায়ার দুবাইয়ের আরও একটি গন্তব্যে পরিণত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
জাঁকজমক আর শানশওকতের শহর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই। সুউচ্চ ও বিলাসবহুল বুর্জ খলিফার জন্য এ শহরের আলাদা পরিচিতি রয়েছে। দুবাইয়ের দৃষ্টিনন্দন জুমেইরাহ বিচ এলাকায় বুর্জ খলিফার মতো আরও একটি নতুন বিলাসবহুল টাওয়ার নির্মাণ করা হয়েছে। জুমেইরাহ বিচ ও দ্য স্যাফায়ার কাছাকাছি জায়গার এই টাওয়ারের নাম দ্য স্যাফায়ার। এ বছরের প্রথম দিকে চালু হওয়া এই টাওয়ার নির্মাণ করেছে দেশটির আবাসন প্রতিষ্ঠান ডিএএমএসি প্রপার্টিজ। এর একটি ৯ হাজার ৪৩৭ বর্গফুট পেন্টহাউসের দাম প্রায় ১৬৮ কোটি ৫০ লাখ টাকা!
দুবাইয়ের ডাউনটাউনের কাছে জুমেইরাহ এলাকা থেকে হাঁটা দূরত্বে সাফা পার্ক। এর কাছেই সিটি ওয়াক ও বক্স পার্ক। দৃষ্টিনন্দন জুমেইরাহ বিচ ও দ্য স্যাফায়ার কাছাকাছি অবস্থিত। নির্মাতাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টাওয়ার সাফা সিরিজের অংশ। এ সিরিজের সব টাওয়ারই বিলাসবহুল জীবনযাপনের জন্য নির্মাণ করা হয়েছে। টাওয়ারের লবিতে একটি আলোর বলয় থাকবে, যেখানে পোডিয়াম স্তরের ইনফিনিটি পুলে সাফা পার্ক ও আশপাশের ফোয়ারার দৃশ্য দেখা যাবে। এ ছাড়া দ্য স্যাফায়ার টাওয়ারের বাসিন্দাদের জন্য রয়েছে বিলাসবহুল স্পা রিট্রিট, ক্যানারি গার্ডেন ও ফিটনেস সেন্টার।
ডামাক দ্য স্যাফায়ার দুবাইয়ের আরও একটি গন্তব্যে পরিণত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
২৩ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
২৩ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২৩ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২৩ দিন আগে