নেপালের নিমা রিনজি শেরপা মাত্র ১৮ বছর পাঁচ মাস বয়সে আট হাজার মিটারে বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ জয় করেছেন। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে আট হাজার মিটারের বেশি সব কয়টি পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।
২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম কোনো আট হাজার মিটারের চূড়ায় ওঠেন নিমা রিনজি শেরপা। আর আজ বুধবার মাউন্ট শিশাপানাংমার চূড়ায় আরোহণের মাধ্যমে আট হাজার ফুটি ১৪তম পর্বতচূড়াটি জয় করলেন তিনি।
নিমা রিনজি মাউন্ট শিশাপানাংমার চূড়ায় পৌঁছার পর অভিযানটির আয়োজক সেভেন সামিট ট্র্যাক ইনস্টাগ্রামে তাঁর এ সাফল্যের বিষয়টি ঘোষণা করেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘নিমা রিনজি শেরপা কেবল ১৮ বছর ৫ মাস বয়সে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়াই জয় করল। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে এটা করে ইতিহাসে নাম লেখালেন তিনি। তাঁর সঙ্গে ছিল পাসাং নুরবু শেরপা, সেও আট হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়ায় আরোহণ সম্পন্ন করেছে। চীনের স্থানীয় সময়ে আজ সকাল ৬টা ৫ মিনিটে মাউন্ট শিশাপানাংমার (৮ হাজার ২৭ মিটার বা ২৬ হাজার ৩৩৫ ফুট) চূড়ায় পৌঁছেন তিনি।’
তরুণ নিমা রিনজি এভারেস্টের চীনা অংশ দিয়ে পর্বতটি জয়ের অনুমতি পেতে অপেক্ষা করছিলেন। শেষমেশ গত সেপ্টেম্বরে অনুমতি মেলে। নিমা রিনজি ২০২২ সালের সেপ্টেম্বরে ৮ হাজার ১৬৩ মিটার উচ্চতার মানাসলু পর্বত জয়ের মাধ্যমে তাঁর এই রেকর্ড গড়ার প্রথম ধাপ অতিক্রম করেন।
সেভেন সামিট ট্র্যাক সূত্রে জানা যায়, মাত্র দুই বছর ১০ দিনে আট হাজার ফুটি ১৪টি চূড়া জয় করেন নিমা রিনজি।
এর আগে সবচেয়ে কম বয়সে আট হাজার ফুটের উচ্চতার সব কয়টি পর্বত জয়ের রেকর্ডটি ছিল আরেক নেপালি পর্বতারোহী মিংমা গ্যাবু ডেভিড শেরপার। তিনি ২০১৯ সালে ৩০ বছর বয়সে এটি অর্জন করেন।
নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের সূত্রে জানা যায়, নিমা রিনজি মানাসলু পর্বত (৮ হাজার ১৬৩ মিটার) জয় করেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর, মাউন্ট এভারেস্ট (৮ হাজার ৮৪৮.৮৬ মিটার) ২০২৩ সালের ২৪ মে আর নাঙ্গা পর্বত (৮ হাজার ১২৬ মিটার মিটার) জয় করেন ২০২৩ সালের ২৬ জুন।
এ বছরের জুনে তিনি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত চূড়া কাঞ্চনজঙ্ঘা জয় করেন। এটা ছিল তাঁর ১৩তম আট হাজারি পর্বতারোহণ।
নেপালের নিমা রিনজি শেরপা মাত্র ১৮ বছর পাঁচ মাস বয়সে আট হাজার মিটারে বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ জয় করেছেন। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে আট হাজার মিটারের বেশি সব কয়টি পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।
২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম কোনো আট হাজার মিটারের চূড়ায় ওঠেন নিমা রিনজি শেরপা। আর আজ বুধবার মাউন্ট শিশাপানাংমার চূড়ায় আরোহণের মাধ্যমে আট হাজার ফুটি ১৪তম পর্বতচূড়াটি জয় করলেন তিনি।
নিমা রিনজি মাউন্ট শিশাপানাংমার চূড়ায় পৌঁছার পর অভিযানটির আয়োজক সেভেন সামিট ট্র্যাক ইনস্টাগ্রামে তাঁর এ সাফল্যের বিষয়টি ঘোষণা করেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘নিমা রিনজি শেরপা কেবল ১৮ বছর ৫ মাস বয়সে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়াই জয় করল। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে এটা করে ইতিহাসে নাম লেখালেন তিনি। তাঁর সঙ্গে ছিল পাসাং নুরবু শেরপা, সেও আট হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়ায় আরোহণ সম্পন্ন করেছে। চীনের স্থানীয় সময়ে আজ সকাল ৬টা ৫ মিনিটে মাউন্ট শিশাপানাংমার (৮ হাজার ২৭ মিটার বা ২৬ হাজার ৩৩৫ ফুট) চূড়ায় পৌঁছেন তিনি।’
তরুণ নিমা রিনজি এভারেস্টের চীনা অংশ দিয়ে পর্বতটি জয়ের অনুমতি পেতে অপেক্ষা করছিলেন। শেষমেশ গত সেপ্টেম্বরে অনুমতি মেলে। নিমা রিনজি ২০২২ সালের সেপ্টেম্বরে ৮ হাজার ১৬৩ মিটার উচ্চতার মানাসলু পর্বত জয়ের মাধ্যমে তাঁর এই রেকর্ড গড়ার প্রথম ধাপ অতিক্রম করেন।
সেভেন সামিট ট্র্যাক সূত্রে জানা যায়, মাত্র দুই বছর ১০ দিনে আট হাজার ফুটি ১৪টি চূড়া জয় করেন নিমা রিনজি।
এর আগে সবচেয়ে কম বয়সে আট হাজার ফুটের উচ্চতার সব কয়টি পর্বত জয়ের রেকর্ডটি ছিল আরেক নেপালি পর্বতারোহী মিংমা গ্যাবু ডেভিড শেরপার। তিনি ২০১৯ সালে ৩০ বছর বয়সে এটি অর্জন করেন।
নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের সূত্রে জানা যায়, নিমা রিনজি মানাসলু পর্বত (৮ হাজার ১৬৩ মিটার) জয় করেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর, মাউন্ট এভারেস্ট (৮ হাজার ৮৪৮.৮৬ মিটার) ২০২৩ সালের ২৪ মে আর নাঙ্গা পর্বত (৮ হাজার ১২৬ মিটার মিটার) জয় করেন ২০২৩ সালের ২৬ জুন।
এ বছরের জুনে তিনি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত চূড়া কাঞ্চনজঙ্ঘা জয় করেন। এটা ছিল তাঁর ১৩তম আট হাজারি পর্বতারোহণ।
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
১৮ দিন আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
১৮ দিন আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
১৯ দিন আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
১৯ দিন আগে